GP Balance Check Code/Number 2024 – জিপি ব্যালেন্স চেক মিনিট, ইন্টারনেট, এসএমএস

GP Balance Check: আপনি আপনার জিপি মোবাইল ব্যালেন্স, ইন্টারনেট ব্যবহার বা মিনিট বরাদ্দ ট্র্যাক করতে চাইছেন না কেন, এই আর্টিকেলটি বিভিন্ন ঝামেলা-মুক্ত কৌশল উন্মোচন করেছে। জিপি ব্যালেন্স চেক কোড/নম্বর থেকে শুরু করে ইন্টারনেট এবং মিনিট ব্যালেন্সের জন্য এসএমএস অনুসন্ধান, আমরা কোন কিছুই বাদ রাখিনি। 

আপনি জিপি প্রিপেইড অথবা পোস্টপেইড যে গ্রাহকই হন না কেন এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে জিপির বিভিন্ন ধরনের কোড সম্পর্কে অবগত থাকুন।

GP Balance Check Code/Number (জিপি ব্যালেন্স চেক কোড/নাম্বার)

অনায়াসে আপনার জিপি মেইন ব্যালেন্স চেক করতে, কেবল ডায়াল করুন *566# – ডেডিকেটেড জিপি ব্যালেন্স চেক কোড। এই দ্রুত এবং সহজ পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত থাকুন। আপনার ফোন কীপ্যাডে মাত্র কয়েকটি ট্যাপ করুন, এবং আপনার নখদর্পণে আপনার জিপি ব্যালেন্স প্রদর্শিত হবে। এই ব্যবহার-বান্ধব কোডের মাধ্যমে আপনার জিপি মোবাইল ব্যালেন্সের সাথে আপডেট থাকার সুবিধাটি গ্রহণ করুন। 

GP Internet Balance Check by SMS (জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড)

গ্রামীণফোন আপনাকে এসএমএস এর মাধ্যমে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার সুবিধা দিয়েছে। আপনি যদি এসএমএস এর মাধ্যমে জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চান সে ক্ষেত্রে আপনাকে শুধু একটি কোড ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর মুহুর্তেই আপনি একটি ফিরতি মেসেজ পাবেন যে মেসেজে আপনার ইন্টারনেট ব্যালেন্স বিস্তারিতভাবে লেখা থাকবে। এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হল *121*1*4#

GP Minute Balance Check (জিপি মিনিট ব্যালেন্স চেক)

জিপি সিমের মেইন ব্যালেন্স চেক করা, ইন্টারনেট ব্যালেন্স চেক করা এবং মিনিট ব্যালেন্স চেক করা খুবই সহজ।  আপনি নির্দিষ্ট কোড ডায়াল করলেই কোম্পানি আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স জানিয়ে দিবে।  আপনি আপনার জিপি সিমে মিনিট ব্যালেন্স চেক করার জন্য শুধুমাত্র *121*1*2# ডায়াল করবেন। কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই এসএমএস এর মাধ্যমে আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স জেনে নিতে পারবেন।

GP SMS Balance Check (জিপি এসএমএস ব্যালেন্স চেক)

জিপি সিমে এসএমএস ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনি জিপি কোম্পানি থেকে একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএস আপনার জিপি সিমের অবশিষ্ট এসএমএস গুলোর পরিমাণ উল্লেখ করা থাকবে। এছাড়াও জিপি সিমে এসএমএস ব্যালেন্স চেক করার আরো দুটি কোড রয়েছে। সেগুলো হলো *566*2# এবং *566*18#, জিপি সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনি এই কোডগুলোও ব্যবহার করতে পারেন। 

GP Balance Check Online (জিপি ব্যালেন্স চেক অনলাইন)

অনলাইনে ব্যালেন্স চেক করার বিষয়টি খুবই সহজ। অনলাইনে ব্যালেন্স চেক করতে হলে আপনার মাই জিপি অ্যাপ ইন্সটল করা থাকতে হবে। মাই জিপি অ্যাপটি ইন্সটল করে ওপেন করলেই অ্যাপের হোম পেজে আপনি আপনার সিমের মূল ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স সহ যাবতীয় সকল তথ্য দেখতে পেয়ে যাবেন।

GP Balance Check Postpaid (জিপি পোস্টপেইড ব্যালেন্স চেক)

অনেক গ্রাহক আছেন যারা পোস্টপেইড সিম ব্যবহার করতে পছন্দ করেন। পোস্টপেইড সিমে ব্যালেন্স চেক করাও খুবই সহজ। তবে আমাদের মাঝেও অনেকেই জিপি পোস্টপেইড সিমে ব্যালেন্স চেক করতে জানে করতে জানেন না।  

আপনি যদি জিপি পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *567# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনি একটি এসএমএস পাবেন, সেই এসএমএসে আপনার অবশিষ্ট ব্যালেন্স এর পরিমাণ দেওয়া থাকবে। এভাবে খুব সহজে আপনি আপনার জিপি পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। 

GP Balance Loan (জিপি ব্যালেন্স লোন)

মাঝে মাঝে আমরা খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পড়ে যাই। এমন মুহূর্ত মনে করুন আপনার কথা বলাটা খুবই জরুরী অথবা এসএমএস করাটা খুবই জরুরী অথচ আপনার সিমে কোন ব্যালেন্স নেই এবং আশেপাশে কোন ফ্লেক্সিলোডের দোকানও পাচ্ছেন না।  এমন ক্ষেত্রে আপনাকে জিপি ব্যালেন্স লোন সুবিধাটি সাহায্য করতে পারে। 

তবে অনেকেই জানেন না কিভাবে জিপি সিমে ব্যালেন্স লোন নিতে হয়।  জিপি সিমে ব্যালেন্স লোন নেওয়া খুবই সহজ।  আপনি শুধুমাত্র *1010*1# ডায়াল করলেই আপনার সিমে ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স যোগ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার সিমে পূর্বে নেওয়া কোন ব্যালেন্স লোন বাকি থাকা যাবে না।

GP Emergency Balance 10 TK Code (জিপি ইমারজেন্সি ব্যালেন্স ১০ টাকা কোড)

জিপি সিমে আপনি দশ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।  তবে সকলেই চাই ১০ টাকা  ইমার্জেন্সি ব্যালেন্স।  তবে আপনি আপনার পছন্দ মতো যে কোন পরিমাণ ব্যালেন্স লোন নিতে পারবেন না। 

আপনার পূর্ববর্তী ব্যবহারের হিস্টরি মোতাবেক কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আপনাকে ইমারজেন্সি লোন হিসেবে প্রদান করে থাকে। জিপি ইমার্জেন্সি ব্যালেন্স ১০ টাকা কোডটি হলো *1010*1#,  এটি ডায়াল করলে  আপনি ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন।

Robi Balance Check Code (রবি ব্যালেন্স চেক কোড)

আমরা যারা রবি সিম ব্যবহার করে থাকি এবং রবি ব্যালেন্স চেক করার কোডটি জানিনা তাদের উদ্দেশ্যে বলছি রবি সিমে ব্যালেন্স চেক করা খুবই সহজ।  রবি সিমে ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল অপরে চলে যান। এরপর *222# টাইপ করে “Call” বাটনে চাপ দিন। কোডটি ডায়াল করলে আপনার সিমের অবশিষ্ট ব্যালেন্স প্রদর্শিত হবে।

Airtel Balance Check Code (এয়ারটেল ব্যালেন্স চেক কোড)

এয়ারটেল ব্যালেন্স চেক করা খুবই সহজ।  এয়ারটেল সিমে মূল ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *778# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এয়ারটেল সিমের মূল ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

Banglalink Balance Check Code (বাংলালিংক ব্যালেন্স চেক কোড)

আমরা অনেকেই আছি বাংলালিংক সিম ব্যবহার করে থাকি অথচ বাংলালিংক ব্যালেন্স চেক করার কোডটি জানিনা।  বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *124# ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করলে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স প্রদর্শিত হবে।

Teletalk Balance Check Code (টেলিটক ব্যালেন্স চেক কোড)

সচরাচর সবাই টেলিটক সিম ব্যবহার করে না।  তবে আমাদের মাঝে অনেকেই এই টেলিটক সিম ব্যবহার করে থাকেন।  কারণ বিভিন্ন সরকারি কাজে পেমেন্ট করার জন্য এই টেলিটক সিম ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। 

এছাড়াও টেলিটক সিমে ইন্টারনেট ব্যবহার করাও অনেক সুবিধা জনক।  তবে আমরা অনেকেই আছি যারা জানিনা কিভাবে টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে হয়।  টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড হল *152#

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন জিপি ব্যালেন্স চেক কোড সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ

জিপি সিমের ব্যালেন্স চেক করার কোড কত?

জিপি সিমের ব্যালেন্স চেক করার কোড হলো *566#

জিপি সিমে মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?

জিপি সিমে মিনিট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসে আপনার সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স এর পরিমাণ লেখা থাকবে।

জিপি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে?

জিপি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *121*1*4# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসে আপনার সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স এর পরিমাণ লেখা থাকবে।

জিপি সিমে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিব কিভাবে?

জিপি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *1010*1# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

জিপি পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করব কিভাবে?

জিপি পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *567# ডায়াল করতে হবে।  এটি ডায়াল করলে আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএস এ আপনার পোস্টপেইড সিমের অবশিষ্ট ব্যালেন্স এর পরিমাণ লেখা থাকবে।

সমাপ্তি

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে জিপি ব্যালেন্স চেক কোড সম্পর্কিত সকল ধরনের তথ্য শেয়ার করেছি।  এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনার জিপি সিমে ব্যালেন্স চেক সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকার কথা নয়। তবুও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। 

আর আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।

মন্তব্য করুন

Top