Banglalink Balance Check: বাংলালিংক ব্যালেন্স চেক সম্পর্কিত আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।
আপনি যদি পূর্বে বাংলালিংক সিম ব্যবহার না করে থাকেন অথবা বাংলালিংক সিমের ব্যালেন্স চেক, এমবি চেক, মিনিট চেক এবং এসএমএস চেক করতে না পারেন তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাংলালিংক সিমের মূল ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স এবং এসএমএস ব্যালেন্স চেক করতে পারেন।
এছাড়াও বাংলালিংক সিমের আরো কিছু গুরুত্বপূর্ণ কোড নিয়ে আলোচনা করব। বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ সকল কোড জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।
Contents
- 1 Banglalink Balance Check Code/Number 2024 / Balance Check Banglalink (বাংলালিংক ব্যালেন্স চেক কোড/নাম্বার)
- 2 How to Check Banglalink Balance / How to Check Balance in Banglalink (বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করব কিভাবে)
- 3 Banglalink Internet Balance Check / Banglalink MB Check Code 2024 (বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক)
- 4 Banglalink Minute Balance Check (বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক)
- 5 Banglalink SMS Balance Check (বাংলালিংক এসএমএস ব্যালেন্স চেক)
- 6 Banglalink Emergency Balance Code / Banglalink Loan Balance Check (বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড)
- 7 Banglalink Balance Check App (বাংলালিংক ব্যালেন্স চেক অ্যাপ)
- 8 Banglalink Balance Check Postpaid (বাংলা লিংক ব্যালেন্স চেক পোস্টপেইড)
- 9 Banglalink Number Check (বাংলালিংক নাম্বার চেক)
- 10 কমন প্রশ্নোত্তর
- 11 শেষ কথা
Banglalink Balance Check Code/Number 2024 / Balance Check Banglalink (বাংলালিংক ব্যালেন্স চেক কোড/নাম্বার)
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করা খুবই সহজ। আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করেই আপনার বাংলালিংক সিমের মূল ব্যালেন্স চেক করে নিতে পারেন।
বাংলালিংক সিমের মূল ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *124# ডায়াল করতে হবে। তাহলে স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে।
এছাড়াও MY BL অ্যাপ থেকে খুব সহজেই বাংলালিংক সিমের মূল ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এবং মিনিট ব্যালেন্স চেক করা যায়। বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড জেনে নিনঃ
- বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোডটি হল *511#
- বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো *5000*500#
- বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করার কোড হল *124*2#
- বাংলালিংক সিমের এসএমএস ব্যালেন্স চেক করার কোড হল *124*3#
- বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার হলো 121
How to Check Banglalink Balance / How to Check Balance in Banglalink (বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করব কিভাবে)
আরো সহজভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করা শিখতে চান? বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য নিচের পদক্ষেপগুলি ধাপে ধাপে অনুসরণ করুনঃ
ম্যানুয়াল ভাবে ডায়ালের মাধ্যমেঃ
- ম্যানুয়াল ভাবে ডায়ালের মাধ্যমে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে
- এরপর কি-বোর্ডের মাধ্যমে *124# টাইপ করতে হবে।
- তারপর “Call” বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে।
- ফোনে সঠিকভাবে নেটওয়ার্ক থাকলে কোডটি ডায়াল করলে মোবাইলের স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের মূল ব্যালেন্স প্রদর্শিত হবে।
এভাবে খুব সহজে ডায়ালের মাধ্যমে ম্যানুয়াল ভাবে আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও ব্যালেন্স চেক করার আরো একটি সহজ উপায় হলো “MY BL” অ্যাপ।
MY BL অ্যাপের মাধ্যমেঃ
আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি “MY BL” অ্যাপটি ইন্সটল না করা থাকে সেক্ষেত্রে MY BL অ্যাপটি ইন্সটল করে এর মাধ্যমে বাংলালিংক ব্যালেন্স চেক করার উপায় দেখে নিনঃ
- প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে।
- এরপর প্লে স্টোরের সার্চ অপশনে “MY BL” লিখে সার্চ করতে হবে। সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে।
- এরপর “Install” বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
- অ্যাপটি ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করতে হবে।
- প্রথমবার অ্যাপে লগইন করার জন্য আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন।
- নাম্বার কনফার্ম করা হয়ে গেলে আপনি MY BL অ্যাপ এর হোমপেজে পৌঁছে যাবেন। অ্যাপ এর হোমপেজেই আপনি আপনার বাংলালিংক সিমের মূল ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স এবং অবশিষ্ট এসএমএস এর পরিমাণ দেখতে পেয়ে যাবেন।
এভাবে MY BL অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বাংলালিংক সিমের মূল ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এবং এসএমএস ব্যালেন্স চেক করা যায়।
Banglalink Internet Balance Check / Banglalink MB Check Code 2024 (বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক)
বাংলালিংক সিমে অনেক ভালো ইন্টারনেট অফার পাওয়া যায়। বাংলালিংক সিমে ইন্টারনেট স্পিডও ভালো পাওয়া যায়। যার কারণে অনেকেই বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ কিনে থাকেন।
তবে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়। বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *5000*500# ডায়াল করতে হয়।
Banglalink Minute Balance Check (বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক)
বাংলালিংক সিমের স্বল্প টাকায় ভালো মিনিট অফার পাওয়ার কারণে অনেকেই বাংলালিংক মিনিট বান্ডেল ক্রয় করে থাকেন। তবে অনেকেই আছেন যারা জানেন না বাংলালিংক সিমের মিনিট কিভাবে চেক করতে হয়। বাংলালিংক মিনিট চেক করা খুবই সহজ।
মিনিট চেক করার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *124*2# ডায়াল করতে হবে। তাহলে আপনি আপনার বাংলালিংক সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।
Banglalink SMS Balance Check (বাংলালিংক এসএমএস ব্যালেন্স চেক)
বর্তমানে ইন্টারনেটের যুগ হয়ে যাবার কারণে অনেকেই আছেন যারা এসএমএস আদান প্রদান করেন না, তারা শুধু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামেই কথা বলে থাকেন। যার কারনে সিমের এসএমএস ব্যালেন্স চেক করার কোডটি সকলেরই জানা থাকে না।
বাংলালিংক এসএমএস ব্যালেন্স চেক করার জন্য *121*100# ডায়াল করতে হয়। অর্থাৎ বাংলালিংক সিমের এসএমএস ব্যালেন্স চেক করার কোড হল *121*100#
Banglalink Emergency Balance Code / Banglalink Loan Balance Check (বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড)
বাংলাদেশের যে কয়েকটি সিম কোম্পানির রয়েছে সবগুলো কোম্পানি তার গ্রাহকদেরকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুযোগ দিয়ে থাকে।
কোন কোন সিমে ১০০ টাকা পর্যন্ত এবং কোনো কোন সিমে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন হিসেবে নেওয়া যায়। বাংলালিংক সিমে আপনি ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *121*5# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে কোম্পানি আপনাকে আপনার পূর্বের ব্যবহারের হিস্টরি অনুযায়ী আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লোন হিসেবে প্রদান করবে।
এবং সেই টাকা আপনি পরবর্তী রিচার্জের সময় আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। বাংলালিংক লোন ব্যালেন্স চেক করার জন্য আপনি *124# ডায়াল করতে পারেন।
Banglalink Balance Check App (বাংলালিংক ব্যালেন্স চেক অ্যাপ)
বাংলালিংক সিমের জন্য যে অ্যাপটি রয়েছে সেটির নাম হলো MY BL, এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক করা থেকে শুরু করে ইন্টারনেট অফার অথবা মিনিট অফার ক্রয় করতে পারবেন এমনকি আপনি আপনার সিমের প্যাকেজও পরিবর্তন করতে পারবেন।
অ্যাপটি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে পারেন সেই বিষয়টি আমি পূর্বেই আপনাকে দেখিয়েছি।
Banglalink Balance Check Postpaid (বাংলা লিংক ব্যালেন্স চেক পোস্টপেইড)
বাংলালিংক পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *5000*500# ডায়াল করতে হবে। এছাড়াও বাংলালিংক পোস্টপেইড সিমের আরো কিছু প্রয়োজনীয় কোড রয়েছে যেগুলো নিম্নে দেওয়া হলোঃ
- FNF করার জন্যঃ *166*11*<নাম্বার># অথবা *123*8*3#
- আমার অফারঃ *888# অথবা *1100#
- এসএমএস বান্ডেল ক্রয়ঃ *1100*8#
- সকল সার্ভিস বন্ধ করার কোডঃ *121*7*1*2*1#
- প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোডঃ *121*8*6#
- বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্সের কোডঃ *878#
- IMEI নাম্বার চেক করার কোডঃ *#06#
- বায়োমেট্রিক্স সিম অথবা NID চেকঃ *16001#
- বাংলালিংক সিমে কল ওয়েটিং চালু করার কোডঃ *43#
- বাংলালিংক সিমে কল ফরওয়ার্ড ডিলিট করার কোডঃ ##002#
Banglalink Number Check (বাংলালিংক নাম্বার চেক)
বাংলালিংক সিমের নাম্বার চেক করা খুবই সহজ। আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে নিজের নাম্বার চেক করার জন্য আপনাকে শুধুমাত্র একটি কোড ডায়াল করতে হবে। বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড হল *511#
কমন প্রশ্নোত্তর
বন্ধুগণ! চলুন বাংলালিংক ব্যালেন্স চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করব কিভাবে?
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে “*124#” লিখে ডায়াল করতে হবে। তাহলে স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স দেখানো হবে।
বাংলালিংক সিমের মিনিট চেক করব কিভাবে?
বাংলালিংক সিমের মিনিট চেক করতে হলে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশন এ গিয়ে “*124*2#” লিখে ডায়াল করতে হবে। তাহলে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।
বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে?
বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *5000*500# লিখে ডায়াল করতে হবে। তাহলে আপনি আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
বাংলালিংক সিমের এসএমএস চেক করার কোড কত?
বাংলালিংক সিমের এসএমএস চেক করার কোড হল *124*3#
বাংলালিংক সিমের নাম্বার কি দিয়ে শুরু হয়?
বাংলালিংক সিমের নাম্বার “019” অথবা “014” দিয়ে শুরু হয়।
বাংলালিংক পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করব কিভাবে?
বাংলালিংক পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *5000*500# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার বাংলালিংক পোস্টপেইড সিমের ব্যালেন্স জানতে পারবেন।
শেষ কথা
Banglalink Balance Check: বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বাংলালিংক সিমের ব্যালেন্স চেক সম্পর্কিত সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি।
বাংলালিংক সিমের মূল ব্যালেন্স চেক করা থেকে শুরু করে এসএমএস ব্যালেন্স চেক করা পর্যন্ত সকল ধরনের গুরুত্বপূর্ণ কোড আপনাদেরকে শিখিয়েছি।
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক সম্পর্কিত কোন ধরনের সন্দেহ আপনার মনে থাকার কথা নয়।
আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন। এছাড়াও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।