Banglalink Number Check Code 2024 | বাংলালিংক নাম্বার চেক কোড

Banglalink Number Check এর সুনির্দিষ্ট গাইডে আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে, আমরা সবচেয়ে আপ-টু-ডেট বাংলালিংক নম্বর চেক কোডগুলি উন্মোচন করেছি। 

নতুন সিমের প্যাকেট হারিয়ে ফেললে অথবা নিজের নাম্বার মনে না থাকলে অনেক সময় নিজের নাম্বারটি চেক করার প্রয়োজন হয়ে থাকে।

আপনি যদি সিমের নাম্বার ভুলে গিয়ে থাকেন এবং ফোনে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে নিজের নাম্বারটি চেক করে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।  তবে অনেকেই আছেন যারা বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পারেন না। 

আজকের এই আর্টিকেলে আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পারেন। 

Banglalink Number Check Code 2024 / Banglalink Sim Number Check / Banglalink Number Code Information (বাংলালিংক নাম্বার চেক কোড)

বাংলালিংক সিমের নাম্বার চেক করা খুবই সহজ। আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনার সিমের নাম্বারটি চেক করে নিতে পারেন। 

বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *511# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলেই আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে। বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড জেনে নিনঃ 

  • বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোডটি হল *511#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হলো *5000*500#
  • বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করার কোড হল *124*2#
  • বাংলালিংক সিমের এসএমএস ব্যালেন্স চেক করার কোড হল *124*3#
  • বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার হলো 121

How to Check Banglalink Number / How to See Banglalink Number / Banglalink Own Number Check (কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব)

পূর্বেই বলেছি বাংলালিংক সিমের নাম্বার চেক করা খুবই সহজ। শুধুমাত্র একটি কোড ডায়াল করে বাংলালিংক সিমের নাম্বার চেক করা যায়। তো চলুন ধাপে ধাপে বাংলালিংক সিমের নাম্বার চেক করা শিখিঃ

  1. প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
  2. এরপর *511# টাইপ করতে হবে।
  3. তারপর “Call” বাটনে চাপ দিতে হবে।
  4. “Call” বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে।

এভাবে খুব সহজে আপনি আপনার বাংলালিংক সিমের নিজের নাম্বার চেক করে নিতে পারেন। ব্যালেন্স চেক করার কোডটি ডায়াল করতে আপনার সিম থেকে কোন ব্যালেন্স কাটা হবে না।

Banglalink Number Starts With / How to Know Banglalink Number? (বাংলালিংক নাম্বার কি দিয়ে শুরু হয়)

যারা দেশের বাহিরে থাকেন অথবা যারা বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন না তাদের মধ্যে অনেকেই থাকে যারা হয়তো বা বাংলালিংক সিমের নাম্বার কি দিয়ে শুরু হয় সেটি জানেন না।

পূর্বের সকল বাংলালিংক সিমের নাম্বার “019” দিয়ে শুরু হতো। তবে বর্তমানে বাংলালিংক তাদের নাম্বারে একটু পরিবর্তন এনেছে। 

বর্তমানে “014” দিয়েও বাংলালিংক কোম্পানি তাদের সিম তৈরি করছে। সুতরাং বলা যায় বাংলালিংক সিমের নাম্বার শুরু হয় দুটি ভিন্ন সিরিয়াল দিয়ে, সেগুলো হলঃ

  • “019”
  • “014”

Banglalink Balance Check (বাংলালিংক ব্যালেন্স চেক)

পূর্বে যারা বাংলালিংক সিম ব্যবহার করেন নি, যারা নতুন বাংলালিংক সিম ব্যবহার করছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে পারেন না। বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোডটি মনে রাখার জন্য খুবই সহজ। 

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে আপনাকে *124# ডায়াল করতে হবে। তাহলে আপনি আপনার সিমের ব্যালেন্স জানতে পারবেন। অর্থাৎ বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড হল *124#

Banglalink MB Check (বাংলালিংক এমবি চেক)

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করা যেমন সহজ বাংলালিংক সিমের ইন্টারনেট বা এমবি চেক করাও খুবই সহজ। 

শুধুমাত্র একটি কোড *5000*500# ডায়াল করেই আপনি আপনার বাংলালিংক সিমের এমবি চেক করে নিতে পারেন। অর্থাৎ বাংলালিংক সিমের এমবি চেক করার কোড হল *5000*500#

Banglalink Minute Check (বাংলালিংক মিনিট চেক)

আমরা অনেকেই বাংলালিংক মিনিট বান্ডেল ক্রয় করতে পছন্দ করি।

তবে যারা নতুন মিনিট বান্ডেল ক্রয় করেন বাংলালিংক সিমে, অথবা যারা বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হলে *124*2# ডায়াল করতে হয়। 

আপনি যদি আপনার বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান সে ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *124*2# লিখে ডায়াল করতে হবে। তাহলে আপনি আপনার বাংলালিংক সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানতে পারবেন। 

Robi Number Check Code (রবি নাম্বার চেক কোড)

বর্তমানে সচরাচর সকলেই একের অধিক সিম ব্যবহার করতে পছন্দ করেন। আজকের এই আর্টিকেলে বাংলালিংক সিমের নাম্বার চেক করার পাশাপাশি রবি সিমের নাম্বার চেক করার কোডও আপনাদেরকে বলে দিচ্ছি। 

রবি সিমের নাম্বার চেক করার কোড হল *2#, বাংলালিংক সিমের মত রবি সিমেও একইভাবে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *2# ডায়াল করতে হবে। 

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন বাংলালিংক নাম্বার চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাকঃ

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড কত?

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড হল *511# 

বাংলালিংক সিমের নাম্বার চেক করব কিভাবে?

বাংলালিংক সিমের নাম্বার চেক করতে হলে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *511#  টাইপ করে “Call” বাটনে চাপ দিয়ে কল দিতে হবে। তাহলে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি স্ক্রিনে প্রদর্শিত হবে। 

বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে?

বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *5000*500# লিখে ডায়াল করতে হবে। 

বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?

বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *124*2# লিখে ডায়াল করতে হবে। 

বাংলালিংক সিমের এসএমএস ব্যালেন্স চেক করব কিভাবে?

বাংলালিংক সিমের এসএমএস ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *124*3# ডায়াল করতে হবে। 

শেষ কথা

Banglalink Number Check Code: বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে বাংলালিংক নাম্বার চেক করার কোডটি জানিয়েছি।

পাশাপাশি কিভাবে আপনি খুব সহজে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি চেক করতে পারেন সেটি ধাপে ধাপে বুঝিয়েছি। এছাড়াও বাংলালিংক সিমের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কোড নিয়েও আলোচনা করেছি।  

আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।  

মন্তব্য করুন

Top