GP Internet Setting Android & Iphone 2024 | জিপি ইন্টারনেট সেটিং

GP Internet Setting: ডিজিটাল ল্যান্ডস্কেপ নির্বিঘ্নে নেভিগেট করা সঠিক কনফিগারেশনের দাবি করে, এবং যখন এটি সর্বদা বিকশিত অনলাইন জগতে সংযুক্ত থাকার কথা আসে, তখন গ্রামীণফোন (জিপি) সবচেয়ে এগিয়ে থাকে।

এই বিস্তৃত নির্দেশিকাতে, আমরা জিপি ইন্টারনেট এবং এমএমএস সেটিংস ব্যাখ্যা করার মাধ্যমে দক্ষ সংযোগের সারমর্ম উন্মোচন করেছি। আপনি একটি এন্ড্রয়েড Samsung Galaxy ব্যবহার করুন বা একটি আইফোন ব্যবহার করুন না কেন, আমাদের আর্টিকেলটি ২০২৪ সালের জন্য সর্বশেষ জিপি ইন্টারনেট সেটিং কোড দিয়ে সজ্জিত করেছি। 

জিপির অতুলনীয় নেটওয়ার্ক দক্ষতার সাথে আপনার অনলাইন অভিজ্ঞতা বাড়াতে, আপনাকে সংযুক্ত রাখে এমন প্রযুক্তিগত দক্ষতা উদ্ঘাটন করতে সাথেই থাকুন।

GP Internet Setting Code for Android Samsung Galaxy / Grameenphone Internet Setting Code 2024 (জিপি ইন্টারনেট সেটিং কোড অ্যান্ড্রয়েড)

অ্যান্ড্রয়েড এবং Samsung Galaxy ফোনের জন্য জিপি ইন্টারনেট সেটিং কোড হল 8080, ইন্টারনেট  সেটিংস এর সকল কনফিগারেশন গুলো এসএমএস এর মাধ্যমে পাওয়ার জন্য আপনাকে “All” লিখে 8080 নম্বরে এসএমএস পাঠাতে হবে। আপনার সুবিধার কথা চিন্তা করে নিম্নে আমরা এন্ড্রয়েড বা Samsung Galaxy ফোনে ইন্টারনেট সেটিং করার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখিয়েছি। 

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট সেটিং করার জন্য নিম্নের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

GP Internet Setting for Android Samsung Galaxy
  1. প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মেইন স্ক্রিন থেকে “Settings” চলে যাবেন।
  2. এরপর আপনাকে “Wireless & Network” এ যেতে হবে।
  3. এরপর আপনাকে “Mobile networks” এ যেতে হবে।
    GP Internet Setting Android Samsung Galaxy
  4. তারপর আপনাকে “Access Point Names” এ যেতে হবে এবং ইন্টারনেট সেটিং এর জন্য নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করতে হবেঃ
  5. “New APN” এ ক্লিক করুন।
  6. Name এর জায়গাতে “Internet” লিখুন তারপর “Ok” ক্লিক করুন।
  7. APN এর জায়গাতে “gpinternet” লিখুন তারপর “Ok” ক্লিক করুন।
  8. এরপর APN Type এ চলে যান এবং “Internet” সিলেক্ট করুন এবং “Ok” ক্লিক করুন।
  9. তারপর আপনি “Menu” আবার ক্লিক করুন এবং “SAVE” ক্লিক করে সেভ করে নিন। 
  10. প্রথমবার APN সেটিং করার পরে ইন্টারনেট চালু হওার জন্য আপনার ডিভাইসটি রিস্টার্ট করার প্রয়োজন হতে পারে।

APN সেটিং করা হয়ে গেলে আপনি আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন। সবকিছু ঠিক থাকলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্টারনেট চালু হয়ে যাবে।

রবি ইন্টারনেট সেটিং

GP MMS Setting (জিপি এমএমএস সেটিং)

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি APN এর মাধ্যমে ম্যানুয়াল ভাবে ইন্টারনেট চালু করে নিতে হয়,  তাহলে আপনার ডিভাইসে এমএমএস এর জন্য আলাদা একটি APN সেটিং করে নিতে হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে জিপি এমএমএস চালু করার জন্য নিচের পদ্ধতি গুলো ধাপে ধাপ অনুসরণ করুনঃ

পূর্বের ইন্টারনেট সেটিং করার ধাপগুলো মোতাবেক ১ থেকে ৪ পর্যন্ত ধাপগুলো অনুসরণ করে “Access Point Names” এ যেতে হবে এবং এমএমএস সেটিং এর জন্য নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করতে হবেঃ

  1. “New APN” এ ক্লিক করুন।
  2. Name এর জায়গাতে “MMS” লিখুন তারপর “Ok” ক্লিক করুন।
  3. APN এর জায়গাতে “gpmms” লিখুন তারপর “Ok” ক্লিক করুন।
  4. MMSC: http://mms.gpsurf.net/servlets/mms
  5. MMS Proxy: 10.128.1.2
  6. MMS Port: 8080
  7. এরপর অবশ্যই APN Type এ গিয়ে “mms” সিলেক্ট করতে হবে। এটি ব্যতীত আপনি এমএমএস ব্যবহার করতে পারবেন না। 
  8. তারপর আবার Menu তে গিয়ে “SAVE” ক্লিক করে সেভ করতে হবে।
  9. নোটঃ এমএমএস  সেটিংস গুলো এখানে Messages >> Menu >> Settings

এভাবে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিপি এমএমএস চালু করতে পারেন।

GP Internet Setting SMS Code / GP Internet Setting by SMS / GP Internet Setting Dial Code (জিপি ইন্টারনেট সেটিং এসএমএস কোড)

অনেক সময় আমরা জিপি ইন্টারনেট সেটিংস গুলো এসএমএস এর মাধ্যমে দেখতে চাই। এসএমএস এর মাধ্যমে জিপি ইন্টারনেট সেটিং গুলো পাওয়ার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ

  1. প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান।
  2. তারপর নতুন একটি মেসেজ লিখুন, মেসেজ বডিতে আপনাকে “ALL” লিখতে হবে এবং নাম্বারের জায়গাইয় 8080 লিখুন।
  3. তারপর “Send” বাটনে ক্লিক করে মেসেজটি সেন্ড করে দিন। 
  4. মেসেজটি সফলভাবে সেন্ড হলে আপনিও তাৎক্ষণিকভাবে একটি এসএমএস পেয়ে যাবেন,  সেই এসএমএসে আপনার জিপি সিমে ইন্টারনেট চালু করার সকল সেটিংসগুলো দেওয়া থাকবে।
  5. এছাড়াও আপনি *111*6*2# ডায়াল করে জিপি ইন্টারনেট সেটিংস  দেখতে পারবেন। 
  6. সেটিংসগুলো দেখে দেখে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের APN সেটিং করবেন।

এভাবে খুব সহজেই জিপি ইন্টারনেট সেটিং এসএমএস কোড এর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য ইন্টারনেট সেটিংস গুলো দেখে নিতে পারবেন।

GP Internet Setting Iphone / GP Internet APN Setting (জিপি ইন্টারনেট সেটিং আইফোন)

অ্যান্ড্রয়েড ফোনের থেকে আইফোনের ফাংশন গুলো একটু আলাদা হয়ে থাকে। তাই এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট সেটিং করা এবং আইফোনে ইন্টারনেট সেটিং করা একটু আলাদা।  আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার আইফোনে জিপি ইন্টারনেট চালু করার জন্য  নিচের পদক্ষেপ গুলো ধাপে ধাপে অনুসরণ করুনঃ 

GP Internet Setting Iphone
  1. প্রথমে আপনি আপনার আইফোনের মেইন স্ক্রিন থেকে “Settings” এ চলে যান।
  2. তারপর আপনাকে “General Menu” তে যেতে হবে। 
  3. এরপর আপনাকে যেতে হবে “Network Menu” তে।
    GP Internet Setting Iphone
  4. তারপর আপনি “Cellular Data Network” এ যাবেন এবং ইন্টারনেট সেটিং এর জন্য নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করবেনঃ
  5. APN এর জায়গাতে “gpinternet” লিখুন।
  6. “User name” এবং “Password” এর ঘর খালি রাখুন। 
  7. তারপর ডিভাইসটি রিস্টার্ট করুন।

এভাবে খুব সহজে আপনি আপনার আইফোনে জিপি ইন্টারনেট সেটিং করে ইন্টারনেট চালু করতে পারবেন। আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আইফোনে জিপি এমএমএস চালু করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ

  1. MMS এর জায়গায় লিখুন “gpmms”
  2. MMSC এর জায়গায় লিখুনঃ http://mms.gpsurf.net/servlets/mms
  3. MMS Proxy এর জায়গায় লিখতে হবেঃ 10.128.1.2:8080
  4. হয়ে গেলে বের হওয়ার জন্য ”Network” এ ক্লিক করুন।

এভাবে খুব সহজেই আপনি আপনার আইফোনে জিপি এমএমএস চালু করতে পারবেন।

GP 4G Internet Setting Code (জিপি 4G ইন্টারনেট সেটিং কোড)

আসলে জিপি 3G এবং 4G উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সেটিং করার জন্য একই তথ্য ব্যবহার করতে হয়। আপনি জিপি 4G ইন্টারনেট সেটিংস পাওয়ার জন্য “All”  লিখে “8080”  নম্বরে এসএমএস করতে পারেন। এসএমএস সফলভাবে সেন্ড হলে তাৎক্ষণিক আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসে ইন্টারনেট সেটিংস গুলো দেওয়া থাকবে। সেই সেটিংস গুলো দেখে দেখে আপনি আপনার ফোনের “APN” সেটিং করবেন।  

GP APN Setting 3G (জিপি এপিএন সেটিং 3G)

যেহেতু জিপি 3G এবং 4G উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সেটিং করার জন্য একই তথ্য ব্যবহার করতে হয়,  তাই আপনি যদি জিপি 3G “APN” সেটিং করতে চান সে ক্ষেত্রেও আপনাকে সেই একই তথ্য ব্যবহার করে সেটিং করতে হবে। আমি ইতিপূর্বেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা APN সেটিং করে আপনাদের ফোনে ইন্টারনেট চালু করবেন। 

GP Customer Care Number (জিপি কাস্টমার কেয়ার নাম্বার)

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের জিপি কাস্টমার কেয়ারে  যোগাযোগ করতে হয়। তবে আমরা অনেকেই জিপি কাস্টমার কেয়ারের নাম্বার জানিনা। নিম্নে জিপি কাস্টমার কেয়ারের কিছু গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়া হলোঃ

  • জিপি সিম থেকে আপনি 01700100121 নাম্বারে ডায়াল করতে পারেন। (রোমিং নেটওয়ার্ক ট্যারিফ অনুযায়ী)
  • অন্যান্য অপারেটর থেকে আপনাকে 01711594594 নাম্বারে ডায়াল করতে হবে। (অপারেটরের ট্যারিফ অনুযায়ী)
  • এছাড়াও কাস্টমার সার্ভিসের সাথে লাইভ চ্যাট করার জন্য এই লিংকে ভিজিট করতে পারেন। 

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন জিপি ইন্টারনেট সেটিং সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর সমূহ নিয়ে আলোচনা করা যাকঃ

জিপি ইন্টারনেট সেটিং কোড কত?

জিপি ইন্টারনেট সেটিং কোড হল “8080”,  জিপি ইন্টারনেট সেটিংসগুলো পাওয়ার জন্য আপনাকে “All” লিখে “8080” নাম্বারে এসএমএস পাঠাতে হবে। 

জিপি ইন্টারনেট সেটিং ডায়াল কোড কত?

জিপি ইন্টারনেট সেটিং ডায়াল কোড হল *111*6*2#

Samsung Galaxy ফোনে জিপি ইন্টারনেট চালু করবো কিভাবে?

Samsung Galaxy ফোনের জিপি ইন্টারনেট চালু করার জন্য আপনাকে প্রথমে ফোনের সেটিংস এ যেতে হবে। তারপর আপনাকে APN সেট করতে হবে। APN সেট করার প্রক্রিয়াটি আমি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। প্রদত্ত পদক্ষেপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার Samsung Galaxy ফোনে APN সেট করে ইন্টারনেট চালু করতে পারবেন। 

জিপি কাস্টমার কেয়ার এর নাম্বার কত?

জিপি কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য আপনি “121” ডায়াল করতে পারেন। সরাসরি যোগাযোগের জন্য জিপি সিম থেকে 01700100121 নাম্বারে ডায়াল করতে হবে। অন্য অপারেটর থেকে ডায়াল করতে চাইলে আপনাকে 01711594594 নাম্বারে ডায়াল করতে হবে। 

শেষ কথা

বন্ধুগণ!  আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের এন্ড্রয়েড ফোনে জিপি ইন্টারনেট সেটিং করবেন। পাশাপাশি আপনাদেরকে এমএমএস সেটিং করাও শিখিয়েছি।  এছাড়াও আইফোনে কিভাবে ইন্টারনেট এবং এমএমএস সেটিং করতে হয় সেই বিষয়টিও শিখিয়ে দিয়েছি। 

আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।  এছাড়াও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।  আর আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়ার জন্য আপনাকে অনুরোধ রইল। ধন্যবাদ। 

মন্তব্য করুন

Top