Banglalink MB Check Code 2024 | বাংলালিংক এমবি চেক কোড

Banglalink MB Check: ২০২৪ সালের দ্রুতগতির ডিজিটাল ল্যান্ডস্কেপে, সংযুক্ত থাকা এবং আপনার ডেটা ব্যবহার পরিচালনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। “Banglalink MB Check Code” এর উপর আমাদের ব্যাপক নির্দেশিকা বাংলালিংক গ্রাহকদের অনায়াসে তাদের ইন্টারনেট ব্যালেন্স ট্র্যাক করতে সক্ষম করে।

আপনি ব্রাউজ করছেন, স্ট্রিমিং করছেন বা ডাউনলোড করছেন না কেন, এই আর্টিকেলটি ইন্টারনেট ব্যালেন্স চেক করার লেটেস্ট পদ্ধতি এবং কোডগুলি উন্মোচন করেছে যাতে আপনার ডেটা অপ্রত্যাশিতভাবে শেষ না হয়। 

আপনার বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে রিয়েল-টাইম তথ্য অ্যাক্সেস করার জন্য ধাপে ধাপে নির্দেশাবলী এবং শর্টকাটগুলি দেখুন এবং আপনার অনলাইন অভিজ্ঞতা বৃদ্ধি করুন।

Banglalink MB Check Code 2024 / Banglalink Internet Balance Check (বাংলালিংক এমবি চেক কোড)

বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা খুবই সহজ। শুধুমাত্র একটি কোড ডায়াল করে আপনি আপনার বাংলালিংক সিমের এমবি চেক করতে পারেন।

বাংলালিংক সিমের এমবি চেক করার কোড হল *5000*500#, এটি ডায়াল করলে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন। 

এছাড়াও আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে MY BL  অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন।

How to Check Internet Balance in Banglalink / Banglalink Data Check (বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে)

ইতিপূর্বে আপনাদেরকে বলেছি বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *5000*500#, যার মাধ্যমে আপনি আপনার বাংলালিংক সিমের এমবি চেক করতে পারেন। তো চলুন ধাপে ধাপে বাংলালিংক এমবি চেক করা শিখিঃ 

ম্যানুয়ালভাবে ডায়ালের মাধ্যমেঃ

  1. ম্যানুয়াল ভাবে এমবি চেক করার জন্য প্রথমে ফোনের ডায়াল অপশনে যেতে হবে। 
  2. এরপর কিবোর্ডের মাধ্যমে *5000*500# টাইপ করতে হবে। 
  3. তারপর “Call” বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে। 
  4. *5000*500# কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন। 

এভাবে খুব সহজেই একটি কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়। ইন্টারনেট ব্যালেন্স চেক করার আরো একটি সহজ উপায় হলো MY BL অ্যাপ।

তো চলুন MY BL অ্যাপের মাধ্যমে বাংলালিংক এর ব্যালেন্স চেক করা শিখি। 

MY BL অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেকঃ 

আপনার ফোনে যদি MY BL অ্যাপটি ইন্সটল করা না থাকে তাহলে প্রথমে আপনাকে অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। 

  1. MY BL অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে। 
  2. এরপর গুগল প্লে স্টোরের সার্চ অপশনে MY BL লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে আপনার সামনে MY BL অ্যাপটি চলে আসবে। 
  3. এরপর “Install” বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। 
  4. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনার ডিভাইসের হোম স্ক্রিনে MY BL অ্যাপ এর আইকন দেখতে পারবেন। 
  5.  আপনার ডিভাইসের হোম স্ক্রিন থেকে MY BL অ্যাপের আইকনে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে হবে। 
  6. একটি প্রথমবার ওপেন করার সময় আপনার নাম্বার চাইতে পারে। সে ক্ষেত্রে আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদান করবেন এবং কনফার্ম করবেন। তাহলে আপনি অ্যাপের ভেতরে ঢুকতে পারবেন। 
  7.  সফলভাবে অ্যাপে প্রবেশ করার পরে  অ্যাপের হোমস্ক্রিনেই আপনি আপনার বাংলালিংক সিমের মূল ব্যালেন্স,  মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স  এবং অবশিষ্ট এসএমএস এর পরিমাণ দেখতে পারবেন। 

এভাবে MY BL অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্সসহ অন্যান্য সকল ব্যালেন্স চেক করা যায়।

এছাড়াও MY BL অ্যাপ থেকে আপনি আপনার পছন্দ মোতাবেক ইন্টারনেট অফার এবং মিনিট অফার ক্রয় করতে পারবেন। 

Banglalink Balance Check (বাংলালিংক ব্যালেন্স চেক)

ইতিপূর্বেই আমি আপনাদেরকে বলেছি কিভাবে আপনারা খুব সহজেই MY BL অ্যাপ এর মাধ্যমে আপনাদের ব্যালেন্স চেক করতে পারেন। তবে আপনার যদি স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে অবশ্যই কোড ডায়াল করতে হবে।

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *124#  ডায়াল করতে হবে। তাহলে ফোনের স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স প্রদর্শিত হবে। 

Banglalink Minute Check (বাংলালিংক মিনিট চেক)

বাংলালিংক মিনিট চেক করার কোড হল *121*100#, এটি ডায়াল করে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স দেখে নিতে পারেন।

বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স দেখার জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*100#  টাইপ করে “Call” বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে। এভাবে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। 

Banglalink MB Offer Check Code (বাংলালিংক এমবি অফার চেক কোড)

বাংলালিংক সিমে অফার চেক করা খুবই সহজ। বাংলালিংক এমবি অফার চেক করার কোড হল *1100#, এটি ডায়াল করে আপনি মেনুতে পৌঁছাতে পারবেন এবং মেনু থেকে আপনার পছন্দ মোতাবেক যেকোন একটি অফার ক্রয় করতে পারবেন।

এছাড়াও আপনি যদি আপনার বাংলালিংক সিমের এমবি ব্যালেন্স চেক করতে সেক্ষেত্রে আপনাকে *5000*500#  ডায়াল করতে হবে। 

Banglalink MB Offer 30 Days (বাংলালিংক এমবি অফার ৩০ দিন)

বাংলালিংক সিমে দারুন সব ইন্টারনেট অফার পাওয়া যায়। এছাড়াও বাংলালিংক টানা তিন বছর যাবত “Ookla®️ Speedtest™️” পুরস্কার জিতে আসছে। তাই বলা যায় বাংলালিংক সিম ইন্টারনেট ব্যবহারের জন্য খুবই ভালো। 

আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার সুবিধার্থে বাংলালিংক সিমের ৩০ দিনের জন্য ভালো কিছু ইন্টারনেট অফার নিম্নে তুলে ধরছিঃ

এমবিমেয়াদদরসক্রিয়করণ কোড
৩০০ এমবি৩০ দিন৳ ৭৬*121*76#
৫ জিবি (১ জিবি TOFFEE + ৪ জিবি TOFFEE বোনাস)৩০ দিন৳ ৯৬*121*96#
৫১২ এমবি৩০ দিন৳ ১২৩*121*1123#
১.৫ জিবি৩০ দিন৳ ২০৯রিচার্জ ৳ ২০৯ অথবা ডায়াল *121*209#
৫ জিবি৩০ দিন৳ ২৯৯রিচার্জ ৳ ২৯৯ অথবা ডায়াল *121*299#
৩০ জিবি৩০ দিন৳ ৪৯৯রিচার্জ ৳ ৪৯৯ অথবা ডায়াল *121*499#
১৫ জিবি৩০ দিন৳ ৩৯৯রিচার্জ ৳ ৩৯৯ অথবা ডায়াল *121*399#
৫০ জিবি৩০ দিন৳ ৫৯৯রিচার্জ ৳ ৫৯৯ অথবা ডায়াল *121*599#
৩ জিবি hoichoi (ফ্রি সাবস্ক্রিপশন)৩০ দিন৳ ৯৯*121*1999#
১ জিবি৩০ দিন৳ ১৪১রিচার্জ ৳ ১৪১ অথবা ডায়াল *121*141#
২ জিবি৩০ দিন৳ ২৩৯রিচার্জ ৳ ২৩৯ অথবা ডায়াল *121*239#
১৫ জিবি + ফ্রি hoichoi + iScreen + TOFFEE স্টার৩০ দিন৳ ৩৮৮*121*5388#
৩ জিবি৩০ দিন৳ ২৪৬রিচার্জ ৳ ২৪৬ অথবা ডায়াল *121*246#
৩০ জিবি (দৈনিক ১ জিবি)৩০ দিন৳ ৪৪৯রিচার্জ ৳ ৪৪৯ অথবা ডায়াল *121*449#
বাংলালিংক এমবি অফার ৩০ দিন

Banglalink Number Check (বাংলালিংক নাম্বার চেক) 

অনেকেই আছেন যারা নিজের সিমের নাম্বার চেক করতে পারেন না। একেক সিমের নাম্বার চেক করার কোড এক এক রকম।

সুতরাং একটি সিম দীর্ঘদিন যাবত ব্যবহার না করার ফলে সেই সিমের গুরুত্বপূর্ণ কোড গুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক।

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড হল *511#, এটি ডায়াল করলে স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে। 

কমন প্রশ্নোত্তর 

বাংলালিংক এমবি চেক সম্পর্কিত গ্রাহকদের সর্বদাই কিছু প্রশ্ন থাকে। তো চলুন বাংলালিংক এমবি চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ

বাংলালিংকে এমবি চেক করব কিভাবে?

বাংলালিংকে এমবি চেক করার জন্য আপনাকে *5000*500# ডায়াল করতে হবে।

বাংলালিংক নেট এর ফোন নাম্বার কত?

বাংলালিংক নেট এর ফোন নাম্বার হলো +8801911304121, এটি ডায়াল করে আপনি গুলশান ১ এর বাংলালিংক অফিসে যোগাযোগ করতে পারেন। 

৩ দিনের জন্য বাংলালিংক এর কি ইন্টারনেট অফার রয়েছে?

বাংলালিংকে ৩ দিনের জন্য ভালো একটি ইন্টারনেট অফার হলো ৭৩ টাকায় ৫ জিবি ইন্টারনেট। ৭৩ টাকায় তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট নিতে হলে আপনাকে ৭৩ টাকা রিচার্জ করতে হবে অথবা আপনি *121*73# ডায়াল করেও অফারটি নিতে পারেন।

বাংলালিংক কি 4G সিম?

অবশ্যই বাংলালিংক একটি 4G সিম। বাংলালিংক তার হাই স্পিড ইন্টারনেট সেবার কারণে টানা তিন বছর “Ookla®️ Speedtest™️” পুরস্কার জিতেছে। 

বাংলালিংকে ইমারজেন্সি ইন্টারনেট কিভাবে নিব?

বাংলালিংক এর সকল প্রিপেইড গ্রাহকগণ ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসটি গ্রহণ করতে পারেন। আপনার সিমে ব্যালেন্স থাকুক বা না থাকুক আপনি শুধুমাত্র *121*5# কোডটি ডায়াল করেই ৬ জিবি পর্যন্ত ইমারজেন্সি ইন্টারনেট নিতে পারবেন। 

014 কি সিমের নাম্বার সিরিয়াল?

বাংলালিংক সিমের নতুন নাম্বার গুলো 014 দিয়ে শুরু হয়। সুতরাং বলা যায় 014 হল বাংলালিংক নতুন সিমের নাম্বার সিরিয়াল।

শেষ কথা

Banglalink MB Check: বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি বাংলালিংক এমবি চেক সম্পর্কিত সকল ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।

এছাড়াও বাংলালিংক গ্রাহকদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সকল ধরনের ডায়াল কোড শেয়ার করেছি। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে বাংলালিংক এমবি চেক সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন আপনার থাকার কথা নয়। 

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও  করতে পারেন। এছাড়াও ইচ্ছা করলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

আর্টিকেলটি পড়ে যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।  

মন্তব্য করুন

Top