Banglalink Emergency Balance Code 2024 | বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স

Banglalink Emergency Balance: বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলালিংক অত্যন্ত জনপ্রিয় একটি সিম।  আমাদের মধ্যে অনেকেই  বাংলালিংক সিম ব্যবহার করে থাকি।

কিন্তু অনেক ইমারজেন্সি সময় আছে যখন আমাদের ব্যালেন্সে কোন টাকা থাকে না এমনকি আশেপাশে কোথাও ফ্লেক্সিলোডের দোকানও পাওয়া যায় না। এমন সময় আমাদের ইমারজেন্সি ব্যালেন্স এর সুবিধা নিতে  হয়। 

তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানিনা কিভাবে বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়। তাদের সুবিধার জন্য আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো খুব সহজেই আপনি আপনার বাংলালিংক সিমে কিভাবে ইমারজেন্সি লোন নিতে  পারবেন।

বাংলালিংক সিমে আপনি ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন নিতে পারবেন। এক্ষেত্রে কোন এসএমএস চার্জ কাটা হবে না। 

Banglalink Emergency Balance Code/Number (বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড)

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া খুবই সহজ। এর জন্য আপনাকে *874*10# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পরে কোম্পানি আপনার পূর্বের ব্যবহারের হিস্টোরি অনুযায়ী আপনাকে ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন দিতে পারে।

আপনার যদি পূর্বে থেকে কোন ব্যালেন্স অবশিষ্ট থাকে অথবা কোন মিনিট প্যাক অথবা কোন বোনাস অফার বা ফ্রি অফার থেকে থাকে তবে চার্জের ক্ষেত্রে সেগুলোকে আগে প্রাধান্য দেওয়া হবে এবং সেগুলো শেষ হওয়ার পরে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স  চার্জ করা হবে।

জিপি ইমারজেন্সি ব্যালেন্স

Banglalink Emergency Balance Dial Code Number (বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স ডায়াল কোড)

বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স ডায়াল কোড হলো *874*10#,   কোডটি ডায়াল করে আপনি ২০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন লোন পেতে পারবেন। তবে এর কোন নির্দিষ্ট পরিমাণ নেই।

এই লোন আপনাকে আপনার পূর্বের ব্যবহারের হিস্টোরি মোতাবেক কোম্পানি আপনাকে দিয়ে  থাকে। এই ইমারজেন্সি ব্যালেন্স আপনি যেকোনো ক্ষেত্রে ব্যয় করতে পারবেন।

Banglalink Emergency Balance 10 Taka Code ( বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স ১০ টাকা কোড)

বাংলালিংক সিমে আপনি খুব সহজেই ১০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন। বাংলালিংক সিমে ১০ টাকায় ইমারজেন্সি লোন নেওয়ার জন্য আপনাকে *874*10# ডায়াল করতে হবে

এটি ডায়াল করে আপনি সরাসরি আপনার মূল  ব্যালেন্সে ১০ টাকা লোন পেয়ে যাবেন যেটি পরবর্তীতে আপনি যখন রিচার্জ করবেন আপনার রিচার্জ এর থেকে কেটে নেওয়া হবে। 

Banglalink Emergency Balance 20 Taka Code ( বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স ২০ টাকা কোড)

বাংলালিংক সিমে আপনি খুব সহজে ২০ টাকাও ইমারজেন্সি লোন নিতে পারবেন।  ২০ টাকার লোন নেওয়ার জন্য আপনাকে *874# ডায়াল করতে হবে

এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটি হল,  প্রথমে আপনি *121*5# অথবা *121*1# ডায়াল করে আপনার পূর্ববর্তী ইমারজেন্সি ব্যালেন্স এর স্ট্যাটাস জেনে নিবেন, এবং পরে *874# ডায়াল করে আপনার প্রয়োজনীয় পরিমাণ অনুযায়ী ইমার্জেন্সি লোন নিতে  পারেন।

Banglalink Emergency Balance Check Code ( বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড)

অনেক সময় আমাদের বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স এর স্ট্যাটাস দেখার প্রয়োজন হয় এবং ইমারজেন্সি ব্যালেন্সের পরিমাণ জানার প্রয়োজন হয়ে থাকে।

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যেমন খুবই সহজ তেমনি আপনি খুব সহজেই আপনার পূর্ববর্তী ইমারজেন্সি ব্যালেন্স এর স্ট্যাটাস জেনে নিতে পারেন এবং আপনার কি পরিমান ইমার্জেন্সি ব্যালেন্স অবশিষ্ট আছে সেটাও দেখে নিতে পারেন।

পূর্ববর্তী ইমারজেন্সি ব্যালেন্স এর স্ট্যাটাস অথবা পরিমাণ জানার জন্য আপনাকে *121*5# অথবা *121*1# ডায়াল করতে হবে। 

Banglalink Emergency MB Loan Code (বাংলালিংক ইমারজেন্সি এমবি লোন কোড)

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স এবং মিনিট নেওয়ার পাশাপাশি আপনি এমবি লোন নিতে পারেন এটি বাংলালিংক গ্রাহকদের জন্য একটি অসাধারণ সুবিধা।

এমবি লোন হিসেবে আপনি ৫ টাকায় ১২ এমবি ইন্টারনেট পাবেন এবং যার মেয়াদ থাকবে পরবর্তী .২দিন।

  • ৫ টাকায় ১২ এমবি ইন্টারনেট লোন নেওয়ার জন্য আপনাকে *875# ডায়াল করতে হবে।
  • ইমারজেন্সি এমবি বা ইন্টারনেট চেক করার জন্য আপনাকে *875*0# ডায়াল করতে হবে।
  • ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ চেক করার জন্য আপনাকে *5000*500# ডায়াল করতে হবে।

Banglalink Emergency Minute Loan Code (বাংলালিংক ইমারজেন্সি মিনিট লোন কোড)

বাংলালিংক সিমে সরাসরি আপনি মিনিট লোন নিতে পারবেন না। মিনিট লোন নেওয়ার জন্য প্রথমে আপনাকে ব্যালেন্স লোন নিতে হবে। ব্যালেন্স লোন নেওয়ার পরে সেই  ব্যালেন্স দিয়ে আপনাকে মিনিট প্যাক ক্রয় করতে হবে। 

এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তা হলো প্রথমে *874# ডায়াল করবেন এতে করে আপনি ২০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে  যাবেন। তারপর আপনি *888# ডায়াল করবেন এবং একটি মিনিট প্যাক  পছন্দ করবেন এবং সেটি ক্রয় করবেন। এভাবে আপনাকে বাংলালিংক সিমে  ইমারজেন্সি মিনিট নিতে  হবে।

কমন প্রশ্নোত্তর 

চলুন কিছু কমন প্রশ্নোত্তর  নিয়ে আলোচনা করা যাকঃ

আমি কি বাংলালিংক সিমে ইমারজেন্সি লোন পেতে পারি?

বাংলালিংক সিমের সকল প্রিপেইড গ্রাহক যাদের ব্যালেন্স ৫ টাকা বা তার কম এবং যাদের পূর্বে থেকে কোন ইমারজেন্সি ব্যালেন্স এর ঋণ নেই তারা সকলেই ইমারজেন্সি লোন পাওয়ার যোগ্য।

বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স এর কোড কত?

বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স এর কোডটি হল *874*10# 

বাংলালিংক সিমের ইমারজেন্সি  এমবির কোড কত?

বাংলালিংক সিমের ইমারজেন্সি এমবির কোড হল *875#

বাংলালিংক সিমে কিভাবে মিনিট লোন নিতে হয়?

বাংলালিংক সিমে মিনিট লোন নেওয়ার জন্য প্রথমে আপনাকে *874# ডায়াল করে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হবে পরে ওই ব্যালেন্স দিয়ে আপনাকে মিনিট প্যাক ক্রয় করতে হবে। এক্ষেত্রে আপনি *888# ডায়াল করে পছন্দ মতাবেক মিনিট প্যাক ক্রয় করতে পারেন।

শেষ কথা

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বাংলালিংক  সিমে এমবি লোন এবং ইমারজেন্সি মিনিট নিতে পারবেন।

আমার পোস্টটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও আপনার যদি কোন কিছু জানার থাকে অথবা কোন সাজেশন থাকে তবে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।  

মন্তব্য করুন

Top