Teletalk Emergency Balance: বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিটক খুব জনপ্রিয় একটি সিম। বাংলাদেশে সর্বপ্রথম 3G সেবা চালু করে এই টেলিটক সিম। এছাড়াও অনেক সরকারি খাতে পেমেন্টের জন্য আমাদের এই টেলিটক সিম ব্যবহার করতে হয়। তাই আমরা অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকি।
তবে অনেক সময় আমাদের এই টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। টেলিটক কোম্পানি তার গ্রাহকদেরকে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন দিয়ে থাকে।
কিন্তু আমরা অনেকেই জানিনা টেলিটক সিমে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে হয়। আমার আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের টেলিটক সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন।
Contents
- 1 Teletalk Emergency Balance Code (টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড)
- 2 Teletalk Emergency Balance Loan Codes ( টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড সমূহ)
- 3 Teletalk Emergency Balance 10 TK ( টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স ১০ টাকা)
- 4 Teletalk Emergency Balance Check Code (টেলিটক এমারজেন্সি ব্যালেন্স চেক কোড)
- 5 Teletalk Emergency Minute (টেলিটক ইমারজেন্সি মিনিট কোড)
- 6 Teletalk Emergency MB Code ( টেলিটক ইমারজেন্সি এমবি কোড)
- 7 Teletalk Sim Emergency Balance Code ( টেলিটক সিম ইমারজেন্সি ব্যালেন্স কোড)
- 8 Teletalk Bornomala Emergency Balance Code ( টেলিটক বর্ণমালা ইমার্জেন্সি ব্যালেন্স কোড)
- 9 Teletalk Oporajita Emergency Balance Code ( ও টেলিটক অপরাজিতা ইমার্জেন্সি ব্যালেন্স কোড)
- 10 কমন প্রশ্নোত্তর
- 11 শেষ কথা
Teletalk Emergency Balance Code (টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড)
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড হল *1122#, এটি ডায়াল করলে অথবা “Loan” লিখে 1122 নাম্বারে এসএমএস করলে টেলিটক কোম্পানি আপনার পূর্বের ব্যবহারের হিস্টোরি অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আপনাকে লোন দিবে। টেলিটক সিম গ্রাহকদের ১০, ১২, ২০, ৩০ এবং ৫০ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
- আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যালেন্স লোন নিতে চাইলে *1122* এর পরে আপনার প্রয়োজনীয় পরিমাণ যেমন 10, 12, 20, 30, 50 এবং তারপর # দিয়ে ডায়াল করবেন। (উদাহরণ: *1122*10#)
- এসএমএস এর মাধ্যমে নিতে চাইলে প্রয়োজনীয় পরিমাণ (যেমন 10) লিখে 1122 নাম্বারে এসএমএস করবেন।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স
Teletalk Emergency Balance Loan Codes ( টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড সমূহ)
টেলিটক যেহেতু তার গ্রাহকদেরকে ১০, ১২, ২০, ৩০, ৫০ এর মধ্য থেকে নিজেদের পছন্দ মোতাবেক যেকোনো একটি পরিমাণ বাছাই করে নেওয়ার সুবিধা দিয়ে থাকে তাই এর জন্য আলাদা আলাদা কোডও রয়েছে। এ সকল কোডগুলো নিম্নে টেবিলের মাধ্যমে তুলে ধরা হলোঃ
SMS/USSD অনুরোধ | ঋণের পরিমাণ, BDT | পরিসেবা চার্জ |
---|---|---|
ডায়াল *1122# অথবা SMS “Loan” and send to 1122 | পরিষেবাটি গ্রাহকের কাছে উপলব্ধ ঋণের পরিমাণ গণনা করতে স্কোরিং ব্যবহার করে | ফ্রী |
ডায়াল *1122*10# অথবা SMS “loan 10” and send to 1122 | ১০ | 0 |
ডায়াল *1122*12# অথবা SMS “loan 12” and send to 1122 | ১২ | 1.53 (1.2 BDT পরিষেবা ফি + 0.33 BDT SC, SD এবং VAT) |
ডায়াল *1122*20# অথবা SMS “loan 20” and send to 1122 | ২০ | 2.55 (2 BDT পরিষেবা ফি + 0.55 BDT SC, SD এবং VAT) |
ডায়াল *1122*30# অথবা SMS “loan 30” and send to 1122 | ৩০ | 3.83 (3 BDT পরিষেবা ফি + 0.83 BDT SC, SD এবং VAT) |
ডায়াল *1122*50# অথবা SMS “loan 50” and send to 1122 | ৫০ | 6.38 (5 BDT পরিষেবা ফি + 1.38 BDT SC, SD এবং VAT) |
ডায়াল *1122*0# অথবা SMS “Loan info” and send to 1122 | গ্রাহকের বর্তমান ঋণের জন্য চেক করুন | ফ্রী |
আপনার এলিজিবিলিটি চেক করে নিন
লোন (BDT) | মিন. দিন (days) | পরিষেবা ফি (ভ্যাট+এসডি+এসসি ব্যতীত) BDT | গড় রিচার্জ/মাস(BDT) | পুনরুদ্ধারের প্রচেষ্টা |
---|---|---|---|---|
10 | 180 | 0 | 160 | 240 | রিচার্জে |
12 | 180 | 1.2 | 160 | 240 | রিচার্জে |
20 | 180 | 2 | 160 | 240 | রিচার্জে |
30 | 180 | 3 | 240 | 340 | রিচার্জে |
50 | 180 | 5 | 400 | 400+ | রিচার্জে |
Teletalk Emergency Balance 10 TK ( টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স ১০ টাকা)
টেলিটকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া খুবই সহজ। আপনি খুব সহজেই 10 TK 20 TK অথবা 50 TK ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। টেলিটকে ১০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *1122*10# ডায়াল করতে হবে। অথবা আপনি 10 লিখে 1122 নাম্বারে এসএমএস করলেই ১০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন।
Teletalk Emergency Balance Check Code (টেলিটক এমারজেন্সি ব্যালেন্স চেক কোড)
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক করা খুব সহজ।আপনি যদি আপনার টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে *1122# ডায়াল করতে হবে। আর আপনি যদি এসএমএস এর মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে “STATUS” লিখে 1122 নাম্বারে এসএমএস করতে হবে।
Teletalk Emergency Minute (টেলিটক ইমারজেন্সি মিনিট কোড)
টেলিটকে আপনি খুব সহজেই ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। কিন্তু টেলিটক আপনাকে ইমারজেন্সি মিনিট প্রদান করে না। ইমার্জেন্সি মিনিট নেওয়ার জন্য আপনাকে প্রথমে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে হবে এবং সেই ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি মিনিট প্যাক ক্রয় করতে পারবেন। মিনিট প্যাক ক্রয় করার ক্ষেত্রে আপনি MY TELETALK অ্যাপ ব্যবহার করতে পারেন।
Teletalk Emergency MB Code ( টেলিটক ইমারজেন্সি এমবি কোড)
মিনিট এর মত টেলিটক সিমে এমবি ও ইমারজেন্সি লোন হিসেবে প্রদান করে না। তাই আপনার যদি ব্যালেন্স না থাকে এবং জরুরী এমবির প্রয়োজন হয় তবে প্রথমে আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হবে এবং সেই ব্যালেন্স দিয়ে ডাটা প্যাক ক্রয় করতে হবে।
এক্ষেত্রে আপনি *1122# ডায়াল করে প্রথমে ব্যালেন্স লোন নিয়ে নিবেন এবং সেই ব্যালেন্স দিয়ে মাই টেলিটক অ্যাপ থেকে আপনার প্রয়োজন মোতাবে এমবির প্যাক ক্রয় করবেন।
টেলিটক সিমে এমবির পরিমাণ এবং মেয়াদ চেক করার জন্য আপনাকে *152# ডায়াল করতে হবে।
Teletalk Sim Emergency Balance Code ( টেলিটক সিম ইমারজেন্সি ব্যালেন্স কোড)
টেলিটক সিম এর ইমারজেন্সি ব্যালেন্স এর সকল কোড গুলো আমি ইতোমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। আপনি 10 টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স খুব সহজেই নিয়ে নিতে পারেন আপনার টেলিটক সিমে।
টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনি *1122# ডায়াল করতে পারেন অথবা “Loan” লিখে 1122 নাম্বারে এসএমএস করলেই আপনি ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন।
Teletalk Bornomala Emergency Balance Code ( টেলিটক বর্ণমালা ইমার্জেন্সি ব্যালেন্স কোড)
টেলিটক তার সকল প্রিপেইড গ্রাহক যাদের ব্যালেন্স ০ বা খুব কম এবং যাদের পূর্বে থেকে কোন লোন নেওয়া নেই তাদের সকলকে ইমারজেন্সি ব্যালেন্স লোন দিয়ে থাকে। আপনি যদি আপনার টেলিটক বর্ণমালাতে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান তবে উপরে দেওয়া ইমার্জেন্সি ব্যালেন্স এর কোড ফলো করতে পারেন।
Teletalk Oporajita Emergency Balance Code ( ও টেলিটক অপরাজিতা ইমার্জেন্সি ব্যালেন্স কোড)
টেলিটক অপরাজিতার ক্ষেত্রেও আপনি উপরের পদক্ষেপগুলো ফলো করে আপনার টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হলো *1122#, অথবা আপনি “Loan” লিখে 1122 নাম্বারে এসএমএস করলেই ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন।
কমন প্রশ্নোত্তর
চলুন কিছু কমন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
আমি কি টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারব?
টেলিটক তাদের সকল প্রিপেইড গ্রাহক যাদের ব্যালেন্স ০ বা খুব কম এবং যাদের পূর্বে থেকে কোন ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়া নেই তাদের সকলকে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে।
আমি কিভাবে টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিব?
টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য নেওয়ার জন্য আপনাকে *1122# ডায়াল করতে হবে অথবা “Loan” লিখে 1122 নাম্বারে এসএমএস করতে হবে।
টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করব কিভাবে?
টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য *1122# ডায়াল করতে হবে অথবা “STATUS” লিখে 1122 নাম্বারে এসএমএস করতে হবে।
টেলিটকে মিনিট লোন কিভাবে নিতে হয়?
টেলিটকে সরাসরি মিনিট লোন নেওয়া যায় না। এক্ষেত্রে আপনাকে প্রথমে ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে নিতে হবে এবং সেই ব্যালেন্স দিয়ে মিনিট প্যাক ক্রয় করতে হবে। ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনি *1122# ডায়াল করতে পারেন।
টেলিটকে এমবি লোন কিভাবে নিতে হয়?
টেলিটকের সরাসরি এমবি লোন নেওয়ার কোন উপায় নেই। আপনার যদি জরুরী এমবির প্রয়োজন হয়ে থাকে তবে আপনি প্রথমে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিয়ে নিবেন এবং সেই ব্যালেন্স দিয়ে এমবির প্যাক ক্রয় করবেন।
শেষ কথা
বন্ধুগণ আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের খুব সহজেই বুঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এবং সেই ব্যালেন্স দিয়ে কিভাবে মিনিট অথবা এমবি প্যাক ক্রয় করবেন সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি।
আমার আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং আমাদের কাছে কোন কিছু জানার থাকলে অথবা কোন সাজেশন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।