GP Number Check Code 2024 (Own Number) – জিপি সিমের নাম্বার চেক করা শিখুন

GP Number Check: বন্ধুগণ! আজকের এই জিপি নাম্বার চেক বা গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার পদ্ধতির আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই আর্টিকেলে আমি আপনাদেরকে বলব জিপি নাম্বার চেক করার কোড কত?  এবং কিভাবে খুব সহজে আপনি আপনার জিপি সিমের নাম্বার চেক করতে পারেন ধাপে ধাপে সেই বিষয়টি বুঝিয়ে দেব। 

এছাড়াও আমার এই আর্টিকেলটি পড়লে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা সেটিও দেখতে পারবেন। অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে জিপি সিমের নাম্বার চেক করার পদ্ধতিও বুঝিয়ে দেব।  চলুন দেরি না করে শুরু করা যাক। 

GP Number Check Code 2024 / GP Own Number Check (জিপি নাম্বার চেক কোড)

জিপি সিমের নাম্বার চেক করার কোড হল *2#, ফোনের ডায়াল অপশনে গিয়ে স্টার টাইপ করে ডায়াল করলেই আপনার স্ক্রিনে আপনার জিবি সিমের নাম্বারটি প্রদর্শিত হবে। এছাড়া *1118# ডায়াল করেও আপনি আপনার জিপি সিমের নাম্বারটি চেক করতে পারেন। টাইপের সুবিধার কারণে সকলে *2# ছোট কোডটিই ব্যবহার করে থাকেন।

GP Number Check Grameenphone / How to Check GP Number (জিপি সিমের নাম্বার কিভাবে চেক করব)

গ্রামীণফোন সিমের নাম্বার চেক করা খুবই সহজ। আমি ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি জিপি সিমের নাম্বার চেক করতে হলে আপনাকে *2# ডায়াল করতে হবে। চলুন ধাপে ধাপে জিপি সিমের নাম্বার চেক করা শিখিঃ

  1. প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান।
  2. এরপর *2# টাইপ করুন।
  3. তারপর “Call” বাটনে চাপ দিন।
  4. সফলভাবে কল গেলে স্ক্রিনে আপনার জিপি সিমের নাম্বার প্রদর্শিত হবে।

এভাবে খুব সহজেই আপনি আপনার জিপি সিমের নাম্বার চেক করতে পারবেন। 

GP Number Registration Check/ GP Number Check by NID (এনআইডি কার্ড দিয়ে জিপি সিমের নাম্বার চেক করা)

একটি এনআইডি কার্ড দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ সিম কার্ড রেজিস্ট্রেশন করা যায়।   অনেক সময় দেখা যায় আমরা নতুন সিম কার্ড ক্রয় করতে গেলে আমাদের এনআইডি কার্ড চেক করে দোকানদার আমাদের বলে আপনার এনআইডি কার্ডে আর নতুন সিম রেজিস্ট্রেশন করা যাবে না।  

এক্ষেত্রে আমাদের যে সকল পুরাতন সিম আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এবং যে সিম গুলো আমরা এখন আর ব্যবহার করি না সেই সিমগুলো আমাদের এনআইডি কার্ড থেকে মুছে ফেলতে হয়। 

এক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমাদের পুরাতন সকল সিমের নাম্বার আমাদের মনে থাকে না।  এক্ষেত্রে আমাদের সিমের নাম্বার গুলো চেক করে তারপর সেই নাম্বার গুলো এনআইডি কার্ড থেকে মুছে ফেলতে হয়।

তো চলুন আপনি কিভাবে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা সেটি চেক করতে পারেন ধাপে ধাপে বিষয়টি বোঝার চেষ্টা করিঃ 

  1. প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান।
  2.  তারপর মেসেজে “Reg ১৭-ডিজিটের-এনআইডি-নাম্বার” টাইপ করুন। (যেমনঃ Reg 55546796432678905)
  3. তারপর 4949 নাম্বারে এসএমএস পাঠান। 
  4. এসএমএস সফলভাবে গেলে আপনিও একটি এসএমএস পেয়ে যাবেন, সেই এসএমএসে আপনার এনআইডি কার্ড দিয়ে যে সকল জিপি সিম রেজিস্ট্রেশন করা তার একটি লিস্ট থাকবে। 

এভাবে খুব সহজেই আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দেন সকল জিপি সিম রেজিস্ট্রেশন করা সেগুলোর নাম্বার দেখে নিতে পারবেন। এবং আপনার যে নাম্বারটি আপনার এন আই ডি কার্ড থেকে মুছে ফেলতে চান সেটি মুছে ফেলতে পারবেন। এছাড়াও আপনি “info” লিখে 4949 নাম্বারে এসএমএস করেও আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা সেটি দেখতে পারবেন।

GP FNF Number Check (জিপি এফএনএফ নাম্বার চেক)

আমরা যারা কয়েকটি নির্দিষ্ট জিপি সিমে দীর্ঘ সময় যাবত কথা বলে থাকি তাদের জন্য FnF একটি সাশ্রয়ী উপায়। তবে মাঝে মাঝে আমাদের এই FnF নাম্বার চেক করার প্রয়োজন হয়। FnF নাম্বার চেক করা খুবই সহজ।  

আপনি যদি আপনার সিমের FnF নাম্বার চেক করতে চান তাহলে আপনাকে *2888# ডায়াল করতে হবে এবং তারপর “4” প্রেস করতে হবে। আর আপনি যদি FnF নাম্বার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে *2888# ডায়াল করতে হবে এবং তারপর “5” প্রেস করতে হবে,  এবং তারপর পূর্বের এফএনএফ নাম্বার লিখতে হবে এবং তারপর নতুন যে নাম্বারটি সেট করতে চান সেই নাম্বারটি লিখতে হবে।

চলুন ধাপে ধাপে করার চেষ্টা করিঃ

  1. প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান।
  2. তারপর *2888# নাম্বারে ডায়াল করুন।
  3. FnF নাম্বার চেক করার জন্য “4” প্রেস করুন।
  4. আপনি যদি FnF নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে “5” প্রেস করতে হবে।
  5. এরপর পূর্বের এফএনএফ নাম্বার লিখতে হবে এবং  তারপর নতুন যে নাম্বারটি FnF হিসেবে সেট করতে চান সেই নাম্বারটি লিখতে হবে এবং কনফার্ম করতে হবে।

এভাবে খুব সহজেই আপনি আপনার জিপি সিমে এফএনএফ নাম্বার চেক করতে পারবেন এবং ইচ্ছা করলে পরিবর্তনও করতে পারবেন।

GP Recycle Number Check (জিপি রিসাইকেল নাম্বার চেক)

আপনারা সকলেই শুনেছেন হয়তোবা কোন সিম অনেক দিন যাবত ফেলে রাখলে বা সংযোগ বিচ্ছিন্ন করে রাখলে সেই সিমটি আর চালু থাকেনা। সেই  সিমের নাম্বারটি তখন হয়ে যায় রিসাইকেল নাম্বার।   সিম কোম্পানিগুলো নতুন সিমে এই সকল রিসাইকেল নাম্বার ব্যবহার করে থাকে।  তখন এই নাম্বারের উপর আপনার আর কোন অধিকার থাকে না। 

মাঝে মাঝে আমাদের এই রিসাইকেল নাম্বার চেক করার প্রয়োজন হতে পারে। জিপি রিসাইকেল নাম্বার চেক করার জন্য আপনারা এই লিংকে ভিজিট করতে পারেন।

Robi Number Check Code (রবি নাম্বার চেক কোড) 

রবি সিমের নাম্বার চেক করা খুবই সহজ। গ্রামীণফোনের মত রবি সিমেও আপনি শুধুমাত্র *2# ডায়াল করে আপনার রবি সিমের নাম্বার চেক করতে পারেন। এছাড়া রবি সিমে নিজের নাম্বার চেক করার আরো একটি কোড হল *140*2*4#

Airtel Number Check Code (এয়ারটেল নাম্বার চেক কোড)

এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য়েও আপনি *2# কোডটি ব্যবহার করতে পারেন। *2# কোডটি মনে রাখতে পারলে আপনি জিপি, রবি এবং এয়ারটেল তিনটি সিমেরই নাম্বার চেক করতে পারবেন।  এয়ারটেল সিমের নাম্বার চেক করার আরো একটি কোড হল *121*7*3#

Banglalink Number Check Code (বাংলালিংক নাম্বার চেক কোড)

বাংলালিংক সিমের আপনি জিপি রবি এবং এয়ারটেল সিমের মত *2# কোডটি ব্যবহার করে নিজের নাম্বার চেক করতে পারবেন না। বাংলালিংক সিমে নিজের নাম্বার চেক করার জন্য আপনাকে *511# ডায়াল করতে হবে।

Teletalk Number Check Code (টেলিটক নাম্বার চেক কোড)

আপনি খুব সহজেই আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখে নিতে পারেন। টেলিটক সিমের নিজের নাম্বার চেক করতে হলে আপনাকে *551# ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করলে সাথে সাথেই আপনার টেলিটক সিমের নাম্বারটি স্ক্রিনে প্রদর্শিত হব।

কমন প্রশ্নোত্তর

চলুন জিপি নাম্বার চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ

জিপি সিমের নাম্বার চেক করার কোড কত?

জিপি সিমের নাম্বার চেক করার কোড হলো *2#

আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা?

আপনার এন আই ডি কার্ড দিয়ে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা এটি চেক করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে “Reg ১৭-ডিজিটের-এনআইডি-নাম্বার”  টাইপ করুন এবং 4949 নাম্বারে এসএমএস পাঠান। তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে যে সকল জিপি সিম রেজিস্ট্রেশন করা সেই সিমের নাম্বার গুলো দেখানো হবে।

জিপি সিমে FNF নাম্বার চেক করব কিভাবে? 

জিপি সিমে এফএনএফ নাম্বার চেক করার জন্য *2888#  নম্বরে ডায়াল করুন এবং তারপর “4” প্রেস করুন। এফএনএফ নাম্বার পরিবর্তন করতে চাইলে *2888#  নম্বরে ডায়াল করুন এবং তারপর “5” প্রেস করুন। তারপর পূর্বের FNF নাম্বারটি লিখুন এবং পরে নতুন যে নাম্বারটি FNF করতে চান সেই নাম্বারটি লিখে কনফার্ম করুন। তাহলে আপনার এফএনএফ নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। 

জিপি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিব কিভাবে?

জিপি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলো আপনাকে *1010*1# ডায়াল করতে হবে। এটি ডায়াল করলে আপনি ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যেতে পারেন। 

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে খুব সহজে আপনাদের জিপি সিমের নাম্বার চেক করতে পারেন। এছাড়াও আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা সেটি চেক করাও শিখিয়ে দিয়েছি। 

আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। 

মন্তব্য করুন

Top