Airtel Number Check: এয়ারটেল নাম্বার চেক সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকাতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার এয়ারটেল সিমের নাম্বারটি ভুলে গিয়ে থাকেন অথবা চেক করতে চাচ্ছেন কিন্তু চেক করতে পারছেন না তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।
এই আর্টিকেলে আমরা এয়ারটেল নাম্বার চেক কোড দেখাবো এবং কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারেন সেটি ধাপে ধাপে বুঝিয়ে দেব। আপনি বাংলাদেশী বা ভারতীয় হন না কেন এই আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বার চেক করতে সক্ষম হবেন। পাশাপাশি এয়ারটেল এর ব্যালেন্স চেক করা থেকে শুরু করে অন্যান্য সকল গুরুত্বপূর্ণ কোডগুলো জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
Contents
- 1 Airtel Number Check Code 2024 / Airtel Sim Number Check USSD Code (এয়ারটেল নাম্বার চেক কোড)
- 2 How to Check Airtel Number / Check Airtel Own Sim Number (কিভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করবো)
- 3 How to Check My Airtel Number Through APP (কিভাবে অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করব)
- 4 Airtel Number Check Code BD (Bangladesh) | এয়ারটেল নাম্বার চেক কোড বাংলাদেশ
- 5 Airtel Number Check Code India / Airtel Number Check Karne Ka Tarika (এয়ারটেল নাম্বার চেক কোড ভারত)
- 6 Airtel Balance Check (এয়ারটেল ব্যালেন্স চেক)
- 7 Airtel MB Check (এয়ারটেল এমবি চেক)
- 8 Airtel Minute Check (এয়ারটেল মিনিট চেক)
- 9 Robi Number Check Code (রবি নাম্বার চেক কোড)
- 10 কমন প্রশ্নোত্তর
- 11 শেষ কথা
Airtel Number Check Code 2024 / Airtel Sim Number Check USSD Code (এয়ারটেল নাম্বার চেক কোড)
আমরা যে সিমটি ব্যবহার করে থাকি সেই সিমের প্রয়োজনীয় সকল কোড জেনে রাখা আমাদের জন্য খুবই জরুরী। আমরা যারা নতুন এয়ারটেল গ্রাহক রয়েছি তাদের মধ্যে অনেকেই হয়তো এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারেন না।
তবে এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোডটি মনে রাখা খুবই সহজ। এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড হল *2# অথবা *121*7*3#। ফোনের ডায়াল অপশনে গিয়ে *2# কোডটি ডায়াল করে খুব সহজেই এয়ারটেল সিমের নাম্বার দেখে নেওয়া যায়।
How to Check Airtel Number / Check Airtel Own Sim Number (কিভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করবো)
ইতিমধ্যেই আপনাকে বলেছি এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড হল *2# অথবা *121*7*3#। চলুন এবার ধাপে ধাপে এয়ারটেল সিমের নাম্বার চেক করা শিখিঃ
- এয়ারটেল সিমের নাম্বার চেক করতে হলে প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
- এরপর কি প্যাডের মাধ্যমে *2# কোডটি টাইপ করতে হবে।
- এরপর কল বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে।
- *2# ডায়াল করার সাথে সাথেই পপআপ মেসেজের মাধ্যমে আপনার এয়ারটেল সিমের নাম্বারটি দেখানো হবে।
এভাবে খুব সহজেই শুধুমাত্র একটি কোড *2# ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করে নেওয়া যায়।
How to Check My Airtel Number Through APP (কিভাবে অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করব)
ইতিপূর্বে আপনাকে কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করা শিখিয়েছি। তবে কোড ডায়াল করা ছাড়াও অ্যাপের মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিমের নাম্বার দেখা যায়। তবে অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য আপনার ফোনের অবশ্যই “My Airtel” অ্যাপটি ইন্সটল থাকতে হবে।
অ্যাপটি যদি ইন্সটল করা না থাকে তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করে অ্যাপটি ইন্সটল করে নিনঃ
- My Airtel অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে।
- প্লে স্টোরে গিয়ে “My Airtel” অ্যাপের নামটি লিখে সার্চ করতে হবে।
- সার্চ করার সাথে সাথেই “My Airtel” অ্যাপটি আপনার সামনে চলে আসবে। এরপর ইন্সটল বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। সম্পূর্ণ ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ফোনের হোমস্ক্রিনেই আপনি “My Airtel” অ্যাপের আইকনটি দেখতে পারবেন। আইকনে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে হবে।
- আপনার যদি এয়ারটেল সিমের নাম্বারটি মনে না থাকে তাহলে ডাটা কানেকশন এয়ারটেল সিমে দিয়ে তারপর অ্যাপটিতে ঢুকুন। তাহলে অ্যাপে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করার প্রয়োজন হবে না, অ্যাপটি অটোমেটিক ভাবেই আপনার নাম্বারটি নিয়ে নেবে।
- সফলভাবে অ্যাপে লগইন করা হয়ে গেলে অ্যাপের হোম পেজেই আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বারটি দেখতে পারবেন।
এভাবে খুব সহজেই My Airtel অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার চেক করা যায়। পাশাপাশি এই অ্যাপটিতে আপনি আপনার এয়ারটেল সিমের সকল ধরনের ব্যালেন্স দেখতে পারবেন পাশাপাশি মিনিট, ইন্টারনেট অথবা বান্ডেল অফারগুলো ক্রয় করতে পারবেন।
Airtel Number Check Code BD (Bangladesh) | এয়ারটেল নাম্বার চেক কোড বাংলাদেশ
- বাংলাদেশী এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড হল *2# অথবা *121*7*3#
ইতিমধ্যে আপনাদেরকে বাংলাদেশী এয়ারটেল সিমের নাম্বার চেক করা শিখিয়েছি। ম্যানুয়াল ভাবে কোড ডায়াল করার মাধ্যমে কিভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারেন এবং অ্যাপের মাধ্যমে কিভাবে চেক করতে পারেন সেটিও দেখিয়েছি। ম্যানুয়াল ভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য *2# নম্বরটি ডায়াল করুন। এবং অ্যাপের মাধ্যমে নাম্বার চেক করার জন্য My Airtel অ্যাপটি ইন্সটল করুন।
Airtel Number Check Code India / Airtel Number Check Karne Ka Tarika (এয়ারটেল নাম্বার চেক কোড ভারত)
- ভারতীয় এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড হল *121*1# অথবা *121*9# অথবা *282#
ইতিপূর্বে আমি বাংলাদেশি এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড দেখিয়েছি যেটি হল *2#। তবে এয়ারটেল ভারতীয় সিমের নাম্বার চেক করার কোড আলাদা। আপনি যদি ভারতীয় এয়ারটেল সিমের নাম্বার চেক করতে চান তাহলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*1# অথবা *121*9# কোডটি ডায়াল করতে হবে। এটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার ভারতীয় এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারেন।
Airtel Balance Check (এয়ারটেল ব্যালেন্স চেক)
ইতিপূর্বে আমি আপনাদেরকে এয়ারটেল নাম্বার চেক করার কোড দেখিয়েছি এবং কিভাবে নাম্বার চেক করবেন সেটি বুঝিয়ে দিয়েছি। তবে আপনি যদি এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে চান সে ক্ষেত্রে আপনাকে অন্য একটি কোড ব্যবহার করতে হবে। এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *778# কোডটি ডায়াল করতে হবে।
Airtel MB Check (এয়ারটেল এমবি চেক)
আপনি যদি এয়ারটেল সিমে ডাটা ব্যবহার করে থাকেন এবং ডাটা চেক করার কোড না জানেন তাহলে আপনি এয়ারটেল সিমের ডাটা চেক করতে পারবেন না। এয়ারটেল সিমের ডাটা বা এমবি চেক করতে হলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *3# অথবা *8444*88# কোডটি ডায়াল করতে হবে। এই কোড ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের এমবি চেক করতে পারেন। এছাড়াও My Airtel অ্যাপ ব্যবহার করে খুব সহজে এয়ারটেল সিমের এমবি চেক করা যায়।
Airtel Minute Check (এয়ারটেল মিনিট চেক)
ইতিমধ্যে আমি আপনার থেকে এয়ারটেল সিমের এমবি চেক করা শিখিয়েছি। তবে আপনি যদি এয়ারটেল সিমের মিনিট চেক করতে চান সে ক্ষেত্রে আপনাকে অন্য আরেকটি কোড ব্যবহার করতে হবে।
এয়ারটেল সিমের মিনিট চেক করার জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *0# অথবা *778*0# কোডটি ডায়াল করতে হবে। এই কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করা যায়। এছাড়াও My Airtel অ্যাপ ব্যবহার করে খুব সহজে এয়ারটেল সিমের মিনিট চেক করা যায়।
Robi Number Check Code (রবি নাম্বার চেক কোড)
- রবি সিমের নাম্বার চেক করার কোড হল *2# অথবা *140*2*4#
ইতিমধ্যে আমি আপনাকে এয়ারটেল সিমের নাম্বার চেক করা শিখিয়েছি। পাশাপাশি এয়ারটেল সিমের মিনিট এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করাও শিখিয়েছি। তবে যদি আপনি রবির গ্রাহক হয়ে থাকেন অথবা এয়ারটেল এর পাশাপাশি রবি সিমও ব্যবহার করে থাকেনতবে আপনার রবি সিমের নাম্বার চেক করাও শিখে রাখা জরুরি। রবি সিমের নাম্বার চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *2# অথবা *140*2*4# কোডটি ডায়াল করতে হবে।
কমন প্রশ্নোত্তর
বন্ধুগণ! চলুন এয়ারটেল নাম্বার চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর গুলো নিয়ে আলোচনা করা যাকঃ
আমি কিভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করবো?
এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *2# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিমের নাম্বার চেক করা যায়।
এয়ারটেল ভারতীয় সিমের নাম্বার চেক করব কিভাবে?
এয়ারটেল ভারতীয় সিমের নাম্বার চেক করার জন্য ফোনের ডায়াল অপশন এ গিয়ে *121*1# অথবা *121*9# অথবা *282# ডায়াল করতে হবে।
বাংলাদেশী এয়ারটেল সিমের নাম্বার চেক করব কিভাবে?
বাংলাদেশী এয়ারটেল সিমের নাম্বার চেক করতে হলে *2# কোডটি ডায়াল করতে হবে।
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করব কিভাবে?
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে হলে *778# ডায়াল করতে হবে।
এয়ারটেল সিমের এসএমএস চেক করব কিভাবে?
এয়ারটেল সিমের এসএমএস চেক করতে হলে *778*6# নম্বরটি ডায়াল করতে হবে।
এয়ারটেল সিমের মিনিট চেক করব কিভাবে?
এয়ারটেল সিমের মিনিট চেক করতে হলে *778*0# ডায়াল করতে হবে।
শেষ কথা
বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আপনাদেরকে এয়ারটেল নাম্বার চেক করার কোড দেখিয়েছি এবং কিভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করবেন সেটি বুঝিয়ে দিয়েছি। এছাড়াও কিভাবে এয়ারটেল সিমের সকল ধরনের ব্যালেন্স চেক করা যায় সেই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বার চেক করতে সক্ষম হয়েছেন।
আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে অথবা আমাদের জন্য কোন সাজেশন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।