Airtel Offer Check 2024 (Airtel My Offer) | এয়ারটেল অফার চেক

Airtel Offer Check: ২০২৪ সালে এয়ারটেল অফার চেক করার জন্য আমাদের বিস্তৃত নির্দেশিকাতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার এয়ারটেল সিমের অফার চেক করার কথা ভাবেন তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য। 

এই আর্টিকেলে, আমরা আপনার এয়ারটেল অফার চেক করার জন্য উপলব্ধ বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাতে আপনি আপনার টেলিকম সুবিধাগুলি সর্বাধিক করতে পারেন। নিরবিচ্ছিন্ন অফার চেকের জন্য ব্যবহারকারী-বান্ধব My Airtel অ্যাপ ইন্সটল থেকে শুরু করে অনলাইনে অফার চেক করা পর্যন্ত, সবকিছুই এই আর্টিকেলে কভার করেছি। 

এয়ারটেলের অফারগুলির বিষয়ে আমাদের ধাপে ধাপে নির্দেশাবলী এবং অন্তর্দৃষ্টিগুলি আপনাকে আপনার সাবস্ক্রিপশনের সর্বাধিক ব্যবহার করতে সক্ষম করবে৷

Airtel Offer Check 2024 / Airtel My Offer (এয়ারটেল অফার চেক)

  • এয়ারটেলের অফার চেক করার কোড হল *0#

এয়ারটেল সিমের অফার চেক করার জন্য খুব সহজ একটি কোড রয়েছে যেটি ডায়াল করে সহজেই আপনি আপনার এয়ারটেল সিমের স্পেশাল অফারগুলো দেখে নিতে পারেন। এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ শুধুমাত্র *0# কোডটি ডায়াল করে তাদের অফার চেক করে নিতে পারেন।

তাছাড়া আপনি যদি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার কথা ভাবেন তাহলে আপনি *4# ডায়াল করে এয়ারটেল ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পারেন। আর আপনি যদি মিনিট বান্ডেল ক্রয় করার কথা ভাবেন তাহলে *0# ডায়াল করে এয়ারটেল মিনিট অফারগুলো চেক করতে পারেন। 

How to Check Airtel My Offer (কিভাবে এয়ারটেল অফার চেক করতে হয়)

ইতিমধ্যেই আপনাকে বলেছি এয়ারটেল অফার চেক করার কোড হল *0#। কোডটি ডায়াল করে খুব সহজে আপনি আপনার এয়ারটেল প্রিপেইড বা পোস্টপেইড সিমের স্পেশাল অফার গুলো চেক করতে পারেন। চলুন ধাপে ধাপে এয়ারটেল সিমের অফার চেক করা শিখিঃ 

  1. এয়ারটেল সিমের অফার চেক করার জন্য প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশন এ যেতে হবে।
  2. এরপর কি প্যাডের মাধ্যমে *0# টাইপ করতে হবে। 
  3. এরপর কল বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে।
  4. আপনি যদি এয়ারটেল ইন্টারনেট অফার চেক করতে চান তাহলে আপনাকে *4# ডায়াল করতে হবে।  

এভাবে কোড ডায়ালের মাধ্যমে খুব সহজেই এয়ারটেল সিমের অফারগুলো চেক করা যায়। এছাড়াও আপনি My Airtel ব্যবহার করে খুব সহজে এয়ারটেল সিমের অফার চেক করতে পারেন।  

Airtel Offer Check Through My Airtel App (মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল অফার চেক)

ইতিমধ্যেই আপনাকে ম্যানুয়াল ভাবে কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল অফার চেক করা শিখিয়েছি। তবে আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনার এয়ারটেল সিমের অফার গুলো দেখে নিতে পারেন। 

তবে এক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে My Airtel অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে। My Airtel অ্যাপটি ইন্সটল করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ 

  1. My Airtel অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে।
  2. প্লে স্টোরে গিয়ে “My Airtel” অ্যাপের নামটি লিখে সার্চ করতে হবে। 
  3. সার্চ করার সাথে সাথেই “My Airtel” অ্যাপটি আপনার সামনে চলে আসবে। এরপর ইন্সটল বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। সম্পূর্ণ ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  4. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ফোনের হোমস্ক্রিনেই আপনি “My Airtel” অ্যাপের আইকনটি দেখতে পারবেন। আইকনে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে হবে।
  5. প্রথমবার অ্যাপে ঢোকার জন্য আপনার এয়ারটেল সিমের নাম্বারটি দিয়ে “My Airtel” এ রেজিস্ট্রেশন করে নিতে হবে। 
  6. নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি অ্যাপের হোমপেজে পৌঁছে যাবেন। এবং অ্যাপের হোম পেজে আপনি আপনার এয়ারটেল সিমের মূল ব্যালেন্স সহ সকল ব্যালেন্স দেখতে পেয়ে যাবেন।
  7. এরপর আপনার এয়ারটেল সিমের স্পেশাল অফার গুলো চেক করার জন্য মেনু থেকে “My Offer” সেকশনে যেতে হবে।

অ্যাপটি ফোনে ইন্সটল করা থাকলে যখনই অফার চেক করার প্রয়োজন হবে তখন শুধুমাত্র ডাটা কানেকশন অন করে অ্যাপ এ ঢুকলেই আপনি আপনার অফারগুলো দেখতে পারবেন। এভাবে My Airtel অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এয়ারটেল সিমের অফার চেক করা যায়। 

Airtel Offer Check Online (এয়ারটেল অফার চেক অনলাইন)

ইতিমধ্যে আপনাকে ম্যানুয়াল ভাবে কোড ডায়াল করার মাধ্যমে এবং My Airtel অ্যাপ ব্যবহার করে এয়ারটেল সিমের অফার চেক করা শিখিয়েছি। তবে আপনি ইচ্ছা করলে অনলাইনেই আপনার এয়ারটেল সিমের অফার গুলো চেক করতে পারেন। অনলাইনে এয়ারটেল সিমের অফার চেক করার জন্য শুধুমাত্র আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করার প্রয়োজন হবে। 

  • অনলাইনে আপনার এয়ারটেল সিমের অফার চেক করার জন্য এই লিংকে ক্লিক করুন এবং পরবর্তী পেজে আপনার এয়ারটেল সিমের নাম্বারটি বসান। 
  • এরপর “See Offer” বাটনে চাপ দিতে হবে। সাথে সাথে আপনার এয়ারটেল নাম্বারে একটি OTP কোড যাবে। 
  • OTP কোডটি দিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। 
  • ভেরিফিকেশন সম্পন্ন হলে অনলাইনেই আপনি আপনার এয়ারটেল সিমের অফারগুলো দেখতে পারবেন।   

Airtel Offer Check Code 2024 BD (Bangladesh) / Airtel Offer Check Number for Prepaid & PostPaid (এয়ারটেল অফার চেক কোড বাংলাদেশ)

ইতিমধ্যেই আপনাকে বলেছি এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য অফার চেক করার কোড হল *0#। এই কোডটি ডায়াল করে বাংলাদেশি এয়ারটেল সিম এর স্পেশাল অফারগুলো চেক করা যায়। বাংলাদেশী এয়ারটেল সিমের অফার চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *0# নম্বরে ডায়াল করে পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। 

Airtel Offer Check Code India / Airtel Offer Check Karne Ka Number (এয়ারটেল অফার চেক কোড ভারত)

 ইতিপূর্বে আপনাকে যে কোডটি দেখিয়েছি সেটি শুধুমাত্র বাংলাদেশ এয়ারটেল সিমের অফার চেক করার কোড। তবে যদি আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং ভারতীয় এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এয়ারটেল অফার চেক করার কোড আলাদা। ভারতীয় এয়ারটেল সিমের অফার চেক করার জন্য আপনাকে *121*1# ডায়াল করতে হবে। 

Airtel Internet Offer (এয়ারটেল ইন্টারনেট অফার)

ইতিপূর্বে আপনাকে এয়ারটেল সিমের অফার চেক করা শিখিয়েছি। তবে সেখানে যদি আপনি নিজের জন্য উপযুক্ত কোন অফার না পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া ইন্টারনেট অফার গুলো থেকে যেকোনো একটি অফার বেছে নিতে পারেনঃ 

এমবিমেয়াদদরসক্রিয়করণ কোড
১.৪ জিবি৩ দিন৳ ৪৯রিচার্জ ৳ ৪৯ অথবা ডায়াল *123*049#
১.৪ জিবি৭ দিন৳ ১০১রিচার্জ ৳ ১০১ অথবা ডায়াল *123*101#
১.৫ জিবি৩ দিন৳ ৫৭রিচার্জ ৳ ৫৭ অথবা ডায়াল *123*057#
১.৫ জিবি৭ দিন৳ ১০৭রিচার্জ ৳ ১০৭
১০০ এমবি৭ দিন৳ ১৮রিচার্জ ৳ ১৮
১৬ জিবি৭ দিন৳ ১৭৮রিচার্জ ৳ ১৭৮ অথবা ডায়াল *123*178#
১৬ জিবি৩০ দিন৳ ৪৯৭রিচার্জ ৳ ৪৯৭ অথবা ডায়াল *123*497#
২৫০ এমবি৩ দিন৳ ১৯রিচার্জ ৳ ১৯ অথবা ডায়াল *123*019#
২ জিবি৩ দিন৳ ৬৩রিচার্জ ৳ ৬৩ অথবা ডায়াল *123*63#
২ জিবি৭ দিন৳ ১০৮রিচার্জ ৳ ১০৮
৩৫ জিবি১৫ দিন৳ ৩০০রিচার্জ ৳ ৩০০
৩৫ জিবি৩০ দিন৳ ৫৪৯রিচার্জ ৳ ৫৪৯ অথবা ডায়াল *123*549#
৩ জিবি৩ দিন৳ ৭৬রিচার্জ ৳ ৭৬ অথবা ডায়াল  *123*076#
৩ জিবি৭ দিন৳ ১১৪রিচার্জ ৳ ১১৪ অথবা ডায়াল *123*114#
৪০০ এমবি (সোশ্যাল প্যাক)৩০ দিন ৳ ২৫রিচার্জ ৳ ২৫ অথবা ডায়াল *123*25#
৫ জিবি৩০ দিন৳ ৩১৪রিচার্জ ৳ ৩১৪ অথবা ডায়াল *123*344#
৫ জিবি৭ দিন৳ ১৩১রিচার্জ ৳ ১৩১ অথবা ডায়াল *123*178#
৮ জিবি৭ দিন৳ ১৪৮রিচার্জ ৳ ১৪৮ অথবা ডায়াল *123*148#
১৫ জিবি৩০ দিন৳ ৩৯৯রিচার্জ ৳ ৩৯৯ অথবা ডায়াল *123*399#
৫০ জিবি৩০ দিন৳ ৬৯৮রিচার্জ ৳ ৬৯৮ অথবা ডায়াল *123*698#
১৫ জিবি + ৩০০ মিনিট৩০ দিন৳ ৫৪৮রিচার্জ ৳ ৫৪৮ অথবা ডায়াল *123*548#
১৮ জিবি + ৪০০ মিনিট৩০ দিন৳ ৩৫৯রিচার্জ ৳ ৩৫৯ অথবা ডায়াল *123*359#
২২ জিবি + ৬০০ মিনিট৩০ দিন৳ ৭১৯রিচার্জ ৳ ৭১৯ অথবা ডায়াল *123*719#
১২ জিবি + ৩০০ মিনিট৩০ দিন৳ ৪৯৯রিচার্জ ৳ ৪৯৯ অথবা ডায়াল *123*499#
৪০ জিবি + ৬০০ মিনিট৩০ দিন৳ ৭৯৯রিচার্জ ৳ ৭৯৯ অথবা ডায়াল *123*799#

Airtel Voice Offer (এয়ারটেল মিনিট অফার)

এয়ারটেলে সুলভ মূল্যে ভালো মিনিট অফার পাওয়া যায়। ইতিমধ্যেই আপনাকে এয়ারটেল সিমের অফার চেক করা শিখিয়েছি। তবে আপনি যদি সেখানে নিজের জন্য ভালো একটি মিনিট অফার খুঁজে না পান তাহলে নিচে দেওয়া মিনিট অফারগুলো থেকে যেকোনো একটি অফার বেছে নিতে পারেনঃ  

অফারমূল্যমেয়াদসক্রিয়করণ কোড
১২ মিনিট৮ টাকা২ দিনরিচার্জ ৳ ৮ অথবা ডায়াল *121*08#
২৮ মিনিট১৮ টাকা২ দিনরিচার্জ ৳ ১৮ অথবা ডায়াল *121*18# 
৪৬ মিনিট২৮ টাকা২ দিনরিচার্জ ৳ ২৮ অথবা ডায়াল *121*28#
৮৫ মিনিট৫৩ টাকা৭ দিনরিচার্জ ৳ ৫৩ অথবা ডায়াল *121*53#
১৩০ মিনিট৭৮ টাকা৭ দিনরিচার্জ ৳ ৭৮ অথবা ডায়াল *121*078#
১৭৮ মিনিট১০৭ টাকা৭ দিনরিচার্জ ৳ ১০৭ অথবা ডায়াল *123*0107#
১৯০ মিনিট১১৮ টাকা১৫ দিনরিচার্জ ৳ ১১৮ অথবা ডায়াল *121*0118#
২৩৫ মিনিট১৫৭ টাকা৩০ দিনরিচার্জ ৳ ১৫৭ অথবা ডায়াল *123*0157#
৩৪০ মিনিট২০৭ টাকা৩০ দিনরিচার্জ ৳ ২০৭ অথবা ডায়াল *123*0207#
৪৬০ মিনিট২৯৮ টাকা৩০ দিনরিচার্জ ৳ ২৯৮ অথবা ডায়াল *123*0298#
৫১০ মিনিট৩০৭ টাকা৩০ দিনরিচার্জ ৳ ৩০৭ অথবা ডায়াল *121*307#
১০৬৫ মিনিট৬৩৯ টাকা৩০ দিনরিচার্জ ৳ ৬৩৯ অথবা ডায়াল *121*639#

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন এয়ারটেল অফার চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাকঃ 

আমি কিভাবে এয়ারটেল সিমের অফার চেক করব?

এয়ারটেল সিমের অফার চেক করতে হলে ফোনের ডায়াল অপশন এ গিয়ে *0# নম্বরে ডায়াল করতে হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। আপনি যদি এয়ারটেল ইন্টারনেট অফার চেক করতে চান তাহলে আপনাকে *4# ডায়াল করতে হবে।

এয়ারটেলে ১৮ জিবির অফার কিভাবে নেব?

এয়ারটেল প্রিপেইড অথবা পোস্টপেইড সিমে আপনি ৫৯৯ টাকায় ১৮ জিবি এবং ৪০০ মিনিট অফারটি নিতে পারবেন, যার মেয়াদ ৩০ দিন। অফারটি নিতে হলে আপনাকে ৫৯৯ টাকা রিচার্জ করতে হবে অথবা *123*599# নম্বরটিতে ডায়াল করতে হবে। 

আমি কিভাবে বাংলাদেশী এয়ারটেল সিমের অফার চেক করব? 

বাংলাদেশি এয়ারটেল সিমের অফার চেক করতে হলে আপনাকে *0# কোডটি ডায়াল করতে হবে। *0# ডায়াল করলে আপনি সকল বান্ডেল অফারগুলো দেখতে পারবেন। 

এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *3# ডায়াল করতে হবে। 

এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের এসএমএস ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *778*6# ডায়াল করতে হবে। 

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের মিনিট চেক করতে হলে আপনাকে *778*0# ডায়াল করতে হবে। 

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকে যা আপনাদেরকে airtel অফার চেক করার কোড দেখিয়েছি এবং কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের অফার চেক করতে পারেন সেটি ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের অফার চেক করতে সক্ষম হয়েছেন এবং নিজের জন্য ভালো একটি অফার বেছে নিতে পেরেছেন। 

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।   

মন্তব্য করুন

Top