Airtel Minute Check Code 2024 | এয়ারটেল মিনিট চেক কোড

Airtel Minute Check: বাংলাদেশে কীভাবে এয়ারটেল সিমে মিনিট চেক করতে হয় সে সম্পর্কে আমাদের বিস্তৃত নির্দেশিকাতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার এয়ারটেল প্রিপেইড বা পোস্টপেইড সিমের মিনিট চেক করার উপায় খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য। 

এই আর্টিকেলে আমরা এয়ারটেল মিনিট চেক কোড এবং এয়ারটেল প্রিপেইড বা পোস্টপেইড সিমের মিনিট চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করব।

পাশাপাশি এয়ারটেলের ব্যালেন্স চেক করা থেকে শুরু করে ইন্টারনেট এবং এসএমএস চেক করার পদ্ধতিও বুঝিয়ে দেব। 

Airtel Minute Check Code BD (Bangladesh) 2024 (USSD Dial Code) | এয়ারটেল মিনিট চেক কোড বাংলাদেশ 

  • এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট চেক করার কোড হল *778*0#

বাংলাদেশে ২০২৪ সালের জন্য, এয়ারটেল ব্যবহারকারীরা ডেডিকেটেড USSD ডায়াল কোড ব্যবহার করে তাদের মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।

এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য, এয়ারটেল মিনিট চেক কোড হল *778*0#, আর এয়ারটেল পোস্টপেইড ব্যবহারকারীরা তাদের মিনিট ব্যালেন্সের তথ্য অ্যাক্সেস করতে শুধুমাত্র *666# ডায়াল করতে পারেন। 

এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট চেক করার জন্য ফোনের ডায়াল অপশন এ গিয়ে *778*0# নম্বরে ডায়াল করতে হবে। 

How to Check Airtel Minute Balance (কিভাবে এয়ারটেল সিমের মিনিট চেক করব)

এয়ারটেল সিমের মিনিট চেক করা খুবই সহজ। আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি এয়ারটেল মিনিট চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *778*0# নম্বরে ডায়াল করতে হবে। চলুন ধাপে ধাপে এয়ারটেল প্রিপেইড সিমে মিনিট চেক করা শিখিঃ 

  1. এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট চেক করার জন্য প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
  2. এরপর কি প্যাডের মাধ্যমে *778*0# নম্বরটি টাইপ করতে হবে।
  3. এরপর কল বাটনে চাপ দিয়ে নম্বরটিতে ডায়াল করতে হবে।
  4. *778*0# নম্বরটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।   

এভাবে খুব সহজেই আপনি আপনার এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট চেক করতে পারেন। 

Airtel Minute Check Postpaid (এয়ারটেল মিনিট চেক পোস্টপেইড)

  • এয়ারটেল পোস্টপেইড সিমের মিনিট চেক করার কোড হল *666# 

আমরা অনেকেই প্রিপেইড সিম ব্যবহার করার চেয়ে পোস্টপেইড সিম ব্যবহার করায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

প্রিপেইড সিমের মত পোস্টপেইড সিমেও আমরা মিনিট প্যাকেজ ক্রয় করতে পারি। তবে যারা নতুন তারা হয়তো এয়ারটেল পোস্টপেইড সিমের মিনিট ব্যালেন্স চেক করতে জানেন না। 

প্রিপেইড সিমের মত পোস্টপেইড সিমের কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের মিনিট চেক করা যায়।

এয়ারটেল পোস্টপেইড সিমের মিনিট চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *666# নম্বরটি ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল পোস্টপেইড সিমের ইন্টারনেট ব্যালেন্স সহ অন্যান্য তথ্যও জানতে পারবেন। 

Airtel Internet Balance Check (এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক)

  • এয়ারটেল প্রিপেইড সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *3#

এয়ারটেল সিমে সুলভ মূল্যে অনেক ভালো ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায়। এছাড়াও এয়ারটেল সিমের ইন্টারনেটের গতিও অনেক ভালো পাওয়া যায়। তাই আমরা অনেকেই এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে থাকি।

তবে আমরা যারা নতুন রয়েছি তারা অনেকেই হয়তোবা এয়ারটেলের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে জানিনা। 

এয়ারটেলের ইন্টারনেট ব্যালেন্স চেক করাও খুবই সহজ। শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেলের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে পারেন।

এয়ারটেল প্রিপেইড সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে হলে ফোনের অপশনে গিয়ে *3# কোডটি ডায়াল করতে হবে। 

Airtel SMS Balance Check (এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক)

  • এয়ারটেল সিমের এসএমএস চেক করার কোড হল *778*6#

এসএমএস আমাদের যোগাযোগের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করিনা তাদের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এসএমএস।

অনেক গ্রাহকি এয়ারটেল সিমে এসএমএস প্যাকেজ ক্রয় করে থাকেন। তবে অনেকেই হয়তো এয়ারটেল সিমের এসএমএস ব্যালেন্স চেক করতে পারেন না। 

এয়ারটেল সিমের এসএমএস ব্যালেন্স চেক করতে হলে ফোনের ডায়াল অপশন এ গিয়ে *778*6# কোডটি ডায়াল করতে হবে। *778*6# কোডটি ডায়াল করার মাধ্যমে খুব সহজে আপনি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট এসএমএস এর পরিমাণ দেখতে পারবেন। 

Airtel All important USSD Codes (এয়ারটেল এর গুরুত্বপূর্ণ ইউএসএসডি কোডসমূহ)

আমি ইতিমধ্যেই আপনাকে এয়ারটেল সিমের মিনিট, ইন্টারনেট এবং এসএমএস ব্যালেন্স চেক করা শিখিয়েছি। তবে এই ইউএসএসডি কোড গুলোর পাশাপাশি এয়ারটেল সিমের আরো কিছু গুরুত্বপূর্ণ ইউএসএসডি কোড রয়েছে এবং সেগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে।

এয়ারটেল সিমের সকল গুরুত্বপূর্ণ কোড গুলো নিচে দেওয়া হলঃ 

ইউএসএসডি কোডপরিষেবার নাম
*1#ব্যালেন্স চেক/বকেয়া ব্যালেন্স
*2#নিজের মোবাইল নম্বর চেক
*3#ডেটা (এমবি) চেক
*4#ইন্টারনেট প্যাক ক্রয়
*5#জনপ্রিয় Vas চালু/বন্ধ
*6#ট্যারিফ প্ল্যান চেক
*7#DND (প্রমোশনাল এসএমএস চালু/বন্ধ)
*8#প্রিপেইড এয়ার ক্রেডিট
*9#সমস্ত VAS বন্ধের জন্য
*0#মিনিট বান্ডেল

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন এয়ারটেল মিনিট চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর গুলো নিয়ে আলোচনা করা যাকঃ

এয়ারটেল মিনিট চেক করার কোড কত?

বাংলাদেশী এয়ারটেল প্রিপেইড সিমের মিনিট চেক করার কোড হল *778*0#। এই কোডটি ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার এয়ারটেল সিমের মিনিট চেক করতে পারেন।  

এয়ারটেল সিমের এসএমএস চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের এসএমএস চেক করার জন্য ফোনের ডায়াল অপশন এ গিয়ে *778*6# কোডটি ডায়াল করতে হবে। এটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট এসএমএস ব্যালেন্স দেখতে পারবেন। 

এয়ারটেলের ডাটা ব্যালেন্স চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের ডাটা বা এমবি চেক করা খুবই সহজ। এয়ারটেল সিমের ডাটা বা এমবি চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *3# নম্বরে ডায়াল করতে হবে। 

এয়ারটেল পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করব কিভাবে?

এয়ারটেল পোস্টপেইড সিমের ব্যালেন্স চেক করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে *666# কোডটি ডায়াল করতে হবে। *666# কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার পোস্টপেইড সিমের ব্যালেন্স, মিনিট অথবা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন। 

এয়ারটেল এর কি কোন অ্যাপ আছে?

হ্যাঁ, “My Airtel” নামে এয়ারটেলের নিজস্ব অ্যাপ রয়েছে। My Airtel অ্যাপের মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের মূল ব্যালেন্স, মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন। পাশাপাশি অ্যাপের মাধ্যমে আপনি দারুন সব অফারগুলোও ক্রয় করতে পারবেন। 

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আপনাদেরকে এয়ারটেল মিনিট চেক করার কোড দেখিয়েছি। পাশাপাশি কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের মিনিট, ইন্টারনেট এবং এসএমএস ব্যালেন্স চেক করতে পারেন সেগুলো ধাপে ধাপে দেখিয়েছি।আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করতে সক্ষম হয়েছেন। 

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।  

মন্তব্য করুন

Top