Airtel Emergency Balance: এয়ারটেল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সিম। এর উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার কারণে দিন দিন এটি আরো জনপ্রিয় হয়ে উঠছে।
আমরা অনেকেই এয়ারটেল সিম ব্যবহার করে থাকি। তবে মাঝে মাঝে জরুরী মুহূর্তে আমাদের এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন হয়ে থাকে।
তবে আমরা অনেকেই জানি না এয়ারটেল সিমে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয়। তাই আমার আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স, মিনিট অথবা ইন্টারনেট লোন নিতে পারেন।
Contents
- 1 Airtel Emergency Balance Code (এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড)
- 2 Airtel Emergency Balance Check Code BD (এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড | এয়ারটেল লোন চেক কোড)
- 3 Airtel Emergency Balance Loan Code ( এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড)
- 4 Airtel Emergency Balance 20 TK Dial Code (এয়ারটেল ইমারজেন্সি টাকা লোন)
- 5 Airtel Emergency MB Loan Code ( এয়ারটেল ইমারজেন্সি এমবি লোন কোড)
- 6 Airtel Emergency Minute Loan Code | Emergency Balance Airtel ( এয়ারটেল ইমারজেন্সি মিনিট লোন কোড)
- 7 কমন প্রশ্নোত্তর
- 8 শেষ কথা
Airtel Emergency Balance Code (এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড)
এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া অত্যন্ত সহজ। আপনাকে শুধুমাত্র একটি কোড ডায়াল করতে হবে যেটি ডায়াল করলে আপনি আপনার এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স পাবেন।
এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *141# ডায়াল করতে হবে অথবা আপনি *8# ও ডায়াল করতে পারেন। এটি ডায়াল করার ফলে আপনার সামনে ইমার্জেন্সি ব্যালেন্স এর অপশন চলে আসবে যেখান থেকে খুব সহজেই আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন।
লোন | পরিসেবা চার্জ (Tk.) | মোট (Tk.) |
---|---|---|
১২ টাকা | ২.৬৭ | ১৪.৬৭ |
১৫ টাকা | ২.৬৭ | ১৭.৬৭ |
২২ টাকা | ২.৬৭ | ২৪.৬৭ |
২৫ টাকা | ২.৬৭ | ২৭.৬৭ |
৩২ টাকা | ২.৬৭ | ৩৪.৬৭ |
৫০ টাকা | ২.৬৭ | ৫২.৬৭ |
১০০ টাকা | ২.৬৭ | ১০২.৬৭ |
Airtel Emergency Balance Check Code BD (এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড | এয়ারটেল লোন চেক কোড)
এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যেমন সহজ ইমারজেন্সি ব্যালেন্স চেক করাও অত্যন্ত সহজ। মাত্র একটি কোড বের করে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স এর স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *778# ডায়াল করতে হবে। এছাড়া আপনি *1# ও ডায়াল করতে পারেন।
Airtel Emergency Balance Loan Code ( এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স লোন কোড)
এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স লোন নেওয়ার কোড সাধারণত দুটি। আপনি লোন নেওয়ার ক্ষেত্রে যে কোন একটি কোড ব্যবহার করলে চলবে। কোড দুটি হল *141# এবং *8#, এর মধ্যে যেকোনো একটি একটি কোড ব্যবহার করলেই আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
তবে আপনার যদি পূর্বে থেকে কোন লোন নেওয়া থাকে এবং সেটি পরিশোধ করা না হয়ে থাকে তবে আপনি ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
Airtel Emergency Balance 20 TK Dial Code (এয়ারটেল ইমারজেন্সি টাকা লোন)
এয়ারটেলে আপনি যদি ২০ টাকা লোন নিতে চান তবে আপনাকে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নাম্বার *8# ডায়াল করতে হবে।
এয়ারটেল টাকা লোন নেওয়ার কোড ডায়াল করার পরে আপনার সামনে ইমারজেন্সি ব্যালেন্স এর অপশন খুলে যাবে সেখানে আপনাকে বিভিন্ন পরিমাণ দেখানো হবে।
সেখান থেকে আপনি আপনার পছন্দ মতাবেক যেকোনো একটি বাছাই করবেন এবং যথাযথ নম্বর দিয়ে রিপ্লাই করবেন তাহলে আপনি সেই পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন।
Airtel Emergency MB Loan Code ( এয়ারটেল ইমারজেন্সি এমবি লোন কোড)
এয়ারটেল সিমে এমবি লোন নেওয়া খুবই সহজ। তবে এয়ারটেল ইমারজেন্সি ইন্টারনেট নেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমে *141*567# ডায়াল করে আপনি এয়ারটেল এমবি লোন এর জন্য উপযোগী কিনা সেটি যাচাই করে নিবেন।
আপনি যদি ইমারজেন্সি এমবি লোন এর জন্য উপযোগী হয়ে থাকেন তবে সেখান থেকে যথাযথ নম্বরটি দিয়ে রিপ্লাই করবেন এবং আপনি তাৎক্ষণিক ডাটা লোন পেয়ে যাবেন। এয়ারটেল সিমের এমবি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *3# ডায়াল করতে হবে।
Airtel Emergency Minute Loan Code | Emergency Balance Airtel ( এয়ারটেল ইমারজেন্সি মিনিট লোন কোড)
দর | যেকোনো নেট মিনিট | মেয়াদ |
---|---|---|
৫ টাকা | ৫ | ৪ ঘন্টা |
৮ টাকা | ১০ | ৫ ঘন্টা |
১৩ টাকা | ১৫ | ১৬ ঘন্টা |
২০ টাকা | ২৫ | ২৪ ঘন্টা |
২৬ টাকা | ৩৫ | ২৪ ঘন্টা |
৩৬ টাকা | ৫০ | ২ দিন |
৫৩ টাকা | ৭৫ | ৭ দিন |
এয়ারটেলে মিনিট লোন নেওয়া ও খুব সহজ। আপনি যেভাবে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিয়ে থাকেন ঠিক একই ভাবে আপনি এয়ারটেল ইমারজেন্সি মিনিট লোন নিতে পারবেন। ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার ক্ষেত্রেও আপনাকে *141# অথবা *8# ডায়াল করতে হবে।
এটি ডায়াল করলে আপনি এয়ারটেল এর ইমারজেন্সি লোন এর অপশন গুলো দেখতে পারবেন।
সেখান থেকে আপনি আপনার পছন্দের মিনিট প্যাকটি সিলেক্ট করবেন এবং যথাযথ নাম্বার বসিয়ে রিপ্লাই করবেন। তাহলে আপনার একাউন্টে আপনার বাছাইকৃত মিনিট প্যাকটি যোগ হয়ে যাবে যেটি আপনি ভয়েস কল এর জন্য ব্যয় করতে পারবেন।
এয়ারটেল এর মিনিট চেক করার জন্য আপনাকে *778*0# ডায়াল করতে হবে।
কমন প্রশ্নোত্তর
চলুন এয়ারটেল ইমারজেন্সি লোন সম্পর্কিত কিছু কমন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
আমি কি এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারব?
এয়ারটেল তাদের সকল প্রিপেইড গ্রাহক যাদের ব্যালেন্স ৫ টাকা বা তার কম এবং যাদের পূর্ব থেকে কোন লোন নেওয়া নেই তাদের সকলকেই ইমারজেন্সি ব্যালেন্স লোন দিয়ে থাকে।
কিভাবে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেব?
এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *141# অথবা *8# ডায়াল করতে হবে।
কিভাবে এয়ারটেলে ইমারজেন্সি মিনিট লোন নেব?
এয়ারটেল সিমে ইমারজেন্সি মিনিট লোন নেওয়ার জন্য আপনাকে *141# অথবা *8# ডায়াল করতে হবে।
এয়ারটেলে কিভাবে এমবি লোন নেব?
এয়ারটেলের এমবি লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে *141*567# ডায়াল করতে হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো ফলো করতে হবে।
এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স চেক করে কিভাবে?
এয়ারটেলে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *778# অথবা *1# ডায়াল করতে হবে।
এয়ারটেল সিমে মিনিট চেক করে কিভাবে?
এয়ারটেল সিমে মিনিট চেক করার জন্য *778*0# ডায়াল করতে হবে।
এয়ারটেল সিমে এমবি চেক করে কিভাবে?
আপনি *3# ডায়াল করে খুব সহজেই এয়ারটেল সিমের এমবি চেক করে নিতে পারেন।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিসটি বন্ধকরে কিভাবে?
আসলে রবি সিমের মত এয়ারটেল সিমে ব্যালেন্স কম থাকলে অটোমেটিক ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে দেয় না। তাই আপনার এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিসটি বন্ধ করার কোন প্রয়োজন হবে না।
শেষ কথা
বন্ধুগণ আমার এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে খুব সহজেই এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। এবং কিভাবে এমবি এবং মিনিট লোন নিতে পারেন সেটিও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি।
আমার আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আপনার যদি কোন সাজেশন থাকে অথবা আমাদের কাছে কোন কিছু জানার থাকে তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।