Robi Emergency Balance: রবি সিম বাংলাদেশের সিম কোম্পানি গুলোর মধ্যে একটি অন্যতম সিম।এর নিরবছিন্ন নেটওয়ার্ক এবং সাশ্রয়ী কলরেটের কারণে সিমটি অত্যাধিক জনপ্রিয় বাংলাদেশীদের কাছে। তবে অনেক জরুরী মুহূর্তে দেখা যায় যে আমাদের ব্যালেন্স শেষ হয়ে যায় এমন সময় আমাদের আশেপাশে ফ্লেক্সিলোডের কোন ব্যবস্থা না থাকলে এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স এর খুব দরকার হয়।
তবে রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় সেটা আমরা অনেকেই জানিনা। তাই আজকে আমি আপনাদের সুবিধার্থে খুব সহজেই বুঝিয়ে দেবো কিভাবে আপনি ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত রবি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। তো চলুন দেরি না করে দেখি রবি ইমারজেন্সি বালেন্স কিভাবে নিতে হয়।
Contents
- 1 Robi Emergency Balance Code (রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড)
- 2 Robi Emergency Balance Loan Code 10 TK or 20 TK (১০ টাকা / ২০ টাকা)
- 3 Robi Emergency Minute Loan (রবি ইমারজেন্সি মিনিট লোন)
- 4 Robi Loan Emergency 200 MB Code (২০০ এমবি লোন নিন)
- 5 Robi Emergency Balance Check Code 2024 (রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড)
- 6 Robi Emergency Balance Off Code (রবি ইমারজেন্সি ব্যালেন্স অফ কোড)
- 7 কমন প্রশ্নোত্তর
- 8 শেষ কথা
Robi Emergency Balance Code (রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড)
রবি ইমারজেন্সি ব্যালেন্স বা রবি ঝটপট বালেন্স নেয়ার সরাসরি কোডটি হল *123*007#
- প্রথমে আপনি *8# ডায়াল করে আপনি ঝটপট ব্যালেন্সের জন্য উপযোগী কিনা সেটা চেক করে নিবেন
- এরপর আপনি *123*007# ডায়াল করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরন করবেন
- আপনি ১২ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন সেটি আপনার পূর্বের ব্যবহারের হিস্টোরি অনুযায়ী আপনাকে দেওয়া হবে
- ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য *1# অথবা *222# ডায়াল করতে হবে
- এছাড়াও আপনি যদি সার্ভিসটি বন্ধ করতে চান তবে আপনাকে “STOP” লিখে “8811” নাম্বারে এস এম এস করতে হবে।
নোটঃ ১৫% ভ্যাট এবং অন্যান্য চার্জ কাটা হবে এবং মিনিট অথবা কোন ফ্রি বোনাস থাকলে চার্জের ক্ষেত্রে সেগুলোকে আগে প্রাধান্য দেওয়া হবে এবং সেটি শেষ হওয়ার পরে আপনার ঝটপট ব্যালেন্স চার্জ করা হবে।
Robi Emergency Balance Loan Code 10 TK or 20 TK (১০ টাকা / ২০ টাকা)
১০ টাকা অথবা ২০ টাকা রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনি *123*007# ডায়াল করুন। রবি আপনাকে আপনার পছন্দ মোতাবেক পরিমাণ আপনাকে দিয়ে থাকে না। তারা আপনাকে আপনার পূর্বের ব্যবহার হিস্টোরি মোতাবেক আপনাকে ব্যালেন্স দিয়ে থাকে।
যেমন মনে করুন আপনি যদি পূর্বে অতিরিক্ত ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স বেশি দেওয়া হবে এবং আপনি যদি কম ব্যাবহার করে থাকেন তবে আপনাকে সেই মোতাবেক দেওয়া হবে।
Robi Emergency Minute Loan (রবি ইমারজেন্সি মিনিট লোন)
রবি আপনাকে আরও একটি চমৎকার সুবিধা দিয়ে থাকে সেটি হল মিনিট লোন আপনি যদি চান যে আপনি ব্যালেন্স নিবেন না আপনি শুধুমাত্র মিনিট নিয়ে নিবেন সেক্ষেত্রে আপনাকে রবি ইমারজেন্সি মিনিট লোন এর কোড ডায়াল করতে হবে।
- রবি ইমারজেন্সি মিনিট লোন এর কোড হল *123*008 #
- কোডটি ডায়াল করলে আপনি ১২ ইমারজেন্সি মিনিট লোন হিসেবে পাবেন এবং সেটি সেই সময় হতে পরবর্তী ৬ ঘন্টা মেয়াদ থাকবে।
Robi Loan Emergency 200 MB Code (২০০ এমবি লোন নিন)
টাকা এবং মিনিট লোন দেওয়ার পাশাপাশি রবি এমবিও লোন দিয়ে থাকে রবি ইমারজেন্সি এমবি লোন হিসেবে আপনি ২০০ এমবি থেকে ১ জিবি পর্যন্ত পেতে পারেন। ইন্টারনেট লোন সার্ভিস টি চালু করার জন্য * 8811*11 # ডায়াল করুন এবং ইনস্ট্রাকশন গুলো ফলো করুন। খুব সহজেই এমবি লোন এর সার্ভিসটি আপনি চালু করতে সক্ষম হবেন।
এছাড়াও আপনি যদি আপনার রবি সিমের ডাটার পরিমাণ দেখতে চান তাহলে আপনাকে *8444*88# ডায়াল করতে হবে।
Robi Emergency Balance Check Code 2024 (রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড)
কি পরিমাণ ব্যালেন্স অবশিষ্ট আছে সেটি দেখার জন্য অনেক সময় ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়ে থাকে রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *1# অথবা *222# ডায়াল করতে হবে। এক্ষেত্রে কোন চার্জ কাটা হবে না।
এছাড়া আপনি যদি আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে *8# ডায়াল করে একাউন্ট মেনুতে যেতে হবে এবং 1 প্রেস করে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখতে হবে।
Robi Emergency Balance Off Code (রবি ইমারজেন্সি ব্যালেন্স অফ কোড)
অনেক সময় দেখা যায় রবি নিজের না চাইতেও ব্যালেন্স কম থাকার কারণে অনেক সময় ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেয় যেটা অনেক সময় ভালো লাগে না। তাই আমাদের অনেকেরই দরকার পড়ে এই অটো সার্ভিসটি বন্ধ করার জন্য।
কিন্তু আমরা অনেকেই জানিনা এই সার্ভিসটি বন্ধ কিভাবে করতে হয়। এটি খুবই সহজ, সারভিসটি বন্ধ করার জন্য আপনি “STOP” লিখে “8811” নাম্বারে একটি এসএমএস করুন। এতে আপনার রবি ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।
কমন প্রশ্নোত্তর
চলুন কিছু কমন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
কোন কোন গ্রাহক রবি ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্য?
রবি সিম ব্যবহারকারী সকল প্রিপেইড গ্রাহক যাদের ব্যালেন্স ৫ টাকা বা তার কম এবং তাদের সিমে আগে থেকে কোন ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া নেই তারা রবি ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্য।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব?
রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে *8# ডায়াল করে আপনি ইমারজেন্সি ব্যালেন্স এর জন্য উপযোগী কিনা সেটি চেক করে নিন এবং পরবর্তীতে *123*007# ডায়াল করে প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরন করুন এতেই আপনি ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক করব কিভাবে?
ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *1# অথবা *222# ডায়াল করতে হবে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স অফ করব কিভাবে?
রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স বা ঝটপট ব্যালেন্স সার্ভিসটি অফ করার জন্য আপনাকে “STOP” লিখে “8811” নাম্বারে একটি এসএমএস করতে হবে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস কি অটোমেটিক চালু হয়ে যায়?
হ্যাঁ আপনি রবিন্সি ব্যালেন্স বা ঝটপট সেবা চালু করলে প্রতিবার যখন আপনার ব্যালেন্স ৫ টাকা বা তার নিচে চলে আসবে তখন আপনি অটোমেটিক ভাবেই ইমারজেন্সি ব্যালেন্স বা ঝটপট ব্যালেন্স পেয়ে যাবেন। এবং আপনি অফ না করা পর্যন্ত সার্ভিসটি চালু থাকবে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোন কোন ক্ষেত্রে ব্যয় করতে পারবো?
রবি ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি ভয়েস কল এসএমএস এবং ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন।
রবি সিমে পূর্বের ইমারজেন্সি ব্যালেন্স এর টাকা পরিশোধ না করে কি আমি আবার ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারব?
না আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে আপনার সিমে কোন ঋণ থাকা যাবে না। আপনাকে অবশ্যই লোন এর টাকা পরিশোধ করে তারপরে আবার লোন নিতে হবে।
শেষ কথা
এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে দেখিয়েছি রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এবং কিভাবে সার্ভিসটি বন্ধ করবেন সেটাও দেখিয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন এবং আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনার যদি কোন কিছু জানার থেকে থাকে তবে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।