GP Minute Check Code 2024 | জিপি সিমের মিনিট চেক করা শিখুন

GP Minute Check: আপনার জিপি (গ্রামীণফোন) মোবাইল নেটওয়ার্ক ব্যবহার দক্ষতার সাথে পরিচালনা করার জন্য একটি বিস্তৃত নির্দেশিকাতে স্বাগতম! আজকের দ্রুত-গতির বিশ্বে, আপনার মিনিট ব্যালেন্স সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের এই আর্টিকেলে আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে কভার করেছি।

আপনি একটি জিপি মিনিট চেকের জন্য দ্রুত কোড খুঁজছেন বা কীভাবে আপনার ব্যবহারকে দক্ষতার সাথে নিরীক্ষণ করবেন সে সম্পর্কে একটি ধাপে ধাপে প্রক্রিয়া, এই আর্টিকেলটিতে দেখিয়েছি। 

জিপি মিনিট চেক করার জন্য ঝামেলা-মুক্ত পদ্ধতিগুলি অন্বেষণ করুন এবং কোনও বাধা ছাড়াই সংযুক্ত থাকার জ্ঞান দিয়ে নিজেকে শক্তিশালী করুন। আপনি *121*1*2# ডায়াল করলেই এসএমএস এর মাধ্যমে আপনার মিনিট ব্যালেন্স জেনে যাবেন।

How to Check GP Minute Offer (জিপি মিনিট অফার কিভাবে চেক  করব)

জিপি সিমের সব সময় ভালো ভালো মিনিট অফার পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে স্বল্পমূল্যের ভালো ভালো মিনিট অফার গুলো ক্রয় করতে পারবেন।  সব থেকে আপডেট মিনিট অফার গুলো পাওয়ার জন্য আপনি মাই জিপি অ্যাপ ব্যবহার করতে পারেন। চলুন কিভাবে মাই জিপি অ্যাপটি ইন্সটল করতে হয় সেটি ধাপে ধাপে বুঝার চেষ্টা করিঃ

  1. প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডাটা কানেকশন অন করে নিতে হবে।
  2.  এরপর আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।
  3. তারপর প্লে স্টোরে “My GP” লিখে সার্চ করবেন।
  4. মাই জিপি অ্যাপটি আপনার সামনে চলে আসবে।
  5. তারপর আপনাকে অ্যাপটি ইন্সটল করতে হবে।

এভাবে খুব সহজে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে মাই জিপি অ্যাপ ইন্সটল করতে পারবেন।

চলুন এবার দেখে নিন মাই জিপি অ্যাপ থেকে কিভাবে মিনিট অফার চেক করবেনঃ

  1. প্রথমে মাই জিপি অ্যাপটি ওপেন করুন।
  2. অ্যাপ এর হোম পেজে আপনি নিচের দিকে স্ক্রল করতে থাকেন।  হোমপেজেই আপনি আপনার জন্য কিছু ভালো ভালো মিনিট অফার দেখতে পারবেন।
  3. এছাড়াও আপনি “My Offer” সেকশনে গিয়ে আপনার জন্য স্পেশাল সব মিনিট অফারগুলো চেক করে নিতে পারবেন। 
  4. তাছাড়া “Offers” সেকশনে গিয়ে আপনি সকলের জন্য উন্মুক্ত সব মিনিট অফারগুলো চেক করতে পারবেন।

এভাবে খুব সহজেই আপনি জিপি সিমের সর্বশেষ আপডেট মিনিট অফারগুলো চেক করে নিতে পারবেন।

গ্রামীণফোন বা জিপি সিমে মিনিট ব্যালেন্স চেক করা খুবই সহজ।  আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনার জিপি সিমের মিনিট চেক করতে পারবেন। চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝার চেষ্টা করিঃ

  1. প্রথমে আপনাকে আপনার ডায়াল অপশনে যেতে হবে।
  2. এরপর আপনাকে *121*1*2# টাইপ করতে হবে।
  3.  তারপর আপনাকে “Call” বাটনে চাপ দিতে হবে। (অবশ্যই  যে জিপি সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান সেই সিমটি সিলেক্ট করে কল দিতে হবে।)
  4. সফলভাবে কোডটি ডায়াল করা হলে গ্রামীণফোন কোম্পানি থেকে আপনি একটি এসএমএস পাবেন, যেখানে আপনার মিনিট ব্যালেন্স বিস্তারিতভাবে লেখা থাকবে।

এভাবে খুব সহজে আপনি আপনার জিপি সিমের মিনিট চেক করতে পারবেন। 

GP Minute Check Code Free (জিপি মিনিট চেক কোড ফ্রি)

আপনি হয়তো ভাবছেন জিপি সিমে মিনিট চেক করার কোডটি ডায়াল করলে আপনার সিম থেকে ব্যালেন্স কাটা হতে পারে। তবে বিষয়টি ঠিক নয়। জিপি সিমে মিনিট চেক করতে আপনাকে কোন টাকা খরচ করতে হয় না। আপনি একদম ফ্রিতে আপনার জিপি সিমের মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।  

জিপি সিমের মিনিট ফ্রিতে চেক করার জন্য আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনি জিপি কোম্পানি থেকে একটি এসএমএস পাবেন, যে এসএমএসে আপনার মিনিট ব্যালেন্স এর বিস্তারিত লেখা থাকবে। এক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটা হবে না।

GP Minute Check 59 TK (জিপি মিনিট চেক ৫৯ টাকা)

জিপি সিমের অন্যতম একটি জনপ্রিয় মিনিট অফার হলো ৫৯ টাকায় ৮০ মিনিট।  এই অফারটিতে মিনিটের মেয়াদ থাকে ৪ দিন। আপনি যদি চার দিনের জন্য ৫৯ টাকায় ৮০ মিনিট অফারটি ক্রয় করতে চান তাহলে আপনাকে ৫৯ টাকা রিচার্জ করতে হবে। 

এছাড়া আপনি *121*4205# কোডটি ডায়াল করার মাধ্যমে অফারটি চালু করতে পারবেন। এই অফারের মিনিট দিয়ে আপনি জিপি থেকে যে কোন অপারেটরে কথা বলার সুযোগ পাবেন। মিনিট চেক করার জন্য আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে।

GP Minute Check 199 TK (জিপি মিনিট চেক ১৯৯ টাকা)

জিপি সিমে ৩০ দিনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি মিনিট অফার হলো ১৯৯ টাকায় ৩৫০ মিনিট।  জিপি সিমে ১৯৯ টাকায় ৩৫০ মিনিট ৩০ দিনের জন্য ক্রয় করতে হলে আপনাকে ১৯৯ টাকা রিচার্জ করতে হবে।  

এছাড়া আপনি *121*4018# ডায়াল করেও এই অফারটি চালু করতে পারবেন,  সে ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সে ১৯৯ টাকার বেশি থাকতে হবে। অবশিষ্ট মিনিট চেক করার জন্য আপনাকে *121*1*2# ডায়াল করতে হবে। 

GP Minute Offer List (জিপি মিনিট অফার লিস্ট)

ইতিমধ্যে আমি আপনাকে কয়েকটি মিনিট অফার দেখিয়েছি। আপনি যদি এগুলো থেকে আপনার জন্য এক উপযুক্ত একটি মিনিট অফার বেছে নিতে না পারেন তাহলে আপনার জন্য আমরা আরো বড় একটি জিপি মিনিট অফার এর লিস্ট প্রদান করছি। আশা করছি এই জিপি মিনিট অফার লিস্ট থেকে আপনি আপনার জন্য উপযুক্ত যেকোন একটি মিনিট অফার বেছে নিতে সক্ষম হবেন। 

রিচার্জঅফারমেয়াদকোড
৳ ৫৮ মিনিট৪ ঘণ্টা*121*4022#
৳ ৭১১ মিনিট৪ ঘণ্টা*121*4023#
৳ ১৪১৮ মিনিট১২ ঘণ্টা*121*4001#
৳ ১৯২৭ মিনিট২৪ ঘণ্টা*121*4402#
৳ ২৯৪৫ মিনিট৩ দিন*121*4405
৳ ৪৮৮০ মিনিট৩ দিন*121*4406#
৳ ৫৯৮০ মিনিট৫ দিন*121*4205#
৳ ৭৪১১০ মিনিট৭ দিন*121*4403#
৳ ১০৮১৮০ মিনিট৭ দিন*121*3260#
৳ ১২৪২০০ মিনিট৭ দিন*121*4407#
৳ ১২৮২১০ মিনিট৭ দিন*121*4008#
৳ ১৩২২০০ মিনিট১০ দিন*121*4408#
৳ ১৫৭২০০ মিনিট১৫ দিন*121*5074#
৳ ১৭৪২০০ মিনিট৩০ দিন*121*4410#
৳ ২১৮৩৩০ মিনিট৩০ দিন*121*4400#
৳ ২৫৮৪০০ মিনিট৩০ দিন*121*4414#
৳ ৩৭৮৬০০ মিনিট৩০ দিন*121*4411#
৳ ৪৯৮৭৫০ মিনিট৩০ দিন*121*4657#
৳ ৭৯৯৪০ জিবি + ৮০০ মিনিট৩০ দিন*121*3469#

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন জিপি মিনিট চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরসমূহ নিয়ে আলোচনা করা যাকঃ

জিপি সিমে মিনিট চেক করার কোড কত?

জিপি সিমে মিনিট চেক করার কোড হল *121*1*2#,  এটি ডায়াল করলে আপনি এসএমএস এর মাধ্যমে আপনার সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানতে পেরে যাবেন।

আমি জিপি সিমের মিনিট কিভাবে চেক করব?

জিপি সিমের মিনিট চেক করার জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে যেতে হবে এবং *121*1*2# নাম্বারে ডায়াল করতে হবে।  ডায়াল সম্পন্ন হলে আপনি গ্রামীণফোন কোম্পানি থেকে একটি এসএমএস পাবেন, যে এসএমএসে আপনার জিপি সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স লেখা থাকবে।

জিপি সিমে ৩০০ মিনিট কিভাবে কিনবো?

জিপি সিমে ৩০০ মিনিট কেনার জন্য আপনাকে ১৯৭ টাকা রিচার্জ করতে হবে। এছাড়া আপনি *121*5074# কোডটি ডায়াল করেও জিপি সিমে ৩০০ মিনিট কিনতে পারবেন। এই অফারে মিনিটের মেয়াদ থাকবে ১৫ দিন।

আমি কিভাবে জিপি ৫০০ মিনিট চেক করব? 

আপনি জিপি সিমে ৩১৮ টাকা রিচার্জ করে অথবা *121*4415# কোডটি ডায়াল করে ৩০ দিনের জন্য ৫০০ মিনিট + ৫১২ এমবি ইন্টারনেট ক্রয় করতে পারবেন। এই অফারটির অবশিষ্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *121*1*2# কোডটি ডায়াল করতে হবে।

জিপি সিমে মোবাইল ব্যালেন্স চেক করব কিভাবে?

জিপি সিমের মোবাইল ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *566# ডায়াল করতে হবে।

জিপি সিমে মিনিট ট্রান্সফার করবো কিভাবে?

জিপি সিমে শুধুমাত্র ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব। জিপি সিমে মিনিট ট্রান্সফার করার কোন উপায় নেই।

শেষ কথা

বন্ধুগণ!  আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে জিপি মিনিট চেক সম্পর্কিত সকল তথ্য এবং বিভিন্ন জটিলতার সহজ সমাধান দিয়েছেন।  আপনি কিভাবে আপনার জিপি সিমের অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন সেই বিষয়টি বুঝিয়ে দিয়েছি। এছাড়াও আপনার জন্য বাছাইকৃত কিছু ভালো ভালো মিনিট অফার এর লিস্ট প্রদান করেছি। আপনি আপনার ইচ্ছা মত যে কোন একটি মিনিট অফার বেছে নিতে পারেন।

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। 

মন্তব্য করুন

Top