GP Balance Transfer Code/MyGP – সহজে জিপি ব্যালেন্স ট্রান্সফার করা শিখুন

GP Balance Transfer: ব্যক্তিগত অর্থের গতিশীল ক্ষেত্রে, নিয়ন্ত্রণে থাকা সর্বোত্তম। জিপি ব্যালেন্স ট্রান্সফারের নির্দিষ্ট গাইডের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি – আপনার নিরবিচ্ছিন্ন ফান্ড ম্যানেজমেন্ট। ব্যালেন্স ট্রান্সফার কোড, পিন রিসেট, রেজিস্ট্রেশন প্রসেস এবং আরও অনেক ধরনের জটিলতার সমাধান এই আর্টিকেলে দিয়েছি।

আপনি একজন অভিজ্ঞ পেশাদার বা নতুন হোন না কেন, জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম এবং সীমা সম্পর্কে জ্ঞান নেওয়া অত্যন্ত জরুরী। এই আর্টিকেলে নিখুঁততার সাথে ধাপে ধাপে বুঝানোর চেষ্টা করেছি, যাতে আপনি ম্যানুয়াল ভাবে এবং My GP অ্যাপের মাধ্যমে, উভয় প্রক্রিয়াতেই ব্যালেন্স ট্রান্সফারের সুবিধাকে কাজে লাগাতে পারেন।

Contents

GP Balance Transfer Code / Pin Code (জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড)

জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড/পিন দিয়ে ঝামেলামুক্ত লেনদেনের গেটওয়ে উন্মোচন করুন। শুরু করতে, *121*1500# ডায়াল করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন জন্য 1 প্রেস করুন। ব্যালেন্স  ট্রান্সফার করার ক্ষেত্রে, *121*1500# ডায়াল করুন, 2 প্রেস করুন এবং অনায়াসে প্রম্পটগুলি অনুসরণ করুন। এই ব্যবহার-বান্ধব প্রক্রিয়ার সাথে আপনার আর্থিক মিথস্ক্রিয়াকে উন্নত করতে পারেন।

রবি ব্যালেন্স ট্রান্সফার

GP Balance Transfer My GP App (জিপি ব্যালেন্স ট্রান্সফার মাই জিপি অ্যাপ)

চলুন! মাই জিপি অ্যাপ দিয়ে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, বিষয়টি ধাপে ধাপে বুঝার চেষ্টা করিঃ
  1. প্রথমে মাই জিপি অ্যাপটি ওপেন করুন।
  2. এরপর  মাই জিপি অ্যাপের মেনুতে চলে যান।
  3. তারপর ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করুন।
  4. ব্যালেন্স ট্রান্সফার অপশন এ ক্লিক করার ফলে আপনার সামনে একটি ফরম ওপেন হবে।
  5.  প্রাপকের মোবাইল নম্বর, টাকার পরিমাণ এবং পিন কোড লিখুন। (পিন কোড না থাকলে *121*1500*1# ডায়াল করে “1” প্রেস করে সার্ভিসটির রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং পিন কোড সেট করুন)
  6. তারপর “Transfer” বাটনে ক্লিক করুন।
  7. সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি একটি কনফারমেশন এসএমএস পাবেন যেখানে লেখা থাকবে ব্যালেন্স ট্রান্সফার সফল হয়েছে।

নোটঃ  জিপি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য। আপনি আপনার প্রিপেইড সিম থেকে যেকোন জিপি প্রিপেইড অথবা পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। 

ব্যালেন্স ট্রান্সফারের জন্য “মাই জিপি” অ্যাপের মাধ্যমে সুবিধার শিখরটি উপভোগ করুন। অ্যাপের মেনুতে, ব্যালেন্স ট্রান্সফার অপশনে যেতে হবে। প্রাপকের মোবাইল নম্বর, পছন্দসই পরিমাণ এবং পিন কোড লিখুন। পিন কোড না থাকলে, দ্রুত রেজিস্ট্রেশন এবং সেটআপের জন্য *121*1500*1# ডায়াল করুন এবং “1” প্রেস করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে পিন কোড সেট করুন। এরপর আপনার পিন কোড লিখুন এবং “Transfer” বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি চূড়ান্ত করুন৷ 

GP Balance Transfer Registration (জিপি ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন)

গ্রামীণফোন কোম্পানি তার গ্রাহকদের ব্যবহারের সুবিধার্থে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি চালু করেছে। জিপি সকল প্রিপেড গ্রাহকগণ এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি সুবিধা নিতে পারে।  তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে আগে এই সার্ভিসটির জন্য রেজিস্ট্রেশন করতে হবে।  

কারণ ব্যালেন্স ট্রান্সফারের সময় একটি পিন কোড চাওয়া হয়, এই পিন কোডটি আপনি রেজিস্ট্রেশন না করলে সেট করতে পারবেন না। জিপি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটিতে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে *121*1500# ডায়াল করতে হবে তারপর “1” প্রেস করতে হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো সম্পন্ন করতে হবে। 

GP Balance Transfer Process | Balance Transfer GP (জিপি ব্যালেন্স ট্রান্সফার প্রক্রিয়া।)

আমি ইতিপূর্বে আপনাকে দেখিয়েছি আপনি মাই জিপি অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  তবে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে অথবা আপনার মাই জিপি অ্যাপ না থাকে তাহলে আপনি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন? এক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল ভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। নিচে ধাপে ধাপে জিপি ব্যালেন্স ট্রান্সফারের প্রক্রিয়াটি বুঝানো হলোঃ

  1. প্রথমে আপনাকে  আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
  2. এরপর আপনাকে *121*1500# ডায়াল করতে হবে।
  3. এরপর আপনাকে “1” প্রেস করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং পিন কোড সেট করতে হবে।
  4. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এবং পিন কোড সেট করা হয়ে গেলে আপনি পুনরায় আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন।
  5. তারপর পুনরায় *121*1500# ডায়াল করতে হবে এবং পরে “2” প্রেস করতে হবে।
  6. তারপর আপনাকে প্রাপকের নাম্বারটি লিখতে হবে।
  7. তারপর আপনাকে টাকার পরিমান লিখতে হবে। (একবারে আপনি ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন)
  8. সর্বশেষে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার পিন কোডটি লিখতে হবে। 
  9. তারপর “Ok” বা “Send” বা “Transfer” বাটনে ক্লিক করতে হবে।
  10. সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে লেখা থাকবে ট্রান্সফার সফল হয়েছে। 

এভাবে খুব সহজেই আপনি আপনার জিপি প্রিপেইড সিম থেকে অন্য যেকোনো জিপি প্রিপেইড অথবা পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

GP Balance Transfer Postpaid (জিপি ব্যালেন্স ট্রান্সফার পোস্টপেইড)

আপনি আপনার জিপি প্রিপেইড সিম থেকে যেকোনো পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  আমি ইতিপূর্বেই আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের প্রক্রিয়াটি বুঝিয়ে দিয়েছি।  আপনি শুধুমাত্র প্রাপকের নাম্বার এর জায়গায় জিপি পোস্টপেইড সিমের নাম্বার দিয়ে দিলেই পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। তবে আপনি যদি জিপি পোস্টপেইড সিম থেকে অন্য কোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তবে সেটি সম্ভব নয়। কারণ জিপির এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য। 

How to Transfer Balance from GP Postpaid to GP Prepaid (জিপি পোস্টপেইড থেকে প্রিপেইড সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবো)

আপনি যদি জিপি পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তবে এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি আপনি ব্যবহার করতে পারবেন না।  এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি শুধুমাত্র মাত্রই প্রিপেইড গ্রাহকদের জন্য। 

আপনি প্রিপেইড সিম থেকে অন্য যে কোন প্রিপেইড সিমে অথবা পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে পোস্টপেইড সিম থেকে যে কোন প্রিপেইড হোক বা পোস্টপেইড কোন সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

GP Balance Transfer Pin Code Forgot (জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন কোড ভুলে গিয়েছি)

জিপি ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে পিন কোড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পিন কোড ছাড়া আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। তবে আপনি যদি পিন কোডটি ভুলে যান সে ক্ষেত্রে কি উপায় আছে?  

গ্রামীণফোন তার গ্রাহকদের সুবিধার্থে ব্যালেন্স ট্রান্সফার এর পিন কোড পরিবর্তন করার সুবিধা দিয়েছে। তাই আপনি যদি ব্যালেন্স ট্রান্সফারের পিন কোড ভুলে গিয়ে থাকেন তাহলে প্রথমে আপনি *121*1500# ডায়াল করবেন এবং পরে “3” প্রেস করবেন। এরপর পরবর্তী সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে পিন কোড  পরিবর্তন করে নিবেন।

GP Balance Transfer Pin Reset (জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট)

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে গেলে ব্যালেন্স ট্রান্সফার পিন কোড ছাড়া  আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। তবে যদি আপনি পিন কোড ভুলে যান  সে ক্ষেত্রে আপনাকে পিন কোড রিসেট করে নিতে হবে এবং নতুন পিন কোড সেট করতে হবে। চলুন পিনকোড রিসেট করার প্রক্রিয়াটি ধাপে বুঝে নেইঃ

  • প্রথমে ফোনের ডাল অপশনে চলে যান।
  • এরপর *121*1500# ডায়াল করুন এবং পরবর্তীতে “3” প্রেস করুন।
  • তারপর আপনার নতুন পিন কোড টাইপ করুন এবং কনফার্ম করুন।
  • পুনরায় আপনার নতুন পিন কোডটি টাইপ করুন এবং কনফার্ম করুন।
  • সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং সেখানে লেখা থাকবে পিন কোড সফলভাবে পরিবর্তন হয়েছে।
  • আপনি যদি পিন কোড ভুলে গিয়ে থাকেন তাহলে এভাবে খুব সহজেই আপনার জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করে নিতে পারবেন।

GP Balance Transfer Rules (জিপি ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম কানুন)

  • কাস্টমারগনকে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসে রেজিস্ট্রেশন করার জন্য *121*1500# ডায়াল করতে হবে এবং “1” প্রেস করতে হবে।
  • ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কাস্টমারগানকে *121*1500# ডায়াল করতে হবে এবং “2” প্রেস করতে হবে।
  • পিন পরিবর্তন করার জন্য কাস্টমারগনকে *121*1500# ডায়াল করতে হবে এবং 3 প্রেস করতে হবে।
  • সার্ভিসটি পাওয়ার জন্য কাস্টমারের সিমটি অবশ্যই ৬ মাসের বেশি পুরাতন অথবা নতুন সিমে ৩০০ টাকার বেশি রিচার্জ হতে হবে।
  • ব্যালেন্স ট্রান্সফারের লিমিট সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।
  • এক মাসে সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
  • শুধুমাত্র জিপি প্রিপেইড গ্রাহকগণ তাদের প্রিপেইড সিম থেকে জিপি যেকোন প্রিপেইড অথবা পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
  • অন্য কোন খরচ/পরিষেবা চার্জ প্রযোজ্য হবে না। যদি একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে ৫০ টাকা পাঠায়, তাহলে প্রাপক ৫০ টাকা পাবেন।

GP Balance Transfer Limit (জিপি ব্যালেন্স ট্রান্সফার লিমিট)

গ্রামীণফোন কোম্পানি তার গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার সিস্টেমটি চালু করেছে।  তবে এই ক্ষেত্রে তারা কিছু লিমিটেশন দিয়ে দিয়েছে যাতে করে কেউ এই সুবিধাটির অপব্যবহার না করতে পারে। তো চলুন দেখে নিন গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে কি কি লিমিটেশন দিয়েছেঃ

  • আপনি ১ মাসে সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্রান্সফার করতে  পারবেন।
  • আপনি একবারে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
  • ব্যালেন্স ট্রান্সফার শুধুমাত্র জিপি প্রিপেইড সিম থেকেই করা সম্ভব। আপনি যদি পোস্টপেইড সিম ব্যবহার করে থাকেন তবে আপনার সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

Balance Transfer GP to Robi (জিপি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার)

আমরা অনেকেই আমাদের সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চাই,  তবে আমাদের মাঝে অনেকেই জানেন না যে এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়।  

আপনি যদি জিপি প্রিপেইড সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার সিম থেকে অন্য একটি জিপি প্রিপেইড সিমে অথবা পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  তাছাড়া আপনি যদি আপনার জিপি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তবে সেটি সম্ভব নয়।

GP to Airtel Balance Transfer (জিপি থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার)

একই কোম্পানির একটি সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার সম্ভম তবে, এক কোম্পানির সিম থেকে অন্য কোম্পানির সিমে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব নয়।  আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনি শুধুমাত্র অন্য গ্রামীণফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  

আবার আপনি যদি এয়ারটেল সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি আপনার সিম থেকে অন্য একটি এয়ারটেল সিমে ব্যালেন্সটা  ট্রান্সফার করতে পারবেন। তবে জিপি থেকে এয়ারটেলে বা এয়ারটেল থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব নয়।

GP Balance Transfer to Bkash (জিপি থেকে বিকাশে ব্যালেন্স ট্রান্সফার)

আমি ইতিপূর্বেই আপনাকে বলেছি যে জিপি প্রিপেইড সিম থেকে শুধুমাত্র জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব। এছাড়া আর কোন অপারেটরে বা বিকাশে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব না।  তবে আপনি যদি বিকাশ থেকে আপনার সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেটি সম্ভব। ম্যানুয়াল  কোড ডায়াল পদ্ধতি ছাড়া বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার জিপি সিমে রিচার্জ করতে পারবেন।  

এর জন্য আপনার  বিকাশ অ্যাপের মেনু থেকে চলে যেতে হবে মোবাইল রিচার্জ অপশনে।  এরপর আপনার জিপি সিমের নাম্বারটি টাইপ করতে হবে।  তারপর টাকার পরিমাণ লিখতে হবে এবং তারপরে আপনার বিকাশের পিন কোডটি দিতে হবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার জিপি সিমে বিকাশ থেকে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে।

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ চলুন জিপি ব্যালেন্স ট্রান্সফার  সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাকঃ

জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড কত?

জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড হলো *121*1500#

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবো কিভাবে?

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে *121*1500# ডায়াল করতে হবে এবং তারপর “2” প্রেস করতে হবে। 

জিপি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসে রেজিস্ট্রেশন করব কিভাবে?

জিপি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে *121*1500# ডায়াল করতে হবে এবং তারপর “1” প্রেস করতে হবে।

জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করব কিভাবে?

জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করার জন্য আপনাকে *121*1500# ডায়াল করতে হবে এবং তারপর “3” প্রেস করতে হবে।

জিপি ব্যালেন্স ট্রান্সফার ফি কত?

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে কোন ফি কাটা হয় না।  আপনি যদি ৫০ টাকা পাঠান তাহলে প্রাপক সেই ৫০ টাকায় পাবে।

জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার লিমিট কত?

জিপি সিমে আপনি একবারে সর্বনিম্ন দশ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  এবং এক মাসে আপনি সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

আমার জিপি সিম কি ব্যালেন্স ট্রান্সফার করার যোগ্য?

জিপি সকল প্রিপেইড গ্রাহকগণ যাদের সিমের  বয়স ৬ মাসের বেশি অথবা নতুন সিমে ৩০০ টাকার বেশি রিচার্জ করা হয়েছে সেই সকল সিম থেকেই ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব।

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে জিপি ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কিত সকল সমস্যার সমাধান বলে দিয়েছি। এবং ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের জিপি সিম থেকে অন্য একটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। এছাড়াও ব্যালেন্স ট্রান্সফার পিন কোড ভুলে গেলে কিভাবে পিন কোড রিসেট করবেন সেটাও বুঝিয়ে দিয়েছি।  

আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।  এবং কোন কিছু যদি জানার থাকে বা আমাদের জন্য কোন সাজেশন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। 

মন্তব্য করুন

Top