Teletalk Number Check Code/USSD | টেলিটক নাম্বার চেক কোড

Teletalk Number Check: টেলিটক নাম্বার চেক সম্পর্কিত আর্টিকেলে আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে, আমরা USSD কোড, এসএমএস এবং অনলাইন রিসোর্স ব্যবহার করে অনায়াসে আপনার টেলিটক নম্বর চেক করার জন্য উপলব্ধ বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। 

টেলিটক নম্বর চেক কোড এবং আমাদের ধাপে ধাপে নির্দেশাবলী কাজটিকে সহজ করবে৷ আপনার টেলিটক ফোন নম্বর নিশ্চিত করার ঝামেলামুক্ত উপায়গুলি আবিষ্কার করুন, এই ডিজিটাল যুগে আপনি সংযুক্ত এবং অবহিত থাকা নিশ্চিত করুন৷

Teletalk Number Check Code/USSD Online 2024 (টেলিটক নাম্বার চেক কোড)

  • টেলিটক সিমের নাম্বার চেক করার কোড হল *551#

বাংলালিংক নাম্বার চেক কোড

আপনার টেলিটক নম্বরটি দ্রুত উন্মোচন করতে, আপনি সুবিধাজনক USSD কোড *551# ব্যবহার করতে পারেন। টেলিটক সিমের নাম্বার দ্রুত চেক করতে এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার টেলিটক সিম থেকে কেবল *551# ডায়াল করুন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার টেলিটক নম্বরটি ফোনের স্ক্রিনে প্রদর্শিত হবে। 

এই ঝামেলা-মুক্ত পদ্ধতিটি তাদের জন্য আদর্শ যারা তাদের টেলিটক সিমের নম্বর চেক করার জন্য দ্রুত এবং সরাসরি সমাধান পছন্দ করেন।এছাড়া আপনি MY TELETALK অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখে নিতে পারেন। টেলিটক সিমের আরো কিছু গুরুত্বপূর্ণ কোড নিচে দেওয়া হলঃ 

  • টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড *152#
  • টেলিটক সিমের মিনিট ব্যালেন্স চেক করার কোড *152#
  • টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *152#
  • টেলিটক সিমের এসএমএস এবং এমএমএস চেক করার কোড *152#
  • এসএমএস এর মাধ্যমে টেলিটক সিমের নাম্বার দেখতে “P” লিখে 154 নাম্বারে এসএমএস করতে হবে। 
  • টেলিটক কাস্টমার কেয়ারের নাম্বার 121

Teletalk Number Check by SMS / SMS Code (এসএমএসের মাধ্যমে টেলিটক নাম্বার চেক)

টেলিটক সিমের নাম্বার চেক করা খুবই সহজ। শুধুমাত্র একটি কোড *551# ডায়াল করার মাধ্যমে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখে নিতে পারেন। তবে টেলিটক সিমের নাম্বার চেক করার আরো একটি মাধ্যম রয়েছে সেটি হল এসএমএস। এসএমএস এর মাধ্যমে টেলিটক সিমের নাম্বার দেখতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ 

  1. প্রথমে আপনাকে ফোনের এসএমএস অপশনে যেতে হবে। 
  2. মেসেজ বডিতে “P” লিখতে হবে এবং প্রাপকের নাম্বার এর জায়গায় 154 লিখতে হবে। 
  3. তারপর “Send” বাটনে চাপ দিয়ে মেসেজটি পাঠাতে হবে। 
  4. সাথে সাথেই আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএস এ আপনার সিমের নাম্বারটি লেখা থাকবে। 

এভাবে এসএমএস এর মাধ্যমে খুব সহজে টেলিটক সিমের নাম্বার চেক করা যায়। 

How to Check Teletalk Number / My Phone Number / Teletalk Sim Number Check (কিভাবে টেলিটক সিমের নাম্বার চেক করব)

ইতিপূর্বেই আপনাকে বলেছি শুধুমাত্র একটি কোড *551# ডায়াল করে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখে নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে কিভাবে টেলিটক সিমের নাম্বার চেক করবেন সেটি ধাপে ধাপে বুঝিয়েছি। এখন চলুন কোড ডায়ালের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার চেক করার প্রক্রিয়াটি শিখিঃ

  1. প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশন এ যেতে হবে। 
  2. এরপর কিপ্যাডের মাধ্যমে *551# টাইপ করতে হবে। 
  3. তারপর “Call” বাটনে চাপ দিয়ে কোডটি ডায়াল করতে হবে। 
  4. কোডটি ডায়াল করা সম্পন্ন হলে সাথে সাথেই ফোনের স্ক্রিনে আপনার টেলিটক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে। 

এভাবে কোড ডায়ালের মাধ্যমে খুব সহজেই ফ্রিতে টেলিটক সিমের নাম্বার চেক করা যায়। তবে আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সিমের নাম্বার চেক করা আরো সহজ। MY TELETALK অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি চেক করতে পারেন। অ্যাপটি যদি আপনার ফোনে ইন্সটল করা না থাকে তাহলে নিজের পদক্ষেপ গুলো অনুসরণ করে MY TELETALK অ্যাপটি নিজের ফোনে ইন্সটল করে নিনঃ 

  1. প্রথমে ফোনের ডাটা কানেকশন অন করে নিতে হবে। 
  2. এরপর আপনাকে ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে। 
  3. প্লে স্টোরে গিয়ে MY TELETALK লিখে সার্চ করতে হবে। 
  4. সার্চ করার সাথে সাথেই MY TELETALK অ্যাপটি আপনার সামনে চলে আসবে। 
  5. এরপর “Install” বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। 
  6. ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হবে। 
  7. প্রথমবার লগইন করার ক্ষেত্রে আপনার সিমের নাম্বারটি প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে *551# ডায়াল করে সিমের নাম্বারটি দেখে তারপর অ্যাপে লগইন করুন।
  8. লগ ইন হয়ে গেলে অ্যাপের হোম পেজেই আপনি আপনার টেলিটক সিমের নাম্বার, ব্যালেন্স এবং অন্যান্য সকল তথ্য দেখতে পারবেন।

MY TELETALK অ্যাপটি ফোনে ইন্সটল করা থাকলে ফোনের ডাটা কানেকশন অন করে অ্যাপ এ ঢুকলেই অ্যাপের হোম পেজে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখতে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনার সিমের মূল ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এবং এসএমএস ব্যালেন্স দেখতে পেয়ে যাবেন। এর পাশাপাশি অ্যাপ থেকে আপনি সকল ধরনের অফার ক্রয় করতে পারবেন।

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন টেলিটক নাম্বার চেক সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর গুলো নিয়ে আলোচনা করা যাকঃ 

টেলিটক সিমের নাম্বার কিভাবে চেক করব? 

টেলিটক সিমের নাম্বার চেক করতে হলে ফোনের ডায়াল অপশন এ গিয়ে *551# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার সাথে সাথেই ফোনের স্ক্রিনে টেলিটক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে। 

টেলিটক সিমের মিনিট ব্যালেন্স চেক করব কিভাবে?

টেলিটক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *152# নম্বরে ডায়াল করতে হবে। এই কোডটি ডায়ালের মাধ্যমে টেলিটক সিমের মিনিট, ইন্টারনেট এবং এসএমএস ব্যালেন্স চেক করা যায়। 

টেলিটক কাস্টমার কেয়ার এর নাম্বার কত?

টেলিটক সিমের কাস্টমার কেয়ার এর নাম্বার হলো 121

আমি কিভাবে টেলিটক সার্ভিস চেক করতে পারি?

টেলিটক প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকগণ *152# ডায়াল করে টেলিটক সার্ভিস চেক করতে পারেন। 

আমি কিভাবে আমার পুরাতন টেলিটক সিম চালু করতে পারি?

পুরাতন টেলিটক সিম পুনরায় চালু করতে হলে গ্রাহকদেরকে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করতে হবে। পুরাতন টেলিটক সিম পুনরায় চালু করার মাধ্যমে গ্রাহকগণ টেলিটক বন্ধ সিমের অফার গুলো পাওয়ার জন্য যোগ্য হবেন যা নির্দিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে নিতে হবে। 

সমাপ্তি

বন্ধুগণ!  আজকের এই আর্টিকেলটিতে আপনাদেরকে টেলিটক নাম্বার চেক সম্পর্কিত সকল সমস্যার সমাধান দিয়েছি। কিভাবে খুব সহজেই টেলিটক সিমের নাম্বার চেক করা যায় সেই বিষয়গুলো দেখিয়েছি। পাশাপাশি কিভাবে আপনি টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে পারেন এবং MY TELETALK অ্যাপ ইন্সটল করে টেলিটকের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারেন সেই বিষয়টিও বুঝিয়ে দিয়েছি। 

আর্টিকেলটি পড়ে ভালো লাগলে আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।  

মন্তব্য করুন

Top