Banglalink Internet Setting: “বাংলালিংক ইন্টারনেট সেটিং”-এর একটি বিস্তৃত নির্দেশিকাতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার বাংলালিংক সিমে ইন্টারনেট সার্ভিস চালু করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।
আজকের ডিজিটালভাবে সংযুক্ত বিশ্বে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট অ্যাক্সেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একজন নতুন বাংলালিংক গ্রাহক হন বা আপনার ইন্টারনেট অভিজ্ঞতা অপ্টিমাইজ করতে চাচ্ছেন, এই আর্টিকেলটি আপনার ওয়ান-স্টপ রিসোর্স।
এই আর্টিকেলে আমরা আপনাকে বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড জানাবো, অটোমেটিক এবং ম্যানুয়াল ভাবে কিভাবে বাংলালিংক সিমে ইন্টারনেট চালু করবেন সেই বিষয়টি বুঝিয়ে দেব।
Contents
- 1 Banglalink Internet Setting Code Number (Dial Code) / How to Get Banglalink Internet Settings (বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড নাম্বার)
- 2 Banglalink Internet Setting Manual / Banglalink APN Setting (ম্যানুয়াল ভাবে বাংলালিংক ইন্টারনেট সেটিং করার পদ্ধতি)
- 3 Banglalink Internet Setting iphone (আইফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং)
- 4 Banglalink MMS Setting iphone (আইফোনে বাংলালিংক এম এম এস সেটিং)
- 5 APN Settings (Internet Settings) for Banglalink on Blackberry (ব্ল্যাকবেরিতে বাংলালিংক ইন্টারনেট সেটিং)
- 6 Banglalink Internet Setting Automatic (অটোমেটিক বাংলালিংক ইন্টারনেট সেটিং)
- 7 কমন প্রশ্নোত্তর
- 8 সমাপ্তি
Banglalink Internet Setting Code Number (Dial Code) / How to Get Banglalink Internet Settings (বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড নাম্বার)
- বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড হল 3343
- বাংলালিংক ইন্টারনেট সেটিংস পাওয়ার জন্য “ALL” লিখে 3343 নম্বরে এসএমএস করতে হবে।
আপনি আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিং এসএমএস এর মাধ্যমে পেতে চাইলে ফোনের মেসেজ অপশনে গিয়ে “ALL” লিখে 3343 নম্বরে এসএমএস করতে হবে। এসএমএস সঠিকভাবে পাঠানো হলে সাথে সাথে আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসে আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিং করার জন্য প্রয়োজনীয় APN সেটিংগুলো লেখা থাকবে।
Banglalink 4G/3G Activate Code:
- বাংলালিংক সিমের 3G চালু করার জন্য *5000*545# ডায়াল করুন।
- বাংলালিংক সিমে 4G চালু করার জন্য *5000*44# ডায়াল করে “1” দিয়ে রিপ্লাই করুন।
Banglalink Internet Setting Manual / Banglalink APN Setting (ম্যানুয়াল ভাবে বাংলালিংক ইন্টারনেট সেটিং করার পদ্ধতি)
বর্তমান স্মার্টফোনগুলোতে সাধারণত ম্যানুয়াল ভাবে ইন্টারনেট সেটিং করার প্রয়োজন হয় না। তবে কিছু কিছু স্মার্টফোন যেমন Samsung Galaxy ফোনে ম্যানুয়াল ভাবে ইন্টারনেট সেটিং করে নিতে হয়। অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য ইন্টারনেট সেটিং আলাদা হয়ে থাকে।
Banglalink Internet Setting Android (4G) (অ্যান্ড্রয়েড ফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং)
আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে “Access point Names” এ যেতে হবে।
- “Access point Names” এ যাওয়ার জন্য এটি অনুসরণ করুনঃ Settings -> More ->Mobile Network -> Access point Names -> + (নতুন Access point তৈরি করার জন্য)
- এবার আপনাকে একটি নতুন Access point তৈরি করতে হবে।
নতুন Access point তৈরি করতে নিচের তথ্যগুলো ব্যবহার করুনঃ
সেটিং | তথ্য |
---|---|
Name | Banglalink 4G |
APN | blweb |
Proxy | No Changes |
Port | No Changes |
Username | No Changes |
Password | No Changes |
Server | No Changes |
MMSC | No Changes |
MMS Proxy | No Changes |
MMS Port | No Changes |
MCC | 470 |
MNC | 03 |
Authentication Type | No Changes |
APN Type | default |
APN Protocol | IPv4 |
APN Roaming Protocol | IPv4 |
Bearer | Unspecified |
Banglalink MMS Setting Android (এন্ড্রয়েড ফোনে বাংলালিংক এমএমএস সেটিং)
ইন্টারনেট সেটিং করার পাশাপাশি আপনি যদি এমএমএস ব্যবহার করতে চান তার জন্য আলাদাভাবে এমএমএস সেটিং করে নিতে হবে। এন্ড্রয়েড ফোনে এমএমএস সেটিং করার জন্য ইন্টারনেট সেটিং করার মত নতুন Access point তৈরি করতে হবে। পূর্বের পদক্ষেপ গুলি অনুসরণ করেন নতুন Access point তৈরি করার ফাংশনে যাবেন এবং এমএমএস সেটিং করার জন্য Access point তৈরি করার ক্ষেত্রে নিচের তথ্যগুলো ব্যবহার করবেনঃ
সেটিং | তথ্য |
---|---|
Name | Banglalink MMS |
APN | blmms |
Proxy | No Changes |
Port | No Changes |
Username | No Changes |
Password | No Changes |
Server | No Changes |
MMSC | http://mmsc1:10021/mmsc/01 |
MMS Proxy | 10.10.55.34 |
MMS Port | 8799 |
MCC | 470 |
MNC | 03 |
Authentication Type | No Changes |
APN Type | mms |
APN Protocol | IPv4 |
APN Roaming Protocol | IPv4 |
Bearer | Unspecified |
Banglalink Internet Setting iphone (আইফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং)
অ্যান্ড্রয়েড ফোনের থেকে আইফোনের সেটিংগুলো একটু আলাদা হয়ে থাকে। তাই এন্ড্রয়েড ফোনে এবং আইফোনে ইন্টারনেট সেটিং করা একটু আলাদা হয়ে থাকে। আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার আইফোনে বাংলালিংক ইন্টারনেট চালু করার জন্য নিচের পদক্ষেপ গুলো ধাপে ধাপে অনুসরণ করুনঃ
- প্রথমে আইফোনের মেইন স্ক্রিন থেকে “Settings” এ যেতে হবে।
- তারপর আপনাকে “General Menu” তে যেতে হবে।
- এরপর আপনাকে যেতে হবে “Network Menu” তে।
- তারপর আপনি “Cellular Data Network” এ যাবেন এবং ইন্টারনেট সেটিং এর জন্য নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করবেনঃ
- APN এর জায়গাতে “blweb” লিখুন।
- “User name” এবং “Password” এর ঘর খালি রাখুন।
- তারপর ডিভাইসটি রিস্টার্ট করুন।
এভাবে খুব সহজে আপনি আপনার আইফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং করতে পারেন।
Banglalink MMS Setting iphone (আইফোনে বাংলালিংক এম এম এস সেটিং)
আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আইফোনে বাংলালিংক এমএমএস চালু করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
- MMS এর জায়গায় লিখুন “blmms”
- MMSC এর জায়গায় লিখুনঃ http://mmsc1:10021/mmsc/01
- MMS Proxy এর জায়গায় লিখতে হবেঃ 10.10.55.34:8799
- MMS Max Message Size: 1048576
- হয়ে গেলে বের হওয়ার জন্য ”Network” এ ক্লিক করুন।
এভাবে খুব সহজেই আপনি আপনার আইফোনে বাংলালিংক এমএমএস চালু করতে পারেন।
APN Settings (Internet Settings) for Banglalink on Blackberry (ব্ল্যাকবেরিতে বাংলালিংক ইন্টারনেট সেটিং)
Blackberry ফোনের সেটিংস অ্যান্ড্রয়েড এবং আইফোনের থেকে আলাদা হয়ে থাকে। আপনি আপনার Blackberry ফোনে বাংলালিংক ইন্টারনেট সেটিং করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
- প্রথমে আপনাকে আপনার ডিভাইসের সেটিংস এ যেতে হবে এবং সেখান থেকে “Network Connections” এ যেতে হবে।
- এরপর “Mobile Network” অপশনে যেতে হবে এবং তারপর “Access point name” এ যেতে হবে।
- এরপর বাংলালিংক APN সেটিংস এর তথ্যগুলো লিখতে হবে এবং সেভ করতে হবে।
APN সেটিং করার জন্য নিচের তথ্যগুলো ব্যবহার করুনঃ
সেটিং | তথ্য |
---|---|
APN | blmms |
Username | No Changes |
Password | No Changes |
ইন্টারনেট সেটিং করার জন্য যেভাবে APN সেটিং করেছেন এমএমএস সেটিং করার জন্যেও ঠিক একই ভাবে আরো একটি APN সেটিং করতে হবে। এমএমএস চালু করার জন্য APN সেটিং করার ক্ষেত্রে নিচের তথ্যগুলো ব্যবহার করুনঃ
সেটিং | তথ্য |
---|---|
APN | blmms |
Username | No Changes |
Password | No Changes |
MMSC URL | http://mmsc1:10021/mmsc/01 |
Proxy URL | 10.10.55.34:8799 |
Proxy Username | No Changes |
Proxy Password | No Changes |
এখন, আপনাকে “Save” অপশনে ক্লিক করতে হবে এবং আপনার ব্ল্যাকবেরিতে বাংলালিংক APN সেটিংস সেভ করে হোম স্ক্রিনে ফিরে আসতে হবে।
Banglalink Internet Setting Automatic (অটোমেটিক বাংলালিংক ইন্টারনেট সেটিং)
বাংলালিংক সিমের দারুন একটি সুবিধা হল অটোমেটিক ভাবে আপনি আপনার বাংলালিংক ইন্টারনেট সেবা চালু করতে পারবেন। বাংলালিংক সিমে 3G চালু করার জন্য আপনাকে *5000*545# ডায়াল করতে হবে।
আর আপনি যদি 4G চালু করতে চান সেক্ষেত্রে *5000*44# ডায়াল করে “1” দিয়ে রিপ্লাই করতে হবে। এভাবে অটোমেটিক ভাবে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক সিমে ইন্টারনেট সেটিং করতে পারবেন।
কমন প্রশ্নোত্তর
বন্ধুগণ! চলুন বাংলালিংক ইন্টারনেট সেটিং সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
বাংলালিংক এর APN কি?
বাংলালিংক সিমের APN (Access Point Network) হল “blweb”
আমি আমার বাংলালিংক সিমটি কিভাবে 4G করতে পারি?
বাংলালিংক 3G সিমকে 4G সিমে রূপান্তরিত করতে হলে অবশ্যই আপনাকে আশেপাশের কোন সিম বিক্রেতার দোকানে যেতে হবে অথবা বাংলালিংক কাস্টমার কেয়ারে যেতে হবে। তাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেই তারা আপনার 3G সিমটি রিপ্লেস করে একটি 4G সিম দিবেন, সিমের নাম্বার আগেরটাই থাকবে।
বাংলালিংক সিমের APN সেটিংস কিভাবে পাব?
বাংলালিংক সিমের APN সেটিংস গুলো পাওয়ার জন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে “ALL” লিখে 3343 নম্বরে এসএমএস করতে হবে। এসএমএস সফল হলে সঙ্গে সঙ্গে আপনি একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসে বাংলালিংক APN সেটিংসগুলো লেখা থাকবে।
বাংলালিংক সিমে 4G কিভাবে চালু করবো?
বাংলালিংক সিমে 4G চালু করার জন্য *5000*44# ডায়াল করে “1” দিয়ে রিপ্লাই করতে হবে।
সমাপ্তি
বন্ধুগণ! এই আর্টিকেলটিতে আপনাদের সাথে বাংলালিংক ইন্টারনেট সেটিং সম্পর্কিত আপডেট তথ্যগুলো শেয়ার করেছি।আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনে সফলভাবে বাংলালিংক ইন্টারনেট সেটিং করতে পেরেছেন।
আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।