Robi Internet Offer: ২০২৪ সালের হিসাবে, বাংলাদেশে প্রায় ৫৬.৪ মিলিয়ন রবি গ্রাহক রয়েছে। এটি গ্রামীণফোনের পর রবিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর করে তোলে।
রবির 4G গ্রাহক সংখ্যা ৩২.৪ মিলিয়ন, যা তার মোট গ্রাহক বেসের ৫৭%। এর মানে হল রবির অর্ধেকেরও বেশি গ্রাহক 4G পরিষেবা ব্যবহার করছেন। রবি ১৬,০০০ টিরও বেশি 4G সাইট সহ তার 4G নেটওয়ার্কের ৯৮.৫% জনসংখ্যা কভারেজ নিশ্চিত করেছে।
রবি প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন প্ল্যান অফার করে। এটি মোবাইল ব্যাংকিং, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল বিনোদনের মতো বিভিন্ন মূল্য সংযোজন পরিষেবাও অফার করে৷
আমার আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে রবি ইন্টারনেট অফার বা রবি এমবি অফার নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক।
Contents
- 1 Robi Internet Offer Check Code | Robi MB Offer (রবি ইন্টারনেট অফার চেক কোড । রবি এমবি অফার)
- 2 Robi Internet Package 30 Days (রবি ইন্টারনেট প্যাকেজ ৩০ দিন)
- 3 Robi Internet Offer 1GB 15 TK (রবি ইন্টারনেট অফার ১ জিবি ১৫ টাকা)
- 4 Robi Internet Offer 3 Days (রবি ইন্টারনেট অফার ৩ দিন)
- 5 Robi Internet Offer 7 Days (রবি ইন্টারনেট অফার ৭ দিন)
- 6 Robi Internet Balance Check Code (রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড)
- 7 Robi Internet Offer Auto Renew Off (রবি ইন্টারনেট অফার অটো রিনিউ বন্ধ করুন)
- 8 Robi Internet Settings (রবি ইন্টারনেট সেটিং)
- 9 Robi Customer Service (রবি কাস্টমার সার্ভিস)
- 10 কমন প্রশ্নোত্তর
- 11 শেষ কথা
Robi Internet Offer Check Code | Robi MB Offer (রবি ইন্টারনেট অফার চেক কোড । রবি এমবি অফার)
রবির সব ধরনের ইন্টারনেট অফার অথবা ইন্টারনেট প্যাকেজ চেক করার জন্য আপনাকে *4# অথবা *123*3# ডায়াল করতে হবে।এই কোডগুলো ডায়াল করলে আপনি রবির ইন্টারনেট অফার এর মেনুতে পৌঁছাবেন এবং সেখান থেকে আপনার পছন্দ মতাবেক যেকোনো ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন।
এছাড়া রবির অন্যান্য সকল অফার দেখার জন্য *999# ডায়াল করতে হবে। রবি অফার সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ কোড নিম্নে দেওয়া হলোঃ
- মেনুতে যেতে *121# অথবা *123# ডায়াল করতে হবে।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য *3# ডায়াল করতে হবে।
- অন নেট মিনিট চেক করার জন্য *222*2# ডায়াল করতে হবে।
- অফ নেট মিনিট চেক করার জন্য *222*9# ডায়াল করতে হবে।
- এছাড়াও এসএমএস চেক করার জন্য *222*12# ডায়াল করতে হবে।
আরও পড়ুনঃ রবি মিনিট অফার
Robi Internet Package 30 Days (রবি ইন্টারনেট প্যাকেজ ৩০ দিন)
হিসাব করলে দেখা যায় যে আমরা যদি দুই দিন তিন দিন অথবা এরকম স্বল্প মেয়াদের ইন্টারনেট অফার গুলো বারবার ক্রয় করে সারা মাস চালাতে চাই সেক্ষেত্রে আমাদের খরচটি একটু বেশি পড়ে যায়।
অন্যদিকে আমরা যদি পুরো মাসের ইন্টারনেট একবারে ক্রয় করে রাখি সেক্ষেত্রে আমাদের বারবার অফার খোঁজার প্রয়োজনও পড়ে না এবং আমাদের খরচও অনেক কম হয়। তাই আমরা অনেকেই ৩০ দিনের প্যাকেজ নিয়ে থাকি।
রবি সিমের ৩০ দিনের জন্য অনেক ধরনের ইন্টারনেট প্যাকেজ রয়েছে। কিছু ভালো ভালো প্যাকেজ নিম্নে দেওয়া হলোঃ
এমবি | মেয়াদ | দর | কোড |
---|---|---|---|
২০ GB + ৫০০ মিনিট | ৩০ দিন | ৳ ৬৪৯ | কিনুন |
৩ জিবি + ২৫০ মিনিট | ৩০ দিন | ৳ ২৯৯ | কিনুন |
১২ জিবি | ৩০ দিন | ৳ ৩৯৮ | কিনুন |
১ জিবি ইমো প্যাক | ৩০ দিন | ৳ ৫৮ | কিনুন |
১২ জিবি + ৩০০ মিনিট | ৩০ দিন | ৳ ৪৯৯ | কিনুন |
৩০ জিবি (১ জিবি দৈনিক) | ৩০ দিন | ৳ ৪৮৮ | কিনুন |
৬০ জিবি (২ জিবি দৈনিক) | ৩০ দিন | ৳ ৫৮৯ | কিনুন |
আরও দেখুনঃ নতুন ফোনে ফ্রী এমবি নেওয়ার নিয়ম
Robi Internet Offer 1GB 15 TK (রবি ইন্টারনেট অফার ১ জিবি ১৫ টাকা)
রবি সিমে স্বল্প টাকায় ইন্টারনেট অফার এর মধ্যে ১ জিবি ১৫ টাকা এই অফারটি খুবই জনপ্রিয়। আপনি যদি ১৫ টাকায় ১ জিবি ইন্টারনেট নিতে চান তাহলে আপনাকে *123*0015# ডায়াল করতে হবে।
আর আপনি যদি এই প্যাকেজটির ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে *123*3*5# ডায়াল করতে হবে।
Robi Internet Offer 3 Days (রবি ইন্টারনেট অফার ৩ দিন)
আমাদের মধ্যে অনেকেই স্বল্পমেয়াদ যেমন ৩ দিনের ইন্টারনেট অফার খুঁজে থাকে। রবি সিমে তিন দিন মেয়াদের অনেক অফার থাকে। ৩ দিনের জন্য কিছু ভালো ইন্টারনেট অফার নিম্নে দেওয়া হলোঃ
এমবি | মেয়াদ | দর | কোড |
---|---|---|---|
৩ জিবি (১ জিবি দৈনিক) | ৩ দিন | ৳ ৬৭ | কিনুন |
২ জিবি | ৩ দিন | ৳ ৬৮ | কিনুন |
৪ জিবি | ৩ দিন | ৳ ৮৮ | কিনুন |
৮ জিবি | ৩ দিন | ৳ ৯৮ | কিনুন |
১৪ জিবি | ৩ দিন | ৳ ১১৮ | কিনুন |
১ জিবি | ৩ দিন | ৳ ৪৮ | কিনুন |
৬ জিবি + ৬০ মিনিট | ৩ দিন | ৳ ১১৯ | কিনুন |
Robi Internet Offer 7 Days (রবি ইন্টারনেট অফার ৭ দিন)
আমাদের মধ্যে অনেকেই ৭ দিনের ইন্টারনেট অফার ক্রয় করে থাকেন। নিম্নে রবি সিমের ৭ দিনের জন্য কিছুই ইন্টারনেট অফার দেওয়া হলোঃ
এমবি | মেয়াদ | দর | কোড |
---|---|---|---|
২৬ জিবি | ৭ দিন | ৳ ২০৮ | কিনুন |
৭ জিবি (১ জিবি দৈনিক) | ৭ দিন | ৳ ১৪৪ | কিনুন |
২০ জিবি | ৭ দিন | ৳ ১৯৮ | কিনুন |
৬ জিবি | ৭ দিন | ৳ ১৪৮ | কিনুন |
১১ জিবি | ৭ দিন | ৳ ১৬৮ | কিনুন |
১০ জিবি + ১৫০ মিনিট | ৭ দিন | ৳ ২১৯ | কিনুন |
১৪ জিবি(২ জিবি দৈনিক) | ৭ দিন | ৳ ১৭৮ | কিনুন |
Robi Internet Balance Check Code (রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড)
আমাদের মধ্যেও অনেকেই আছেন যারা রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন না। রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা খুবই সহজ, আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করেই আপনার রবি সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন।
রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে শুধুমাত্র *3# অথবা *8444*88# ডায়াল করতে হবে।
Robi Internet Offer Auto Renew Off (রবি ইন্টারনেট অফার অটো রিনিউ বন্ধ করুন)
আমাদের রবি সিমে ইন্টারনেট অটো রিনিউ চালু হয়ে গেলে সেটা আমাদের জন্য অনেক সময় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়।
তাই আমাদের অনেক সময় এই অটো রিনিউ সিস্টেমটি বন্ধ করতে হয়। তবে আমরা অনেকেই জানিনা রবি ইন্টারনেট অফার অটো রিনিউ কিভাবে বন্ধ করতে হয়। চলুন দেখে নিন কিভাবে রবি ইন্টারনেট অফার অটো রিনিউ বন্ধ করবেনঃ
সহজ উপায়টি হলো আপনি প্রথমে *8444# ডায়াল করবেন এবং “2” দিয়ে রিপ্লাই করবেন। তারপর আপনাকে “1” দিয়ে রিপ্লাই করতে হবে। তারপর আপনাকে “2” অথবা “1” দিয়ে রিপ্লাই করতে হবে। (2= প্ল্যান সাবস্ক্রিপশন বাতিল করার জন্য, 1= সাময়িকভাবে স্থগিত করার জন্য)
চলুন আরেকটু বিস্তারিতভাবে বুঝার চেষ্টা করিঃ
- *8444# ডায়াল করুন
- ‘Review current plan’ সিলেক্ট করুন
- অটো রিনিউয়াল চালু হয়ে থাকা প্ল্যান এর সিরিয়াল নাম্বার সিলেক্ট করুন (4MB/2GB/3GB ইত্যাদি, যে প্ল্যান একটিভ তার সিরিয়াল নম্বর)
- প্ল্যানটি সাময়িকভাবে স্থগিত করার জন্যে “1” দিয়ে রিপ্লাই করতে হবে। এক্ষেত্রে প্ল্যানটি সাময়িকভাবে স্থগিত হবে, কিন্তু আপনার প্ল্যানটি চালু থাকবে
- আপনি যদি প্ল্যানটি পুরোপুরি ভাবে বাতিল করতে চান তাহলে আপনাকে “2” দিয়ে রিপ্লাই করতে হবে। এক্ষেত্রে প্ল্যানটি একেবারে বন্ধ হয়ে যাবে।
Robi Internet Settings (রবি ইন্টারনেট সেটিং)
অনেক সময় দেখা যায় আমাদের হ্যান্ডসেটে অটোমেটিক ভাবে ইন্টারনেট সেবা চালু হয় না।এক্ষেত্রে আমরা যে সিম ব্যবহার করে থাকি সেই সিম দিয়ে ডায়াল অথবা এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিসটি চালু করতে হয়। তো চলুন দেখি কিভাবে রবি ইন্টারনেট সেটিং করতে হয়ঃ
- সহজ মেনুর মাধ্যমে ইন্টারনেট সেটিং করার জন্য আপনাকে *140*7*1# ডায়াল করতে হবে
- এসএমএসের মাধ্যমে WAP, MMS অথবা ইন্টারনেট সেটিং করার জন্য “ALL” লিখে “1227” নম্বরে এসএমএস করতে হবে।
- ইন্টারনেট সেটিং এর জন্য “Internet” লিখে “1227” নম্বরে এসএমএস করতে হবে।
- WAP সেটিং এর জন্য “WAP” লিখে “1227” নম্বরে এসএমএস করতে হবে।
- MMS সেটিং এর জন্য “MMS” লিখে “1227” নম্বরে এসএমএস করতে হবে।
Robi Customer Service (রবি কাস্টমার সার্ভিস)
অনেক সময় আমরা আমাদের রবি সিম নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই বা আমরা অনেক কিছু বুঝিনা। এক্ষেত্রে আমাদের কাস্টমার ম্যানেজার এর সাথে কথা বলার প্রয়োজন হয়ে থাকে। তো চলুন দেখে নিন কিভাবে রবি কাস্টমার সার্ভিস এর সঙ্গে যোগাযোগ করবেনঃ
- কমপ্লেন করার জন্য 158 (ফ্রী) এ কল করতে হবে।
- রবি সিম থেকে সরাসরি 123 এ কল করতে পারেন।
- অন্যান্য যেকোনো নাম্বার থেকে কল করতে চাইলে এই নাম্বারে কল করুনঃ 01819 400400
কমন প্রশ্নোত্তর
চলুন রবি ইন্টারনেট সম্পর্কিত কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরসমূহ নিয়ে আলোচনা করা যাকঃ
রবি ইন্টারনেট অফার চেক করব কিভাবে?
রবি ইন্টারনেট অফার চেক করার জন্য আপনাকে *4# অথবা *123*3# ডায়াল করতে হবে।
রবি অন নেট কিভাবে চেক করে?
রবি সিমে অন নেট চেক করার জন্য আপনাকে *222*2# ডায়াল করতে হবে।
রবি অফ নেট মিনিট কিভাবে চেক করে?
রবি সিমের অফ নেট মিনিট চেক করার জন্য আপনাকে *222*9# ডায়াল করতে হবে।
রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স কিভাবে চেক করতে হয়?
রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *3# অথবা *8444*88# ডায়াল করতে হবে।
রবি ইন্টারনেট সেটিং কিভাবে করতে হয়?
রবি সিমে ইন্টারনেট সেটিং করার জন্য আপনাকে *140*7*1# ডায়াল করতে হবে। অথবা আপনি “ALL” লিখে “1227” নম্বরে এসএমএস করতে পারেন।
রবি কাস্টমার সার্ভিসের কোড কত?
রবি কাস্টমার সার্ভিসের কোডটি হল 123
শেষ কথা
বন্ধুগণ আমার এই আর্টিকেলে আমি আপনাদেরকে রবি সিমের ইন্টারনেট অফার সম্পর্কিত সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। ৩ দিন ৭ দিন অথবা ৩০ দিনের জন্য সবথেকে ভালো ইন্টারনেট বা এমবি অফার গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এছাড়া আপনার যদি আমাদের জন্য কোন কিছু সাজেশন অথবা আমাদের থেকে কোন কিছু জানার থাকে তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।