নতুন ফোনে ফ্রী এমবি নেওয়ার নিয়ম | New Mobile Free Internet

নতুন ফোনে ফ্রী এমবি (ইন্টারনেট) নেওয়ার নিয়ম সম্পর্কিত আরটিকেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশের তিনটি জনপ্রিয় টেলিকম কোম্পানি রবি, এয়ারটেল, এবং বাংলালিংক নতুন ফোনে তার গ্রাহকদের দিচ্ছে ফ্রী ইন্টারনেট চালানোর সুবিধা।

New Phone Free MB
New Mobile Free Internet

যেকোনো ব্র্যান্ডের 4G বা 5G মোবাইল কিনলেই নিতে পারবেন এই ফ্রী এমবি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নতুন মোবাইলে ফ্রী ইন্টারনেট নিতে হয়।

নতুন ফোনে বাংলালিংক সিমে ফ্রী এমবি নেওয়ার নিয়ম | Banglalink Sim

আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি নতুন মোবাইল কিনে সাথে সাথে 4GB (3GB টফি + 1GB 4G) ইন্টারনেট নিতে পারবেন। এছাড়াও প্রতি মাসে 1GB করে ফ্রী ইন্টারনেট নিতে পারবেন যার মেয়াদ থাকবে 7 দিন।

New phone free MB on Banglalink Sim
New Phone Free MB on Banglalink Sim

নিচের পদক্ষেপগুলো অনুসরন করে নতুন ফোনে বাংলালিংক সিমে ফ্রী এমবি নিয়ে নিনঃ

  • প্রথমে আপনার বাংলালিংক সিমটি নতুন মোবাইলের সিম স্লট 1 এ লাগাতে হবে
  • তারপর আপনার বাংলালিংক সিম দিয়ে *5000*521# ডায়াল করতে হবে।
  • সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের মধ্যেই ফ্রী ইন্টারনেট এর এসএমএস চলে আসবে।
  • আপনি 7 দিন মেয়াদে 4GB (3GB টফি + 1GB 4G) ইন্টারনেট পেয়ে যাবেন।
  • এছাড়াও পরবর্তী 11 মাস যাবত প্রতিমাসে *5000*523# / *121*702# ডায়াল করলেই 1GB করে ডাটা ফ্রী পাবেন যার মেয়াদ থাকবে 7 দিন

আরও দেখুনঃ 16,000 টাকার মধ্যে সেরা মোবাইল কোনগুলো?

নতুন মোবাইলে রবি সিমে ফ্রী এমবি নেওয়ার নিয়ম | Robi Sim

আপনি রবি গ্রাহক হয়ে থাকলে আপনার নতুন মোবাইলে 12 মাসে 20 জিবি বোনাস পাবেন। প্রথম মাসে 4GB এবং পরবর্তী 11 মাস 1GB যেকোনো + 1GB Binge 6 মাসের জন্য, মেয়াদ 7 দিন।

Free MB on New Mobile on Robi Sim
Robi Sim Free MB on New Mobile

নিচের পদক্ষেপগুলো অনুসরন করে আপনার নতুন মোবাইলে রবি সিমে ফ্রী ইন্টারনেট নিতে পারবেনঃ

  • প্রথমে রবি সিমটি আপনার নতুন মোবাইলের সিম স্লট 1 এ লাগাতে হবে।
  • এরপর রবি সিম দিয়ে *21291*21# ডায়াল করতে হবে।
  • সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনি 4 জিবি ডাটা পেয়ে যাবেন যার মেয়াদ 7 দিন। (3 জিবি রেগুলার + 1 জিবি Binge অ্যাপ)
  • প্রতি মাসে এই কোড ডায়াল করলে 2 জিবি (1 জিবি রেগুলার + 1 জিবি Binge) ফ্রী ইন্টারনেট পাবেন যার মেয়াদ থাকবে 7 দিন।
  • তাছাড়া Binge অ্যাপ এর সকল প্রিমিয়াম কন্টেন্ট প্রথম তিন মাস একদম ফ্রীতে দেখতে পারবেন।

আরও দেখুনঃ 20,000 টাকার মধ্যে সেরা মোবাইল কোনগুলো?

এয়ারটেল সিমে ফ্রী ইন্টারনেট নেওয়ার নিয়ম | Airtel Sim

আপনি এয়ারটেল গ্রাহক হয়ে থাকলে রবি সিমের মতো আপনার নতুন মোবাইলে 12 মাসে 20 জিবি বোনাস পাবেন। প্রথম মাসে 4GB এবং পরবর্তী 11 মাস 2GB করে প্রতিমাসে পাবেন, মেয়াদ 7 দিন।

নিচের পদক্ষেপগুলো অনুসরন করে আপনার নতুন মোবাইলে এয়ারটেল সিমে ফ্রী ইন্টারনেট নিতে পারবেনঃ

  • প্রথমে এয়ারটেল সিমটি আপনার নতুন মোবাইলের সিম স্লট 1 এ লাগাতে হবে।
  • এরপর এয়ারটেল সিম দিয়ে *21291*21# ডায়াল করতে হবে।
  • কিছুক্ষনের মধ্যে আপনি 4 জিবি ডাটা পেয়ে যাবেন যার মেয়াদ 7 দিন।
  • প্রতি মাসে এই কোড ডায়াল করলে 2 জিবি করে ফ্রী ইন্টারনেট পাবেন যার মেয়াদ থাকবে 7 দিন।

এয়ারটেল রবি আজিয়াটা লিমিটেড এর নিজস্ব ব্র্যান্ড তাই অফারও একই।

এভাবে নতুন ফোনে ফ্রী ইন্টারনেট নিতে হয়। আপনি নতুন মোবাইল কিনে টানা এক বছর ফ্রী ইন্টারনেট চালানোর সুযোগ পাচ্ছেন।

আরও দেখুনঃ Vivo Y21 মোবাইলের দাম কত?

আরও দেখুনঃ Realme C35 মোবাইলের দাম কত?

মন্তব্য করুন

Top