Airtel Internet Settings 2024 | এয়ারটেল ইন্টারনেট সেটিংস

Airtel Internet Settings: এয়ারটেল ইন্টারনেট সেটিংসের ওপর আমাদের বিস্তৃত নির্দেশিকাতে আপনাকে স্বাগতম! কিছু কিছু ফোন যেমন Samsung Galaxy তে অটোমেটিক ইন্টারনেট সেটিং হয় না, ম্যানুয়াল ভাবে ইন্টারনেট সেটিং করে নেওয়া লাগে। আপনি যদি আপনার এয়ারটেল সিমের মাধ্যমে এন্ড্রয়েড অথবা আইফোনে ইন্টারনেট সেটিং করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। 

এই আর্টিকেলে, আমরা এন্ড্রয়েড এবং আইফোন উভয় ডিভাইসের জন্য এয়ারটেল ম্যানুয়াল ইন্টারনেট সেটিংসগুলো দিয়েছি, যাতে আপনি খুব সহজেই আপনার ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগ চালু করতে পারেন। পাশাপাশি এয়ারটেল ইন্টারনেট সেটিংস এর ডায়াল কোড দিয়েছি যার মাধ্যমে আপনি ডায়াল করে ইন্টারনেট সেটিংসগুলো দেখতে পারেন। 

Airtel Internet Settings BD Dial Code (এয়ারটেল ইন্টারনেট সেটিংস কোড বাংলাদেশ)

  • বাংলাদেশের জন্য এয়ারটেল ইন্টারনেট সেটিংস কোড হল *121*3*7*1# 

এয়ারটেল সিম বাংলাদেশ ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও ব্যবহৃত হয়। সব দেশের জন্য ইউএসএসডি কোডগুলো এক হয় না। বাংলাদেশে এয়ারটেল ইন্টারনেট সেটিংস কোড হল *121*3*7*1#। 

বাংলাদেশ থেকে *121*3*7*1# ডায়াল করে অটোমেটিকভাবে আপনার ডিভাইসে এয়ারটেল ইন্টারনেট চালু করতে পারেন। প্রায় সব ধরনের ডিভাইসেই এই অটো ইন্টারনেট সেটিং কাজ করে। তবে আপনার ডিভাইসে যদি অটো ইন্টারনেট সেটিংস কাজ না করে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালভাবে ইন্টারনেট সেটিং করে নিতে পারেন।  

রবি ইন্টারনেট সেটিং

Airtel Manual Internet Setting For Download and Streaming Online (এয়ারটেল ম্যানুয়াল ইন্টারনেট সেটিং) 

যাদের ডিভাইসে অটো ইন্টারনেট সেটিং কাজ না করে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা খুব সহজেই ম্যানুয়াল ভাবে ইন্টারনেট সেটিং করে নিতে পারবেন। ম্যানুয়াল ভাবে এয়ারটেল ইন্টারনেট সেটিং করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ 

Airtel Internet Settings 4G Android / Airtel Internet APN Settings (এয়ারটেল ইন্টারনেট সেটিংস 4G অ্যান্ড্রয়েড)

আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে airtel ইন্টারনেট সেটিং করার জন্য আপনার ফোনে এক্সেস পয়েন্ট (Access point) এড করতে হবে। 

  • এক্সেস পয়েন্ট এড করার জন্য আপনাকে যেতে হবে  Settings -> More ->Mobile Network -> Access point – Names -> + (এড করার জন্য)
  • নিচের তথ্যগুলো ব্যবহার করে এক্সেস পয়েন্টটি লিখুনঃ 
সেটিংতথ্য
NameAirtel BD
APNinternet
ProxyNot Set
PortNot Set
UsernameNot Set
PasswordNot Set
ServerNot Set
MMSCNot Set
MMS ProxyNot Set
MMS PortNot Set
MCC470
MNC07
Authentication TypeNot Set
APN Typedefault
APN ProtocolIPv4
APN Roaming ProtocolIPv4
Enable/Disable APNAPN Enabled
BearerUnspecified
MVNO TypeNone
MVNO ValueNot set
  • এক্সেস পয়েন্টটি লেখা হয়ে গেলে সেভ করুন।
  • এক্সেস পয়েন্ট সেভ করার পরে আপনার ডিভাইসটি একবার রিস্টার্ট করুন।  

ডিভাইসটি রিস্টার্ট করার পরে আপনার ডিভাইসে এয়ারটেল ইন্টারনেট চালু হয়ে যাবে। আপনার সিমে ইন্টারনেট ব্যালেন্স থাকলে আপনি সফলভাবে ইন্টারনেট ব্রাউজিং এবং স্ট্রিমিং করতে পারবেন। এভাবে ম্যানুয়াল ভাবে খুব সহজেই এয়ারটেল ইন্টারনেট সেটিং করা যায়।  

Airtel MMS APN Settings for Android (অ্যান্ড্রয়েড এর এয়ারটেল এমএমএস এপিএন সেটিং)

ইতিমধ্যেই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে এয়ারটেল ইন্টারনেট সেটিং করা শিখিয়েছি। আপনি যদি এয়ারটেল এমএমএস চালু করতে চান তাহলে আপনাকে ইন্টারনেট সেটিং করার মত একই পদ্ধতিতে আরেকটি নতুন এক্সেস পয়েন্ট তৈরি করতে হবে। এমএমএসের জন্য এক্সেস পয়েন্ট তৈরি করতে নিচের তথ্যগুলো ব্যবহার করুনঃ  

সেটিংতথ্য
NameAirtel BD MMS
APNmms
ProxyNot Set
PortNot Set
UsernameNot Set
PasswordNot Set
ServerNot Set
MMSChttp://bd.airtel.com/
MMS Proxy10.128.5.6
MMS Port8080
MCC470
MNC07
Authentication TypeNot Set
APN Typemms
APN ProtocolIPv4
APN Roaming ProtocolIPv4
Enable/Disable APNAPN Enabled
BearerUnspecified
MVNO TypeNone
MVNO ValueNot set

Airtel Internet Settings for Iphone / Airtel Internet Configuration Settings (আইফোনের এয়ারটেল ইন্টারনেট সেটিংস)

অ্যান্ড্রয়েড ফোনের মত আইফোনেও এয়ারটেল ইন্টারনেট  চালু করতে আপনার এপিএন (APN) সেটিং করার প্রয়োজন হবে। এপিএন সেটিং করার জন্য আপনাকে যেতে হবে  Settings -> Cellular -> Cellular Data Network -> APN এবং নিচের তথ্যগুলো লিখুনঃ 

আইফোনে এমএমএস সেটিং করার জন্য নিচের তথ্যগুলো ব্যবহার করুনঃ 

সেটিংতথ্য
APNinternet
UsernameBlank
PasswordBlank

LTE Setup (Optional):

সেটিংতথ্য
APNBlank
UsernameBlank
PasswordBlank

Airtel Internet APN Settings for Windows Phone / Nokia Lumia (উইন্ডোজ ফোনের এয়ারটেল ইন্টারনেট এপিএন সেটিং)

ইতিমধ্যেই আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইফোনে এয়ারটেল ইন্টারনেট সেটিং করা শিখিয়েছি। তবে আপনি যদি উইন্ডোজ ফোন অথবা Nokia Lumia ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এয়ারটেল ইন্টারনেট সেটিং আর একটু আলাদা। 

উইন্ডোজ ফোন অথবা Nokia Lumia থেকে আপনাকে যেতে হবে Settings -> Network & Wireless -> Cellular & SIM 

Settings -> Add Internet APN

INTERNET APN | ইন্টারনেট এপিএন সেটিংস

সেটিংতথ্য
Profile NameAirtel BD
APNinternet
User nameBlank
PasswordBlank
Type of Sign-in InfoNone
IP TypeIPv4
Proxy server (URL)Blank
Proxy PortBlank

MMS APN | এমএমএস এপিএন সেটিংস

সেটিংতথ্য
Profile NameAirtel MMS
APNmms
User NameBlank
PasswordBlank
Type of Sing-in-infoNone
IP TypeIPv4
Proxy Server10.128.5.6
Proxy Port8080
MMSC (URL)http://bd.airtel.com/
MMSC PortBlank
Maximum MMS Size (KB)1024

Airtel Internet Settings SMS Code (এয়ারটেল ইন্টারনেট সেটিংস এসএমএস কোড)

ইতিপূর্বে আপনাকে বলেছি এয়ারটেল ইন্টারনেট সেটিংস এসএমএস কোড হল *121*3*7*1#। আপনি যদি অটোমেটিকভাবে এয়ারটেল ইন্টারনেট সেটিং করতে চান তাহলে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*3*7*1# নম্বরে ডায়াল করতে হবে। *121*3*7*1# ডায়াল করলে এসএমএস এর মাধ্যমে আপনি এয়ারটেল ইন্টারনেট সেটিংস কনফিগারেশন পাবেন। আপনাকে শুধু কনফিগারেশনটি সেভ করতে হবে, তাহলেই আপনার ডিভাইসে এয়ারটেল ইন্টারনেট চালু হয়ে যাবে। 

Airtel Internet Settings Uganda (এয়ারটেল ইন্টারনেট সেটিংস উগান্ডা)

সেটিংতথ্য
NameAirtel Internet
APNinternet
ProxyNot Set
PortNot Set
UsernameNot Set
PasswordNot Set
ServerNot Set
MMSCNot Set
MMS ProxyNot Set
MMS PortNot Set
MCC641
MNC01
Authentication TypeNot Set
APN Typedefault
APN ProtocolIPv4
APN Roaming ProtocolIPv4
Enable/Disable APNAPN Enabled
BearerUnspecified
MVNO TypeNone
MVNO ValueNot set

Airtel Internet Settings Zambia (এয়ারটেল ইন্টারনেট সেটিংস জাম্বিয়া)

সেটিংতথ্য
NameAirtel Zambia
APNinternet
ProxyNot Set
PortNot Set
UsernameNot Set
PasswordNot Set
ServerNot Set
MMSCNot Set
MMS ProxyNot Set
MMS PortNot Set
MCC(Keep default)
MNC(Keep default)
Authentication TypeNot Set
APN Typedefault
APN ProtocolIPv4
APN Roaming ProtocolIPv4
Enable/Disable APNAPN Enabled
BearerUnspecified
MVNO TypeNone
MVNO ValueNot set

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ! চলুন এয়ারটেল ইন্টারনেট সেটিংস সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর গুলো নিয়ে আলোচনা করা যাকঃ 

আমি কিভাবে এয়ারটেল ইন্টারনেট সেটিংস পাবো? 

এসএমএসের মাধ্যমে এয়ারটেল ইন্টারনেট সেটিংস পাওয়ার জন্য আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*3*7*1# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি এসএমএস এর মাধ্যমে এয়ারটেল ইন্টারনেট কনফিগারেশন পেয়ে যাবেন। 

আমার এয়ারটেল এমবিতে ইন্টারনেট চলছে না কেন?

যদি এমন হয় যে আপনার সিমে এমবি ব্যালেন্স রয়েছে অথচ ইন্টারনেট চলছে না সেক্ষেত্রে হতে পারে আপনার ডিভাইসটিতে অটো ইন্টারনেট সেটিংস হয়নি। এক্ষেত্রে আপনাকে আমাদের উপরে দেওয়া তথ্য মোতাবেক ম্যানুয়াল ভাবে ইন্টারনেট সেটিং করে নিতে হবে।  

বাংলাদেশে এয়ারটেল ইন্টারনেট সেটিং কোড কত? 

বাংলাদেশী এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিং করার কোড হল *121*3*7*1#। এটি ডায়াল করে খুব সহজেই অটোমেটিকভাবে ইন্টারনেট সেটিং পাওয়া যায়। 

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আপনাদেরকে এয়ারটেল ইন্টারনেট সেটিং সম্পর্কিত সকল আপডেট তথ্য শেয়ার করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের ইন্টারনেট চালু করতে সক্ষম হয়েছেন।  

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন। এছাড়াও কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। 

মন্তব্য করুন

Top