Airtel Balance Transfer 2024 | এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

Airtel Balance Transfer: এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কিত একটি বিস্তারিত আর্টিকেলে আপনাকে স্বাগতম!  আপনি যদি আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পরিকল্পনা করেন তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।

এই আর্টিকেলে আমরা এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার কোড শেয়ার করব। পাশাপাশি ব্যালেন্স ট্রান্সফার কোড ব্যবহার করে কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন সেই বিষয়টি ধাপে ধাপে বুঝিয়ে দেব।   

Airtel Balance Transfer Code 2024 (এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার কোড)

  • এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার কোড হলো 1000, ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে এই নম্বরে এসএমএস করতে হবে।  

এয়ারটেল তার গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য খুবই সহজ একটি প্রক্রিয়া তৈরি করেছে। আপনি শুধুমাত্র একটি এসএমএস করেই আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। 

এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে ফোনের মেসেজ অপশনে গিয়ে এভাবে মেসেজ লিখতে হবেঃ BTR XXXX (পিন – ঐচ্ছিক) 016XXXXXXXX (প্রাপকের মোবাইল নম্বর) 100 (টাকার পরিমান) এবং “1000” নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। তবে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফারের কিছু শর্তাবলী রয়েছে যা নিচে উল্লেখ করা হলোঃ 

 শর্তাবলীঃ 

  • শুধুমাত্র এয়ারটেল প্রিপেইড থেকে এয়ারটেল প্রিপেইড নম্বরে ব্যালেন্স ট্রান্সফার সম্ভব।
  • ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি পাওয়ার জন্য আপনার থিমটি অবশ্যই ৩০ দিনের বেশি ব্যবহৃত হতে হবে।
  • একবার ট্রানজেকশনে সর্বনিম্ন ৫ টাকায় এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।   
  • একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা এবং এক মাসে সর্বোচ্চ ১০০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। 
  • প্রেরকের ব্যালেন্স থেকে ২.৫৫ টাকা ভ্যাট কাটা হবে। 
  • প্রাপকের ব্যালেন্স থেকেও ২.৫৫ টাকা ভ্যাট কাটা হবে। 
  • ব্যালেন্স ট্রান্সফারের পরে প্রাপকের একাউন্ট ব্যালেন্সে সর্বনিম্ন ২.৫ টাকা থাকতে হবে।
  • কোন ধরনের সাহায্যের জন্য “HELP” লিখে “1000” নম্বরে এসএমএস পাঠাতে হবে। 

How to Transfer Balance on Airtel / Airtel Balance Transfer Registration Bangladesh (বাংলাদেশে ?)

পূর্বেই বলেছি আপনি শুধুমাত্র একটি এসএমএস করেই আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। চলুন ধাপে ধাপে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করা শিখি। এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নিজের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

  • এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে প্রথমে আপনাকে ফোনের মেসেজ অপশনে যেতে হবে। 
  • এরপর এভাবে মেসেজ লিখতে হবেঃ BTR XXXX (পিন – ঐচ্ছিক) 016XXXXXXXX (প্রাপকের মোবাইল নম্বর) 100 (টাকার পরিমান) 
  • এরপর “1000” নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে।
  • ব্যালেন্স ট্রান্সফার করার সময় প্রেরক এবং প্রাপক উভয়ের ব্যালেন্স থেকে ২.৫৫ টাকা ভ্যাট কাটা হবে। 

 এভাবে খুব সহজেই শুধুমাত্র একটি এসএমএস করে এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

Airtel Balance Transfer Pin Reset (এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট)

এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটিতে আপনার পিন নাম্বারটি ঐচ্ছিক থাকে। তাই আপনি পিন না দিয়েও ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। ব্যালেন্স ট্রান্সফার পিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যালেন্স ট্রান্সফার পিন সেট করে নিতে হবে। তাছাড়া আপনি যদি পিনটি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে নতুন পিন রিকুয়েস্ট করতে হবে।  

  • পিন রিকুয়েস্ট করার জন্য “PIN” লিখে “1000” নম্বরে এসএমএস করতে হবে। 
  • পিন চালু করতেও “PIN” লিখে “1000” নম্বরে এসএমএস করতে হবে।
  • পিন বন্ধ করতে “PIN OFF” লিখে “1000” নম্বরে এসএমএস করতে হবে।

Airtel to Airtel Balance Transfer by SMS (এসএমএসের মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার)

এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার প্রক্রিয়া এসএমএস এর মাধ্যমে সম্পন্ন করতে হয়। পূর্বেই আপনাকে এসএমএস এর মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার প্রক্রিয়াটি দেখিয়েছি। এসএমএসের মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করতে হলে এভাবে মেসেজ লিখতে হবে BTR XXXX (পিন – ঐচ্ছিক) 016XXXXXXXX (প্রাপকের মোবাইল নম্বর) 100 (টাকার পরিমান) এবং “1000” নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। 

Airtel Balance Transfer to Robi (এয়ারটেল থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার)

যারা ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটিতে নতুন তারা অনেকেই হয়তো ভাবছেন এয়ারটেল থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তবে সেটি সম্ভব নয়। আপনি শুধুমাত্র এয়ারটেল প্রিপেইড সিম থেকে আরেকটি এয়ারটেল প্রিপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া আর কোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেননা। 

Airtel to GP Balance Transfer (এয়ারটেল থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার)

আপনারা হয়তো ভাবছেন আপনাদের এয়ারটেল নাম্বার থেকে জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তবে এয়ারটেল থেকে শুধুমাত্র এয়ারটেলেই ব্যালেন্স ট্রান্সফার সম্ভব। আপনি শুধুমাত্র এয়ারটেল থেকে এয়ারটেল, রবি থেকে রবি, এবং জিপি থেকে জিপি সিমেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।   

Can We Transfer Balance from Airtel to Airtel / Airtel Balance Transfer to Airtel Number (এয়ারটেল থেকে এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার)

পূর্বে আপনাকে বলেছি এয়ারটেল থেকে শুধুমাত্র এয়ারটেলেই ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তবে এক্ষেত্রেও একটু সীমাবদ্ধতা রয়েছে এবং তা হল, আপনি এয়ারটেল প্রিপেইড সিম থেকে শুধুমাত্র আরেকটি এয়ারটেল প্রিপেইড সিমেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনি এয়ারটেল প্রিপেইড থেকে এয়ারটেল পোস্টপেইড সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

কমন প্রশ্নোত্তর  

বন্ধুগণ! চলুন এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা যাকঃ

আমি এয়ারটেল থেকে এয়ারটেলে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবো?

এয়ারটেল প্রিপেইড থেকে এয়ারটেল প্রিপেইড সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে হলে ফোনের মেসেজ অপশনে গিয়ে এভাবে মেসেজ লিখতে হবেঃ BTR XXXX (পিন – ঐচ্ছিক) 016XXXXXXXX (প্রাপকের মোবাইল নম্বর) 100 (টাকার পরিমান) এবং “1000” নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। 

ইন্টারনেট ছাড়া কিভাবে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করতে পারি?

ইন্টারনেট ছাড়া আপনি এসএমএস এর মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। এসএমএসের মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করতে হলে আপনাকে এভাবে মেসেজ লিখতে হবেঃ BTR XXXX (পিন – ঐচ্ছিক) 016XXXXXXXX (প্রাপকের মোবাইল নম্বর) 100 (টাকার পরিমান) এবং “1000” নম্বরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে।

এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড কত?

এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোড হলো *778#, কোডটি ডায়াল করে খুব সহজেই আপনি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পারেন। 

এয়ারটেল সিমের এমবি চেক করব কিভাবে?

এয়ারটেল সিমের এমবি চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *3# ডায়াল করতে হবে। 

শেষ কথা

বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আপনাদেরকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করার আপডেট প্রক্রিয়াটি শিখিয়েছি। আশা করছি আর্টিকেলটি পড়ার পরে আপনি আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন।

আর্টিকেলটি পড়ে আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন। এছাড়াও কোন কিছু বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।     

মন্তব্য করুন

Top