Robi New Sim Offer and Price 2024 | রবি নতুন সিমের অফার এবং দাম

Robi New Sim Offer: রবির সর্বশেষ সিম অফারগুলির সাথে কানেক্টিভিটির ভবিষ্যতে স্বাগতম! ডিজিটাল উদ্ভাবন দ্বারা চালিত একটি বিশ্বে, সংযুক্ত থাকা সর্বোত্তম। রবি একটি আকর্ষণীয় নতুন সিম অফার এনেছে যা আপনার ইন্টারনেট অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করে।

অপ্রতিরোধ্য ডাটা প্যাকেজ থেকে শুরু করে কমপ্লিমেন্টারি এমবি পর্যন্ত, রবি আপনার জন্য এনেছে অতুলনীয় সুবিধা এবং নিরবচ্ছিন্ন সংযোগ। 

আপনি ডিজিটাল যাত্রা শুরু করা একজন নতুন ব্যবহারকারী বা আপনার সিম প্রতিস্থাপন করতে চাচ্ছেন না কেন, রবির অত্যাধুনিক সমাধানগুলি আপনার সমস্ত চাহিদা পূরণ করে।

Robi New Sim Offer and Price (রবি নতুন সিমের অফার এবং দাম)

সিম একটিভেট করার পরে *123*900# ডায়াল করে আপনার অফার  বেছে নিতে হবে। রবির অফিসিয়াল সাইটে  রবি প্রিপেইড নতুন সিমের জন্য দুটি অফার রয়েছে। অফার দুটি হলোঃ

  1. Robi Prepaid-Voice Heavy (যাদের বেশি মিনিট প্রয়োজন তাদের জন্য)
  2. Robi Prepaid-Data Heavy (যাদের বেশি এমবি প্রয়োজন তাদের জন্য)

চলুন অফার দুটি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক কি কি থাকছে অফারের ভেতরঃ

Robi Prepaid-Voice Heavy

  • এই অফার এর সিম টি ক্রয় করার জন্য আপনার খরচ হবে ২৫০ টাকা।
  • এই অফারে আপনি পাবেনঃ
  • মেইন একাউন্ট ব্যালেন্স ২৫ টাকা।
  • ৩ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন।
  • ২০০ মিনিট এবং ৬০ পয়সা/মিনিট কল রেট ৩০ দিনের জন্য।
  • ওয়েবসাইট থেকে অর্ডার করলে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ রবি এসএমএস চেক কোড

Robi Prepaid-Data Heavy

  • এই অফার এর সিম টি ক্রয় করার ক্ষেত্রেও আপনার খরচ হবে ২৫০ টাকা।
  • এই অফারে আপনি পাবেনঃ
  • মেইন একাউন্ট ব্যালেন্স ২৫ টাকা
  • ১০ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন
  • ৫০ মিনিট এবং ৬০ পয়সা/মিনিট কল রেট ৩০ দিনের জন্য
  • ওয়েবসাইট থেকে অর্ডার করলে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন।

Robi New Sim First Recharge Offer (রবি নতুন সিমে প্রথম রিচার্জ অফার)

আপনি ইতোমধ্যেই রবি সিম ক্রয় করে ফেলেছেন?  তবে আপনার জন্য রয়েছে আরও অফার। আপনার রবি সিমে প্রথমবার রিচার্জে যে অফারগুলো আপনি পেতে পারেন তা নিম্নে বর্ণনা করা হলোঃ

প্রথমবার ৮২ টাকা রিচার্জে কাস্টমার পাবেনঃ

  • ৮০ মিনিট (যেকোনো নেট) যার মেয়াদ ১৫ দিন।
  •  ৪ জিবি (২ জিবি যে কোন ব্যবহারের জন্য +  ২ জিবি Binge) ইন্টারনেট যার মেয়াদ ১৫ দিন।
  •  ১ পয়সা/সেকেন্ড কলরেট (যে কোন নাম্বারে) এবং এর মেয়াদ থাকবে ৩০ দিন। 

প্রথমবার ৪২ টাকা রিচার্জে কাস্টমার পাবেনঃ

  • ৩০ মিনিট (যেকোনো নেট) যার মেয়াদ ৭ দিন।
  •  ৩ জিবি (২ জিবি যে কোন ব্যবহারের জন্য +  ১ জিবি Binge) ইন্টারনেট যার মেয়াদ ৭ দিন।
  •  ১ পয়সা/সেকেন্ড কলরেট (যে কোন নাম্বারে) এবং এর মেয়াদ থাকবে ৩০ দিন। 

Robi New Sim Internet Offer (রবি নতুন সিমের ইন্টারনেট অফার)

ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।  বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম।  রবি 4.5G ইন্টারনেট ব্যবস্থার কারণে বর্তমানে রবি সিমের ইন্টারনেট অনেক দ্রুতগতি সম্পন্ন হয়েছে।  তাই আমরা অনেকেই রবি সিমে ইন্টারনেট চালাতে পছন্দ করি।  

আমরা অনেকেই আছি যারা শুধু ইন্টারনেট ব্যবহার করার জন্য রবি সিম কিনে থাকি।  এর আরো একটি কারণ হলো রবি সিমে অনেক ভালো ভালো ইন্টারনেট অফার পাওয়া যায়।  তো চলুন দেখে নিন রবি নতুন সিমে কি কি ইন্টারনেট অফার পাবেনঃ

ইন্টারনেট অফারঃ

  • ১২ জিবি ইন্টারনেট পাবেন ১২ মাসে। 
  • প্রতি মাসে ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন যার মেয়াদ থাকবে ৭দিন।
  • আপনি ৩০ দিনের মধ্যে এই অফারটি একবারই নিতে পারবেন।

 স্পেশাল কলরেট অফারঃ

  • প্রথমবার ৪২ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড কলরেট (যেকোনো নেট) পাবেন যার মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত।
  • ডিফল্ট ট্যারিফ রেটঃ ফ্ল্যাট ২৬.৫ পয়সা/১০ সেকেন্ড

Binge অফারঃ

  • নতুন অ্যাক্টিভেশন রবি সিমের জন্য বিনামূল্যে বিঙ্গে সা সাবস্ক্রিপশন।
  • ৮২ টাকা FTR এ বিনামূল্যে  ৩০ দিনের জন্য Binge সাবস্ক্রিপশন। 
  • ৪২ টাকা FTR এ বিনামূল্যে  ১৫ দিনের জন্য Binge সাবস্ক্রিপশন।
তথ্যবিস্তারিত
ক্রয়ের মাধ্যমইজি লোড রিচার্জ
মেয়াদ৭ দিন
ইন্টারনেট ব্যবহারের সময়২৪ ঘন্টা
চেক কোড*3#
লিমিট১২ মাসের জন্য ১৫ দিনে একবার

অ্যাক্টিভেশন বোনাসঃ

  • মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালেন্স।
  • মেয়াদ: ১৫ দিন।

সাধারণ শর্তসমূহঃ

  • এই নতুন প্যাকেজে মাইগ্রেশন-ইন অনুমোদিত নয়।
  • এই নতুন প্যাকেজ থেকে মাইগ্রেশন-আউট অনুমোদিত। অন্যান্য রবি প্যাকেজে স্থানান্তরিত হলে, গ্রাহক বিদ্যমান ডেটা প্যাক বহন করবেন (যদি থাকে)।
  • রিচার্জের দিন সহ বৈধতা বিবেচনা করা হবে
  • সমস্ত মূল্য ১৫% ভ্যাট, ১৫% SD এবং ১% SC সহ।

ব্যালেন্স চেক কোডঃ

চেককোড
মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স*1#
নিজের সিমের নাম্বার*2#
মিনিট বান্ডেল*222*2#
ইন্টারনেট/বোনাস ইন্টারনেট*3#

Robi New Sim Free MB Code (রবি নতুন সিমের ফ্রি এমবি কোড)

রবি কোম্পানি তাদের সিম অধিক পরিমাণে বিক্রয়ের জন্য এবং তাদের গ্রাহক বৃদ্ধির জন্য অনেক সময় নতুন সিমে ফ্রি এমবি অফার দিয়ে থাকে। তবে এই ফ্রি এমবি অফার গুলো সব সময় থাকে না।  আপনি যদি রবি নতুন সিমে .৪ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি করে ফ্রি এমবি নিতে চান তাহলে *123*44# ডায়াল করতে পারেন।

Robi New Sim 1GB Free Code (রবি নতুন সিমে ১ জিবি ফ্রি কোড)

রবি কোম্পানি মাঝে মাঝে নতুন  সিমে ১ জিবি করে ফ্রি এমবি দিয়ে থাকে।  আমি পূর্বেই বলেছি আপনি যদি নতুন সিমে ৪ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট নিতে চান তাহলে আপনাকে *123*44# ডায়াল করতে হবে।  তবে এই ফ্রি এমবি অফার সব সময় পাওয়া যায় না। আপনি যদি ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে *123*3*5# ডায়াল করতে হবে।

শর্তসমূহঃ

  • গ্রাহকগণ প্রতিদিন ১ জিবি করে পাবেন যার মেয়াদ থাকবে ২৪ ঘন্টা।  ৪ দিন পর্যন্ত প্রতিদিন এই অফারটি অটোমেটিক চালু হবে এবং গ্রাহকগণ ১ জিবি করে ফ্রি এমবি পেয়ে যাবেন।
  • গ্রাহকগণ এই অফারটি শুধুমাত্র একবারই নিতে পারবেন।
  • শুধুমাত্র এই অফারের ক্যাম্পেইন চলাকালীন সময়েইএই অফারটি পাওয়া যাবে।
  • এই বোনাস শুধুমাত্র 4G নেটওয়ার্কে চলবে। 
  • শুধুমাত্র 4G চালু সিম এবং 4G চালু হ্যান্ডসেট ব্যবহারকারীরাই এই বোনাস অফারটির সুবিধা নিতে পারবেন।
  • এই ফ্রি ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *123*3*5# ডায়াল করতে হবে। 

Robi 19 TK 2GB Code (রবি ১৯ টাকায় ২ জিবি কোড)

রবি নতুন সিমের খুবই জনপ্রিয় একটি অফার হলো ১৯ টাকায় ২ জিবি অফার। তবে এই অফারটি 3G ইন্টারনেট প্যাকেজের, যা অনেক পুরাতন হয়ে গিয়েছে।  তাই বর্তমানে এই অফারটি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি।  এই অফারটি ক্রয় করার জন্য আপনাকে *8666*19# ডায়াল করতে হবে। 

Robi New Sim Number (রবি নতুন সিমের নাম্বার)

আমরা রবি সিম কেনার পরে সেই সিমের প্যাকেটটি যদি হারিয়ে ফেলি অথবা নাম্বারটি যদি হারিয়ে যায় এবং আমাদের সিমের যদি ব্যালেন্স না থাকে তাহলে আমরা অন্য কোন নাম্বারে কল দিয়েও আমাদের নিজের সিমের নাম্বার দেখতে পারিনা।  তবে রবি সিমের নাম্বার চেক করার জন্য খুবই সহজ একটি কোড রয়েছে। কোডটি হলো *2#,  যেটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার রবি সিমের নাম্বার দেখে নিতে পারেন।

Robi Sim (4G) Replacement Offer (রবি সিম রিপ্লেসমেন্ট অফার)

রবি কোম্পানি তাদের যে সকল 3G গ্রাহক রয়েছেন তাদের সবাই যাতে 4G সিমে আপডেট হন তার জন্য রবি তার গ্রাহকদের কিছু লোভনীয় অফার দিয়ে থাকে। নিম্নে ভালো ভালো কিছু রবি সিম রিপ্লেসমেন্ট অফার নিয়ে আলোচনা করা হলোঃ

  • আপনি যদি আপনার 3G সিমটি রিপ্লেস করে 4G করতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোন সিমের দোকান অথবা রবি কাস্টমার কেয়ারে যেতে হবে।
  • আপনার রবি সিমের 4G স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে *123*44# অথবা *121*44# ডায়াল করতে হবে।
  • 4G সিম আপনি 2G, 3G বা 4G, যেকোনো নেটওয়ার্ক এ ব্যবহার করতে পারবেন। 
  • রবি সিম রিপ্লেসমেন্ট ফি হল ২০০ টাকা।

Robi 4G Internet Packages (রবি 4G ইন্টারনেট প্যাকেজ সমূহ) 

আপনি যদি আপনার 3G সিমটিকে 4G তে রূপান্তরিত করেন তবে আপনি অনেক ভাল ভাল ইন্টারনেট অফার পেয়ে যাবেন।  প্রথমত, 4G নেটওয়ার্ক অনেক গতিশীল এবং সেই সাথে থাকছে অনেক ভালো ইন্টারনেট অফার যা দিয়ে আপনি অনেক স্বাচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো চলুন কিছু রবি 4G ইন্টারনেট প্যাকেজ নিয়ে আলোচনা করা যাকঃ

  • প্রথমত আপনি ৭ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন যার মেয়াদ থাকবে ৭ দিন। (যেকোনো নেটওয়ার্কের জন্য ২GB এবং 4.5G-এর জন্য ৫GB)
  • বোনাসটি সিম রিপ্লেসমেন্টের ৪৮ ঘন্টার মধ্যে বিতরণ করা হবে।
  • ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *123*3*5#
  • বোনাসের বাইরে ডেটা ব্যবহারের জন্য নিয়মিত ডেটা প্ল্যান বা নিয়মিত  pay-as-you-go ট্যারিফ প্রযোজ্য হবে।

কমন প্রশ্নোত্তর

বন্ধুগণ, চলুন রবি নিউ সিম অফার সম্পর্কিত কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ

রবি নতুন সিম এক্টিভেট করার পরে অফার চালু করব কিভাবে?

রবি নতুন সিম এক্টিভেট করার পরে *123*900# ডায়াল করে আপনার অফারটি বেছে নিতে হবে।

রবি নতুন সিমে কি অফার রয়েছে?

রবি নতুন সিমে ৮২ টাকা রিচার্জ করলে ৮০ মিনিট এবং ৪ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ ১৫ দিন।  এছাড়াও ১ পয়সা/সেকেন্ড কলরেট (যে কোন নাম্বারে) পাবেন এর মেয়াদ থাকবে ৩০ দিন। রবি নতুন সিমে ৪২ টাকা রিচার্জ করলে ৩০ মিনিট এবং ৩ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ ৭ দিন।  এছাড়াও ১ পয়সা/সেকেন্ড কলরেট (যে কোন নাম্বারে) পাবেন এর মেয়াদ থাকবে ৩০ দিন।

রবি নতুন সিমে কি কি ইন্টারনেট অফার আছে?

রবি নতুন সিমে আপনি ১২ মাসে ১২ জিবি ইন্টারনেট পাবেন। প্রতিমাসে ১৮ টাকা দিয়ে ১ জিবি কিনে নিতে হবে যার মেয়াদ থাকবে ৭ দিন। 

রবি  নতুন সিমের ফ্রি এমবি কোড কত?

রবি নতুন সিমের ফ্রি এমবি কোড হল *123*44#, কোডটি ডায়াল করার ফলে আপনি ৪ দিনব্যাপী প্রতিদিন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট পাবেন যার মেয়াদ থাকবে ২৪ ঘন্টা।

রবি নতুন সিমের নাম্বার চেক করব কিভাবে?

রবি নতুন সিমের নাম্বার চেক করা খুবই সহজ। আপনি শুধু *2# ডায়াল করলেই আপনার সিমের নাম্বারটি আপনার সামনে প্রদর্শিত হবে। এভাবে খুব সহজেই আপনি রবি নতুন সিমের নাম্বার দেখে নিতে পারেন। 

সমাপ্তি

বন্ধুগণ আজকে এই আর্টিকেলে আমি আপনাদেরকে রবির নতুন সিমের অফার সম্পর্কিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে নতুন রবি সিমের অফার সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার মনে থাকার কথা নয়। আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনার কোন কিছু জানার থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ 

মন্তব্য করুন

Top