Robi Bondho Sim Offer 2024 | রবি বন্ধ সিম অফারগুলো এখানে দেখুন

Robi Bondho Sim Offer: নিরবিচ্ছিন্ন সংযোগের জগতে একটি বিশেষ অন্তর্দৃষ্টিতে স্বাগতম – রবি বন্ধ সিম অফার। এমন এক যুগে যেখানে সংযুক্ত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রবি একটি ব্যতিক্রমী সুযোগ নিয়ে আসে যা প্রচলিত সীমানাকে অতিক্রম করে। 

এই আর্টিকেলে আমি আপনাদের সাথে রবি বন্ধ সিমের অফার গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

Robi Bondho Sim Offer (রবি বন্ধ সিম অফার)

রবি বন্ধ সিমের জন্য অনেক ভালো ভালো অফার প্রদান করে থাকে। আপনি যদি আপনার বন্ধ রবি সিমটি পুনরায় চালু করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন রবির অনেক আকর্ষণীয় অফার।  তো দেরি না করে আজই চালু করুন আপনার রবি বন্ধ সিম এবং রবির 4.5G নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকুন।

আপনি যদি আপনার রবি বন্ধ সিমটি পুনরায় চালু করতে চান তবে  আপনার জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার। আপনি *888# অথবা *8050# ডায়াল করে আপনার আকর্ষণীয় সব অফার গুলো চেক করে নিতে পারেন। এছাড়াও আপনি যে সকল   রিচার্জ অফারগুলো পাবেন সেগুলো নিম্নে বর্ণনা করা হলোঃ

অফারসমূহঃ

রিচার্জ (টাকা)সুবিধামেয়াদ
৩১ টাকা১ জিবি + ৪৫ মিনিট ৭ দিন
৩৭ টাকা৩ জিবি + ৩০ মিনিট  + ৪৮ পয়সা/মিনিট (+ট্যাক্স)(ডেটা + মিনিট) ৭ দিন কলরেট ৩০ দিন
৪৭ টাকা৪৭ পয়সা/মিনিট (+ট্যাক্স)৩০ দিন
৪৮ টাকা৬.৫ জিবি৭ দিন
৭৭ টাকা৮ জিবি৭ দিন
১১৯ টাকা৬ জিবি + ১২০ মিনিট৩০ দিন
৪৪৮ টাকা৩০ জিবি + ৭০০ মিনিট৩০ দিন

শর্তাবলী

  • রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহকদের *3# ডায়াল করতে হবে
  • মিনিট চেক করতে গ্রাহককে ডায়াল করতে হবে *222*8#
  • উভয় নেটওয়ার্কেই ইন্টারনেট ব্যবহার করা যায়
  • যোগ্য গ্রাহকদের বিস্তারিত সহ অফারের যোগ্যতা সম্পর্কে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং যোগ্য গ্রাহকরা *888# বা *8050# ডায়াল করেও চেক করতে পারবেন

আরও পড়ুনঃ রবি রিচার্জ অফার

কমন প্রশ্নোত্তর

চলুন রবি বন্ধ সিমের অফার সম্পর্কিত কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ

রবি বন্ধ সিমে কি কি অফার থাকে?

রবি বন্ধ সিমে ইন্টারনেট, মিনিট এবং কম্বো অফার থাকে।

গ্রাহকগণ কিভাবে বন্ধ সিমের অফার পেতে পারে?

গ্রাহকগণ নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ এর মাধ্যমে অফার বা প্যাকেজ চালু করতে পারে। তবে রিচার্জ করার টাকা মূল ব্যালেন্সে যোগ হবে না, তার বিনিময়ে আপনাকে অফার  চালু করে দেওয়া হবে।

কোন কোন গ্রাহক রবি বন্ধ সিমের অফার পাওয়ার যোগ্য?

রবি প্রিপেইড গ্রাহক যাদের বন্ধ সিম রয়েছে এবং সেই বন্ধ সিম চালু করলে সেই সিমে অফার পাবেন।

কাস্টমার কখন রবি বন্ধ সিমের অফার গুলো নিতে পারবে?

এসএমএস পাওয়ার পর ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন গ্রাহকগণ অফারটি নিতে পারবেন।

রবি বন্ধ সিমের অফার সকল ভাবে চালু হয়েছে কিনা কিভাবে বুঝব?

রবি বন্ধ সিমের অফার সফলভাবে চালু হওয়ার পরে আপনি অবশ্যই একটা  কনফার্মেশন এসএমএস পাবেন। এসএমএসে আপনাকে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে।

কাস্টমার কিভাবে রবি বন্ধ সিমের অফার চেক করতে পারে?

কাস্টমারগণ *888# অথবা *8050# ডায়াল করে সহজেই তাদের রবি বন্ধ সিমের অফার চেক করে নিতে পারেন।

আমি কিভাবে রবি বন্ধ সিমের মিনিট অফার এর ব্যালেন্স চেক করব?

আপনি যদি রবি বন্ধ সিমের মিনিট অফার নিয়ে থাকেন তবে সেই মিনিট ব্যালেন্স চেক করার জন্য আপনি *222*8# ডায়াল করতে পারেন।

আমি কিভাবে রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার এর ব্যালেন্স চেক করব?

আপনি যদি রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার এর ব্যালেন্স চেক করতে চান তবে আপনাকে *3# ডায়াল করতে হবে।

রবি বন্ধ সিমের অফার কয়বার নিতে পারব?

ক্যাম্পেইন চলাকালীন আপনি শুধুমাত্র একবার রবির বন্ধ সিমের অফার ক্রয় করতে পারবেন।

সমাপ্তি

বন্ধুগণ আমি আজকে এই আর্টিকেলে আপনাদেরকে রবির বন্ধ সিম সম্পর্কিত বিভিন্ন অফার নিয়ে আলোচনা করেছি । যেহেতু রবি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সিম এবং প্রচুর গ্রাহক রয়েছে এই সিমের ব্যবহারকারী,  তাই রবি তার গ্রাহকদের সুবিধার্থে অনেক ভালো ভালো অফার দিয়ে থাকে।  এর মধ্যে রবি বন্ধ সিম অফার খুবই জনপ্রিয়। তাই আপনার যদি রবি বন্ধ সিম থেকে থাকে এবং সেটি নিষ্ক্রিয় করে রেখেছেন তবে আজই আপনার রবি বন্ধ সিমটি চালু করুন এবং আকর্ষণীয়  অফারগুলো বেছে নিন।

আমার আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ার জন্য অনুরোধ রইল।  তাছাড়া যদি কোন কিছু জানার থাকে অথবা আমাদের জন্য কোন সাজেশন থাকে তবে  নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। 

মন্তব্য করুন

Top