Banglalink Bondho Sim Offer: বাংলালিংক বন্ধ সিম অফার সম্পর্কিত আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম! একটি গতিশীল টেলিকমিউনিকেশন ল্যান্ডস্কেপে, সাশ্রয়ী মূল্যে সংযুক্ত থাকা সর্বোত্তম, এবং বাংলালিংক আপনার যোগাযোগের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে।
আপনার যদি একটি বন্ধ বাংলালিংক সিম থাকে এবং আপনি সেটি পুনরায় চালু করতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য। এই আর্টিকেলে বাংলালিংক বন্ধ সিমের সকল ইন্টারনেট, মিনিট এবং কলরেট অফারগুলো তুলে ধরা হয়েছে। আর্টিকেলটি পড়লে আপনি আপনার বন্ধ বাংলালিংক সিমের জন্য সর্বোত্তম অফারটি বেছে নিতে সক্ষম হবেন।
Contents
- 1 Banglalink Bondho Sim Offer 2024 (বাংলালিংক বন্ধ সিম অফার)
- 2 How to Check Banglalink Bondho Sim Offer Online / Banglalink Bondho Sim Offer Code (বাংলালিংক বন্ধ সিমের অফার কিভাবে চেক করব)
- 3 Banglalink Bondho Sim Offer 2024 Check Online (বাংলালিংক বন্ধ সিমের অফার অনলাইনে কিভাবে চেক করব)
- 4 Banglalink Bondho Sim Internet Offer 2024 (বাংলালিংক বন্ধ সিমের ইন্টারনেট অফার)
- 5 Banglalink Number Check (বাংলালিংক নাম্বার চেক)
- 6 Banglalink New Sim Offer 2024 (বাংলালিংক নতুন সিমের অফার)
- 7 কমন প্রশ্নোত্তর
- 8 শেষ কথা
Banglalink Bondho Sim Offer 2024 (বাংলালিংক বন্ধ সিম অফার)
সিমের অফার সর্বদা পরিবর্তনশীল। একটি অফার সারাজীবন স্থায়ী থাকে না। সিম কোম্পানি তাদের এবং তার গ্রাহকদের কথা চিন্তা করে সময়ের ব্যবধানে সিমের অফার গুলো পরিবর্তন করে থাকে। তাই সর্বদা লেটেস্ট অফারগুলো জানা জরুরি হয়ে থাকে। বর্তমানে বাংলালিংক বন্ধ সিমের যে সকল অফার গুলো রয়েছে তা নিম্নে তুলে ধরা হলোঃ
অফার | মেয়াদ | দর | রিচার্জের পরিমাণ |
---|---|---|---|
২০০ মিনিট + ১০ জিবি | ৩০ দিন | ৳ ১৯৮ | রিচার্জ ৳ ১৯৮ |
১৫০ মিনিট + ৫ জিবি | ৩০ দিন | ৳ ১১৮ | রিচার্জ ৳ ১১৮ |
৭ জিবি | ৭ দিন | ৳ ৬৮ | রিচার্জ ৳ ৬৮ |
৪ জিবি | ৭ দিন | ৳ ৪৯ | রিচার্জ ৳ ৪৯ |
১০০ মিনিট | ৩০ দিন | ৳ ৬৬ | রিচার্জ ৳ ৬৬ |
২ জিবি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ | ৩০ দিন | ৳ ২৯ | রিচার্জ ৳ ২৯ |
৩০ মিনিট | ৭ দিন | ৳ ১৯ | রিচার্জ ৳ ১৯ |
৬০ পয়সা/মিনিট | ৩০ দিন | ৳ ৩৯ | রিচার্জ ৳ ৩৯ |
How to Check Banglalink Bondho Sim Offer Online / Banglalink Bondho Sim Offer Code (বাংলালিংক বন্ধ সিমের অফার কিভাবে চেক করব)
আপনি কি জানেন যে আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার গুলো জেনে নিতে পারেন? হ্যাঁ, বাংলালিংক গ্রাহকগণ শুধুমাত্র একটি ফ্রি এসএমএস করে অথবা একটি কোড ডায়ালের মাধ্যমেই তাদের বাংলালিংক বন্ধ সিমের অফার গুলো দেখে নিতে পারেন।
- বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার জন্য নিজের বাংলালিংক নাম্বার টাইপ করে 4343 নম্বরে এসএমএস করতে হবে। (বিনামূল্যে)
- এছাড়াও গ্রাহকগণ তাদের বাংলালিংক বন্ধ সিম থেকে *121*200# ডায়াল করেও সেই সিমের অফার গুলো জেনে নিতে পারেন।
এভাবে গ্রাহকগণ খুব সহজেই তাদের বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করতে পারেন। এছাড়াও আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বন্ধ সিমের অফার চেক করা আপনার জন্য আরো সহজ।
Banglalink Bondho Sim Offer 2024 Check Online (বাংলালিংক বন্ধ সিমের অফার অনলাইনে কিভাবে চেক করব)
বাংলালিংক বন্ধ সিমের অফার অনলাইনে চেক করতে হলে আপনার ফোনে “MY BL” অ্যাপটি ইন্সটল করে থাকতে হবে। অ্যাপটি যদি ইন্সটল করা না থাকে সেক্ষেত্রে প্রথমে অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। MY BL অ্যাপ ইনস্টল করা এবং বাংলালিংক বন্ধ সিমের অফার অনলাইনে চেক করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
- প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে।
- এরপর প্লে স্টোরের সার্চ অপশনে “MY BL” লিখে সার্চ করতে হবে। সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে।
- এরপর “Install” বাটনে চাপ দিয়ে অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
- অ্যাপটি ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করতে হবে।
- প্রথমবার অ্যাপে লগইন করার জন্য আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন।
- নাম্বার কনফার্ম করা হয়ে গেলে আপনি MY BL অ্যাপ এর হোমপেজে পৌঁছে যাবেন। অ্যাপ এর হোমপেজেই আপনি আপনার বাংলালিংক সিমের মূল ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স এবং অবশিষ্ট এসএমএস এর পরিমাণ দেখতে পেয়ে যাবেন।
- এরপর আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার চেক করার জন্য MY BL অ্যাপের মেনু থেকে “My Offer” সেকশনে যেতে হবে।
- “My Offer” সেকশনে গেলে আপনি আপনার বাংলালিংক বন্ধ সিমের সকল অফার গুলো দেখতে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন অফার নিতে পারবেন।
এভাবে অনলাইনে অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বাংলালিংক বন্ধ সিমের অফারগুলো চেক করে নিতে পারবেন।
Banglalink Bondho Sim Internet Offer 2024 (বাংলালিংক বন্ধ সিমের ইন্টারনেট অফার)
সিম কোম্পানিগুলো সর্বদাই তাদের সংযোগ গুলো চালু রাখার চেষ্টা করে। গ্রাহকগণ যাতে তাদের বন্ধ সিম গুলো পুনরায় চালু করেন সেই জন্য বন্ধ সিমে অনেক ভালো অফার দিয়ে থাকে। বন্ধ সিম চালু করলে সাধারণত অনেক আকর্ষণীয় ইন্টারনেট অফার পাওয়া যায়। তো চলুন দেখে নিন বর্তমানে আপনার বাংলালিংক বন্ধ সিমটি চালু করলে কি কি ইন্টারনেট অফার পেতে পারেনঃ
অফার | মেয়াদ | দর | রিচার্জের পরিমাণ |
---|---|---|---|
৭ জিবি | ৭ দিন | ৳ ৬৮ | রিচার্জ ৳ ৬৮ |
৪ জিবি | ৭ দিন | ৳ ৪৯ | রিচার্জ ৳ ৪৯ |
২ জিবি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ | ৩০ দিন | ৳ ২৯ | রিচার্জ ৳ ২৯ |
২০০ মিনিট + ১০ জিবি | ৩০ দিন | ৳ ১৯৮ | রিচার্জ ৳ ১৯৮ |
১৫০ মিনিট + ৫ জিবি | ৩০ দিন | ৳ ১১৮ | রিচার্জ ৳ ১১৮ |
Banglalink Number Check (বাংলালিংক নাম্বার চেক)
এমন অনেকেই রয়েছেন যারা নতুন বাংলালিংক সিম ব্যবহার করছেন অথবা নিজের বাংলালিংক সিমের নম্বরটি ভুলে গেছেন, কিভাবে সিমের নাম্বার চেক করতে হয় সেটা জানেন না। বাংলালিংক সিমের নাম্বার চেক করা খুবই সহজ। বাংলালিংক সিমের নাম্বার চেক করতে হলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *511# নম্বরে ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করলে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি প্রদর্শিত হবে।
Banglalink New Sim Offer 2024 (বাংলালিংক নতুন সিমের অফার)
বাংলালিংক কোম্পানি তার গ্রাহকদের বন্ধ সিমের জন্য যে রকম অনেক আকর্ষণীয় অফার দিয়ে থাকে, তেমনি নতুন সংযোগের ক্ষেত্রেও অনেক আকর্ষণীয় অফার দিয়ে থাকে। বাংলালিংক নতুন সিমের বর্তমান অফার গুলো নিচে তুলে ধরা হলোঃ
বাংলালিংক নতুন সিমে প্রথমবার ৪৮ টাকা রিচার্জেঃ
- মেইন ব্যালেন্সে ৫ টাকা
- ৩০ দিনের জন্য ৮৯ পয়সা/মিনিট
- ১০ সেকেন্ড পালস
- ৭ দিনের জন্য ৫ জিবি (৩ জিবি + ২ জিবি টফি) ইন্টারনেট। এমবি চেক করার জন্য *121*1# ডায়াল করতে হবে।
- ৭ দিনের জন্য ৪০ মিনিট
নতুন বাংলালিংক সিমে প্রথমবার ৮১ টাকা রিচার্জেঃ
- মেইন ব্যালেন্সে ৫ টাকা
- ৩০ দিনের জন্য ৮৯ পয়সা/মিনিট
- ১০ সেকেন্ড পালস
- ১৫ দিনের জন্য ১০ জিবি (৫ জিবি + ৫ জিবি টফি) ইন্টারনেট। এমবি চেক করার জন্য *121*1# ডায়াল করতে হবে।
- ১৫ দিনের জন্য ১০০ মিনিট
কমন প্রশ্নোত্তর
বন্ধুগণ! চলুন বাংলালিংক বন্ধ সিম অফার সম্পর্কিত গ্রাহকদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাকঃ
বাংলালিংকে ১৯৮ টাকায় কি অফার আছে?
বাংলালিংক সিমে ১৯৮ টাকায় ২ জিবি ইন্টারনেট এবং ১৫০ মিনিট, বান্ডেল অফারটি রয়েছে। অফারটির মেয়াদ হল ৩০ দিন। এই অফারটি নিতে হলে আপনাকে ১৯৮ টাকা রিচার্জ করতে হবে অথবা *121*198# ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমে ১ জিবি ফ্রি ইন্টারনেট কিভাবে নেব?
বাংলালিংক সিমে ফ্রি ইন্টারনেট নিতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই নতুন 4G স্মার্টফোন হতে হবে। এছাড়াও আপনার বাংলালিংক সিমটি অবশ্যই ফোনের সিম স্লট ১ এ থাকতে হবে। এরপর ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*701# নম্বরে ডায়াল করতে হবে। নম্বরটি ডায়াল করলে আপনি আপনার বাংলালিংক সিমে ৪ জিবি (১ জিবি নিয়মিত + ৩ জিবি টফি) ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন।
এই অফারটি প্রথম মাসে ৭ দিনের জন্য চালু হবে। প্রতিমাসে *121*702# কোডটি ডায়াল করার মাধ্যমে টানা ১১ মাস পর্যন্ত এই ফ্রি ইন্টারনেট অফারটি নিতে পারবেন। আপনার ডিভাইসটি যদি ৯০ দিনের বেশি পুরাতন হয় সেক্ষেত্রে আপনি এই অফারটি নিতে পারবেন না।
বাংলালিংক সিমের অফার চেক করব কিভাবে?
বাংলালিংক সিমের অফার চেক করতে হলে আপনাকে *1100# কোডটি ডায়াল করে মেনুতে যেতে হবে এবং মেনু থেকে আপনি আপনার সিমের অফার গুলো চেক করতে পারবেন।
আমি কিভাবে বাংলালিংকে ২ জিবি পেতে পারি?
বাংলালিংক সিমে ৫০ টাকায় সাত দিনের জন্য ২ জিবি মিটিং প্যাক ক্রয় করতে হলে আপনাকে *5000*50# ডায়াল করতে হবে। এই ইন্টারনেট শুধুমাত্র এই সকল সার্ভিসের ক্ষেত্রে ব্যয় করা যাবেঃ Zoom, Teams, Google Meet, Google Classroom, Google Duo.
বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেটের দাম কত?
ভিন্ন মেয়েদের জন্য বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেটের দাম ভিন্ন হয়ে থাকে।যেমন মনে করুন আপনি যদি ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট কিনতে চান তাহলে আপনার খরচ হবে ১৪১ টাকা।
শেষ কথা
বন্ধুগণ! আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে বাংলালিংক বন্ধ সিমের সকল অফার গুলো দেখিয়েছি। এছাড়াও কিভাবে আপনি নিজেই আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার গুলো চেক করতে পারবেন সেটিও শিখিয়ে দিয়েছি। আশা করছি আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়তে পারেন এবং শেয়ার করতে পারেন। তাছাড়া কোন কিছু যদি জানার থাকে অথবা কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।