Robi Minute Check: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অত্যন্ত জনপ্রিয় সিম। বাংলাদেশের প্রাইস 56 মিলিয়ন লোক রবি সিম ব্যবহার করে থাকে। এর নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধ এবং সাশ্রয়ী কলরেট এর কারণে সিমটি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে।
কথা বলার সুবিধার্থে আমরা অনেকেই মিনিট প্যাক ক্রয় করে থাকি। তবে কি পরিমান মিনিট অবশিষ্ট আছে ব্যালেন্সে সেটি মাঝে মাঝে চেক করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের মধ্যেও অনেক লোক আছে যারা জানেন না রবি মিনিট চেক কিভাবে করতে হয়। তাদের জন্য আজকে আমার এই পোস্টটি লেখা।
আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই রবি সিমে মিনিট চেক করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক।
Contents
Robi Minute Check Code (রবি মিনিট চেক কোড)
রবি মিনিট চেক করার কোড হল *222*2#, মিনিট চেক করার জন্য রবি সিমে আরও কয়েকটি কোড রয়েছে যেগুলো হলঃ *222*8# এবং *222*25#
এই কোডগুলোর মধ্যে থেকে যেকোনো একটি কোড ডায়াল করলেই আপনি আপনার রবি সিমের অবশিষ্ট মিনিট চেক করতে পারবেন। তবে সচরাচর যে কোডটি ব্যবহার করা হয় সেটি হল *222*2#
রবি মিনিট চেক ২০২৪ কোড
মাঝে মাঝে সিম কোম্পানি তাদের সিমের কোড পরিবর্তন করে থাকে। তাই আমাদের সব সময় আপডেট কোড ব্যবহার করা উচিত। ২০২৪ সালের মিনিট চেক করার জন্য সর্বশেষ আপডেট যে কোডটি রয়েছে তা হলো *222*2# অথবা *222*8#
Robi Internet Balance Check (রবি ইন্টারনেট ব্যালেন্স চেক)
রবি মিনিট ব্যালেন্স চেক করা যেমন সহজ রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করাও খুবই সহজ। আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনার রবি সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জেনে নিতে পারেন। রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে *3# অথবা *8444*88# ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করে খুব সহজেই আপনি আপনার রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখে নিতে পারবেন।
How To Check Robi Minute Balance – রবি মিনিট দেখার নিয়ম ২০২৪
রবি সিমের মিনিট চেক করা খুবই সহজ। আপনি মাত্র একটি কোড ডায়াল করে আপনার রবি সিমের মিনিট দেখে নিতে পারেন। পূর্বেই আমি কোড গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি নিম্নে বর্ণিত ধাপ অনুযায়ী অনুসরণ করুনঃ
- প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান
- তারপর *222*2# অথবা *222*8# টাইপ করুন
- এরপর Call বাটনে চাপ দেন
- ২-৪ সেকেন্ডের মধ্যেই আপনার ব্যালেন্সে কত মিনিট আছে সেটি প্রদর্শিত হবে।
এভাবে আপনি খুব সহজে আপনার রবি সিমে মিনিট ব্যালেন্স চেক করে নিতে পারেন।
শেষ কথা
বন্ধুগণ আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের রবি সিমে মিনিট ব্যালেন্স চেক করবেন। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা খুব সহজে কিভাবে আপনাদের রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন। আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে এসেছে।
আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যদি কোন কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ